1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্লাস্টিকের আবর্জনা দিয়ে ঘর

সনিয়া শক / জেডএইচ১৬ নভেম্বর ২০১৩

মেক্সিকোর একটি কোম্পানি প্লাস্টিকের আবর্জনা প্রথমে মেশিন দিয়ে টুকরো টুকরো করে৷ তারপর সেটা গলিয়ে প্লেট তৈরি করে৷ এই প্লেট দিয়েই তৈরি হয় বাড়ি৷ কাঠ, ধাতু কিংবা কংক্রিটের বিকল্প হিসেবেও এই প্লেট ব্যবহার করা যেতে পারে৷

TO GO WITH Environment-US-Asia-ocean-waste-plastic,FEATURE by Guy Newey Doug Woodring, an entrepreneur and conservationist who lives in Hong Kong, displays rubbish on May 07, 2009 on a beach on the south side of Hong Kong which has been left uncleaned. A group of conservationists and scientists is due to set sail for an obscure corner of the Pacific Ocean in the coming months to explore a vast swirl of waste known as the "Plastic Vortex." The giant gloop -- which some scientists estimate is twice the size of Texas -- has been gradually building over the last 60 years as Asia and the United States tossed their unwanted goods into the ocean. AFP PHOTO/MIKE CLARKE (Photo credit should read MIKE CLARKE/AFP/Getty Images)
ছবি: MIKE CLARKE/AFP/Getty Images

কোম্পানির নাম কোয়াদ্রো ইকোলজিক্যাল সলিউশনস৷ এর প্রধান রামন মার্টিন এসোইনোসো বলেন প্লেটগুলো একসঙ্গে জোড়া লাগিয়ে বাড়ি নির্মাণ করা হয়৷ প্রায় দেড় টন প্লাস্টিক ময়লা দিয়ে ১৮ বর্গমিটারের একটি ঘর তৈরি করা যায়৷

প্লেট তৈরির জন্য কোম্পানির কর্মীরা আবর্জনার স্তূপ থেকে রিসাইকল করা যাবে এমন প্লাস্টিক খোঁজেন৷ এসোইনোসো বলেন, ‘‘আমাদের উদ্দেশ্য এমন পণ্য তৈরি করা, যেটা এখনকার দিনে খুবই জরুরি - অর্থাৎ ঘরবাড়ি৷ বিশেষ করে সমাজের দরিদ্র লোকেদের জন্য যাদের ভালভাবে বসবাস করার কোনো সুযোগ নেই৷''

৫৫ বর্গমিটারের একটি ঘর নির্মাণ করতে পাঁচ লক্ষ টাকার মতো খরচ হয়৷ অন্য কোনো উপায়ে যেটা তৈরিতে চারগুণ ব্যয় হত৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ