1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্লাজমা থেরাপি নিয়েছেন জাফরুল্লাহ

২৭ মে ২০২০

কোভিড-১৯ এ আক্রান্ত জাফরুল্লাহ চৌধুরী প্লাজমা থেরাপি নিয়েছেন৷ প্রধানমন্ত্রী এবং বিএনপি নেত্রী তাঁর স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন বলেও জানান তিনি৷

ছবি: DW/H. Ur Rashid Swapan

জাফরুল্লাহ তাঁর প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য কেন্দ্রের তৈরি কিট দিয়ে পরীক্ষা করে করোনা ভাইরাস সংক্রমণের বিষয়টি নিশ্চিত হন বলে জানায় বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷

মঙ্গলবার বিকালে তিনি বিডিনিউজকে প্লাজমা থেরাপি নেয়ার কথা জানান৷

৭৯ বছর বয়সি জাফরুল্লাহ বলেন, ‘‘আমি আজকে বিকালে ‘ও’ পজেটিভ ব্লাড গ্রুপের ২০০ এমএল প্লাজামা নিয়েছি৷ এখন আমি ভালো অনুভব করছি৷’’

কোভিড-১৯ রোগের চিকিৎসায় সুস্থ হওয়া ব্যক্তিদের দেহ থেকে প্লাজমা নিয়ে আক্রান্ত ব্যক্তির দেহে পরীক্ষামূলক প্রয়োগ বাংলাদেশেও শুরু হয়েছে৷ এর মধ্য দিয়ে আক্রান্ত ব্যক্তির দেহে অ্যান্টিবডি তৈরি হয়ে তা সেরে ওঠায় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে৷

প্লাজমা দিন জীবন বাঁচান

02:32

This browser does not support the video element.

গণস্বাস্থ্য উদ্ভাবিত ‘জিআর কোভিড-১৯ ডট ব্লট কিট’ নামের ব়্যাপিড টেস্টিং কিট এখনও সরকারের ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন পায়নি৷ তাদের উদ্ভাবিত কিট অনুমোদনে সরকারের স্বাস্থ্য বিভাগ গড়িমসি করছে অভিযোগ তুলে সম্প্রতি সংবাদ সম্মেলনও করেছিলেন জাফরুল্লাহ৷

বাংলাদেশে এখন পর্যন্ত কেবল ‘রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেইন রিঅ্যাকশন’ বা আরটি-পিসিআর পদ্ধতিতেই করোনা ভাইরাস পরীক্ষা করার অনুমতি রয়েছে, যা বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি হিসেবে বিবেচিত৷

তবে জাফরুল্লাহ আরটি-পিসিআর টেস্ট করাবেন না বলে জানিয়েছেন৷ তিনি বলেন, ‘‘পিসিআর টেস্ট কেন করব? আমি তো ব়্যাপিড কিট দিয়ে টেস্ট করে দেখেছি৷ আবার কেন? এটা (পিসিআর) অপ্রয়োজনীয়৷’’

জাফরুল্লাহ দীর্ঘ দিন ধরে কিডনি রোগে ভুগছেন৷ তাঁর নিয়মিত ডায়ালিসিস করাতে হয়৷ প্রতি সপ্তাহে তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে ডায়ালিসিস করে থাকেন৷ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে ধানমণ্ডির বাসায় একটি কক্ষে তিনি আইসোলেশনে রয়েছেন এবং সেখানেই কিডনি ডায়ালিসিস করেছেন৷

‘প্রধানমন্ত্রী ও বিএনপি নেত্রী খোঁজ নিয়েছেন’

জাফরুল্লাহ চৌধুরী জানান, তিনি অসুস্থ হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার তাঁর খবর নিয়েছেন৷ খবর নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও৷

স্বাধীনতা পদকে ভূষিত জাফরুল্লাহ জনগণের কাছে দোয়া চেয়েছেন৷

এসএনএল/জেডএইচ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

১৯ মে’র ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ