1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিকল্প জ্বালানির ক্ষেত্রে সমন্বয়

রিৎসকি নুগ্রাহা/এসবি৯ নভেম্বর ২০১৩

বিকল্প জ্বালানির ব্যবহার বেড়ে চললেও জ্বালানি উৎপাদন ও সংরক্ষণের ক্ষেত্রে সার্বিক পরিকল্পনার অভাব দেখা যায়৷ বার্লিন শহরে জ্বালানির সমন্বয়ের এক মডেল হয়ে উঠছে ‘স্মার্ট গ্রিড সিস্টেম’৷

BU: "Über ein digitales Netzwerk verbindet das Smart Grid alle Akteure der Energieversorgung miteinander" +++KfW-Bildarchiv / Fotograf: Thomas Klewar+++ Windpark / Windkraftanlagen, Hochspannungsmasten und Hochspannungsleitungen, im März 2008, Deutschland
Stromnetzছবি: KfW-Bildarchiv / Fotograf: Thomas Klewar

বিদ্যুৎ সংরক্ষণের জার্মান উপায়

03:22

This browser does not support the video element.

ভবিষ্যতের জ্বালানি ব্যবস্থা এখনই পরীক্ষা করা হচ্ছে বার্লিন শহরে৷ এই ব্যবস্থার পোশাকি নাম ‘স্মার্ট গ্রিড সিস্টেম'৷ জার্মানিতে ‘ইলেক্ট্রো মোবিলিটি' আরও কার্যকর করে তুলতে বিদ্যুতের নতুন ‘ইন্টেলিজেন্ট' গ্রিড তৈরি করার তোড়জোড় চলছে৷

২০১১ সাল থেকে এই প্রকল্পের দায়িত্বে রয়েছেন ফ্রাংক ক্রিস্টিয়ান হিনরিশস৷ তবে প্রকল্পটি এখনো পরিকল্পনার স্তরেই রয়েছে৷ তিনি বলেন, ‘‘শুধু সবুজ বিদ্যুতের খাতিরে যে কোনো মূল্যে দামি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার আমাদের লক্ষ্য নয়৷ নানা প্রযুক্তির মিশ্রণে এই ব্যবস্থা যাতে ব্যবসায়ীকভাবে সফল হয়, সেটাই আমাদের নিশ্চিত করতে হবে৷''

স্মার্ট গ্রিড সিস্টেম' বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা, বিদ্যুতের স্টোরেজ ব্যবস্থা, গ্রাহক ও ইলেকট্রিক গাড়ির মধ্যে এমন সমন্বয় করে, যাতে সব পক্ষই উৎপাদন ক্ষমতা ও চাহিদার খবর পায়৷ একমাত্র এভাবেই নবায়নযোগ্য জ্বালানির অনিয়মিত যোগান ও বিদ্যুতের বর্তমান ব্যবহারের মধ্যে ভারসাম্য আনা সম্ভব৷

প্রত্যেক কিলোওয়াট বিদ্যুৎ সবার আগে ইলেকট্রিক গাড়িতে ভরা হবে৷ যে কেউ ভাড়া নিতে পারবেন এই সব গাড়ি৷ হিনরিশস বলেন, ‘‘এখানে প্রশ্ন হলো, কীভাবে আমি নবায়নযোগ্য জ্বালানি পেতে পারি? কারণ এর মান ও পরিমাণ তো সমান হয় না৷ তার পরেও ফসিল-ভিত্তিক জ্বালানির দিকে হাত বাড়াতে চাই না৷ বিকেন্দ্রীকরণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে জ্বালানি সংগ্রহই সাফল্যের চাবিকাঠি৷''

বার্লিনের একটি স্টেশনে এমন প্রচেষ্টা চলছে৷ সৌর ও বায়ুচালিত বিদ্যুতের সমন্বয়ে ২০১৪ সাল থেকে জার্মান রেল কোম্পানি নিজস্ব ‘স্মার্ট গ্রিড সিস্টেম' চালু করতে চলেছে৷ এর আওতায় ইলেকট্রিক গাড়ি ও ইলেকট্রিক সাইকেলও ভাড়া দেয়া হবে৷

প্রতি দিন প্রায় এক লাখ মানুষ এই স্টেশনে যাতায়াত করেন৷ তাঁদের মধ্যে আছেন প্রকল্পের প্রধানও৷ বার্লিনের ডায়লান ম্যাককে বলেন, ‘‘এখানে এই ‘ইনটেলিজেন্ট মোবিলিটি স্টেশন'-এ ব্যবহারকারী নিজের স্মার্টফোনেই দেখতে পাবেন, সেই মুহূর্তে তাঁর সামনে কী বিকল্প রয়েছে – তাঁর জন্য কোনটা সবচেয়ে ভালো৷ গন্তব্যে যাবার সেরা পথ কী, তার খরচ কত? তাছাড়া গোটা ব্যবস্থাই চলবে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে৷''

তবে এখনো অবকাঠামো প্রস্তুত হয়নি৷ বার্লিন শহরে প্রায় ১,২০০টি ইলেকট্রিক গাড়ি চলে৷ তবে এই অবস্থা দ্রুত বদলাবে, কারণ ভবিষ্যতের ‘স্মার্ট গ্রিড সিস্টেম'-এ ইলেকট্রিক গাড়ি অপরিহার্য৷ বার্লিনের ইলেক্ট্রো মোবিলিটি এজেন্সি-র টোমাস মাইসনার বলেন, ‘‘নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে গেলে স্টোরেজের ব্যবস্থা করতে হবে৷ ইলেকট্রিক গাড়িও ব্যাটারিতে চলে৷ ‘স্মার্ট গ্রিড সিস্টেম' বাস্তবায়ন করতে হলে এর থেকে ভালো স্টোরেজ আর কী হতে পারে? অর্থাৎ বাড়তি সৌর ও বায়ুচালিত বিদ্যুৎ গাড়ির ব্যাটারিতেই ধরে রাখা যাবে৷''

‘স্মার্ট গ্রিড'-এর মতো অনেক প্রকল্পের সাহায্যে বার্লিন কর্তৃপক্ষ ভবিষ্যতের পরিবহন নিয়ে গবেষণা চালিয়ে যেতে চায়৷ বার্লিন ইউরোপের সেরা ‘ইলেকট্রো-মোবিলিটি' শহর হয়ে উঠতে পারে কি না, তা জানার জন্য আরও অপেক্ষা করতে হবে৷

প্রিয় পাঠক, বাংলাদেশেরও কি এখন নবায়নযোগ্য জ্বালানির দিকে বেশি মনোযোগ দেওয়া উচিত? জানান আপনার মতামত#অন্বেষণ #বাংলাদেশ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ