1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পরিবেশবান্ধব বোতল!

৫ অক্টোবর ২০১৭

আফ্রিকা মহাদেশের ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র সাও টোমে ও প্রিন্সিপে-র এক সংগঠন পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছে৷ প্লাস্টিকের বোতল সংগ্রহ করে তার পুনর্ব্যবহারের মাধ্যমে মানুষের মনে সচেতনতা সৃষ্টি হচ্ছে৷

প্লাস্টিকের বোতল জমা দেয়ার জন্য অপেক্ষায় তাঁরাছবি: DW

পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে এক অভিনব উদ্যোগ চলছে৷ বায়োস্ফিয়ার রিজার্ভের ২৪ বছর বয়স্ক সিলেইন ফার্নানদেসের জন্য দীর্ঘ এই দিনটি ব্যস্ততায় ভরা৷ দাদিমার উঠান প্রায় ভরে গেছে৷ কয়েক মাস পর পর তিনি সব বোতল বিদায় করেন৷ প্রত্যেকটি বোতলই মূল্যবান৷ কারণ তার বদলে তো কিছু পাওয়া যায়৷ সিলেইন বলেন, ‘‘সবাই এই বায়োস্ফিয়ার বোতল পেতে চায়৷ বিশেষ করে শিশুদের দারুণ উৎসাহ রয়েছে৷ তারা সব বোতল সংগ্রহ করে৷ ফলে পথেঘাটে আর প্রায় কোনো বোতল দেখা যায় না৷’’

সবাই বোতল বিদায় করার কোনো-না-কোনো পথ খুঁজে পেয়েছে৷ ভাগ্য ভালো থাকলে সাইকেল ভ্যানে উঠে পড়া যায়৷ প্রিনসিপে দ্বীপে এটাই পরিবহণের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম৷ সারাদিন এমনটাই চলে৷ লাইনে দাঁড়িয়ে ধৈর্য ধরে অপেক্ষা৷

সিলেইন ফার্নানদেস বোতল গোনার কাজে সাহায্য করছেন৷ বায়োস্ফিয়ার রিজার্ভের টিমে তিনি কাজ করেন৷ তিনি বলেন, বেশিরভাগ ক্ষেত্রে এই সব বোতলে করে পাম অয়েল বা তালের তেল আসে৷ কয়েক মাস পর পর তিনি বোতল সংগ্রহ করেন৷ এখনো পর্যন্ত সব মিলিয়ে সাড়ে চার লক্ষেরও বেশি প্লাস্টিক বোতল জমা হয়েছে৷

প্রতি ৫০টি প্লাস্টিকের বোতলের বদলে স্টেনলেস স্টিলের তৈরি পুনর্ব্যবহারযোগ্য বোতল পাওয়া যায়৷ অনেকের বাড়িতে বেশ এক বড় সংগ্রহ সৃষ্টি হয়েছে৷ কেউ পানি ভরে স্কুলে নিয়ে যায়৷ তবে গোনার ক্ষেত্রে কোনো গাফিলতি হয় না৷ ঠিক ৫০টি বোতল হতে হবে৷ লাল অথবা সোনালি রঙের মধ্যে বেছে নেওয়া যায়৷ প্রকল্পের সমন্বয়ক এস্ট্রেলা মাটিলডে বলেন, ‘‘এর মধ্যেই আমরা প্রায় চার টন প্লাস্টিক সংগ্রহ করে সাও টোমে-র মূল দ্বীপে জমা রেখেছি৷ এক লজিস্টিক্স কোম্পানি আমাদের সাহায্য করছে৷ তারা বিনামূল্যে সেই প্লাস্টিক লিসবনে পৌঁছে দেবে৷ সেখানে দু'টি রিসাইক্লিং কোম্পানি সেগুলি গ্রহণ করতে প্রস্তুত৷’’

তাদের খুঁজে বার করতে বেশ বেগ পেতে হয়েছে৷ কেউই আফ্রিকা থেকে আবর্জনা গ্রহণ করতে চাইছিল না৷ এই হাতবদলের প্রক্রিয়ার জন্য বছরে প্রায় ৩০,০০০ ইউরো ব্যয় হয়৷ তাই পরের বছরের জন্য নতুন দাতা খুঁজতে হবে৷ তবে কিছু নতুন পরিকল্পনাও রয়েছে৷ সিলেইন ফার্নানদেস বলেন, ‘‘আমরা এক নতুন যন্ত্রের অর্ডার দিয়েছি৷ তাতে প্লাস্টিক বোতল থেকে প্লাস্টিকের সুতা তৈরি হবে৷ সেই সুতা দিয়ে ঝুড়ি বা অন্যান্য জিনিস তৈরি করতে পারি৷ সেটা ভালোই হবে৷’’

প্রিনসিপে দ্বীপ এক টেকসই পথে অগ্রসর হওয়ার চেষ্টা করছে৷ তবে আফ্রিকার অন্যতম গুরুত্বপূর্ণ প্রাণিসম্পদে ভরা জঙ্গল ও প্রায় ৮,০০০ বাসিন্দার স্বার্থের মধ্যে ভারসাম্য রেখে চলতে হচ্ছে৷ চার বছর আগে ইউনেস্কো গোটা দ্বীপকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষণা করেছে৷ এই স্বীকৃতি সত্যি গর্বের কারণ৷ দ্বীপের মানুষ সেই পর্তুগিজ ঔপনিবেশিক যুগ থেকে ছোট আকারে কিছু ফলমূল ও কোকো চাষ করে আসছে৷

ভানেসা ফিশার/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ