1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্লাস্টিকের ব্যাগ আজ সাগরেও!

আলোয়াস ব্যার্গার/এসি১০ নভেম্বর ২০১৩

মরা মাছ আর পাখিদের পেটে ক্রমেই আরো বেশি করে প্লাস্টিকের জিনিস পাওয়া যাচ্ছে: ফেলে দেওয়া প্লাস্টিকের জিনিস, যা শেষমেষ সাগরে গিয়ে পড়ে৷ ইউরোপীয় ইউনিয়ন এ বিষয়ে কিছু করতে চায় – কিন্তু কিভাবে?

IDN, 2009: Eine Plastiktuete treibt unter Wasser. [en] Plastic bag floating under water, Bali, Indonesia. | IDN, 2009: Plastic bag floating under water, Bali, Indonesia.
ছবি: picture alliance/WILDLIFE

ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাব হলো, সদস্যদেশগুলো তাদের প্লাস্টিক ব্যাগের ব্যবহার ৮০ শতাংশ কমাবে৷ এর পটভূমিতে রয়েছে, সাগরে ভেসে বেড়ানো প্লাস্টিক আবর্জনার সমস্যা, যে বিষয়ে জার্মানির প্রকৃতি সুরক্ষা সমিতি ‘নাবু'-র আবর্জনা বিশেষজ্ঞ বেনিয়ামিন বনগার্ড বলেছেন: ‘‘সমস্যাটা এত বড় যে তার পরিমাপ করাই সম্ভব নয়৷'' সাগরে যে কি পরিমাণ প্লাস্টিক ভাসছে, তা নাকি কারো পক্ষে বলা সম্ভব নয়৷

গবেষকরা এক দশকের বেশি সময় ধরে তীরে ভেসে আসা মরা পাখিদের লাশ কেটে দেখছেন, সাগরে দূষণ কতদূর অবধি এগিয়েছে৷ প্রতিটি মরা পাখির পেটে নাকি গড়ে ৩১টি প্লাস্টিকের টুকরো পাওয়া গিয়েছে৷ সেই হিসেবে প্রতি বর্গকিলোমিটার সাগরের পানিতে ১৮ হাজার প্লাস্টিকের টুকরো ভেসে বেড়ানোর কথা: তার মধ্যে অনেক টুকরো হয়ত মাইক্রোস্কোপে চোখ দিয়ে দেখতে হয়; আবার কিছু টুকরো প্লাস্টিকের ব্যাগের মতো বড়৷

প্লাস্টিক জলে থাকে ৪৫০ বছর ধরে

অনেক ধরনের প্লাস্টিক নাকি সাড়ে চারশো বছর অবধি অবিকৃত থাকে, বলেন নাবু বিশেষজ্ঞ বনগার্ড৷ বর্তমানে সাগরে প্লাস্টিক দূষণের একটা বড় অংশ আসে রোজকারের ব্যবহারের প্লাস্টিকের ব্যাগগুলি থেকে৷ মজার কথা: ‘‘(সাগরে পাওয়া) প্লাস্টিকের ব্যাগগুলির ৮০ শতাংশ আসে ডাঙা থেকে, পানি থেকে নয়৷ তার অর্থ, এই প্লাস্টিকের ব্যাগগুলি জাহাজ থেকে পানিতে ফেলা হয়নি, বরং এগুলো এসেছে ট্যুরিস্টদের কাছ থেকে, অধিবাসীদের কাছ থেকে, উপকূল থেকে, নদীনালা থেকে, বাতাসে বয়ে৷'' বিশেষ করে যে পাতলা ও হাল্কা প্লাস্টিকের ব্যাগগুলি সর্বাধিক ব্যবহৃত হয়, যেগুলি সবার আগে আবর্জনার গাদায় গিয়ে পড়ে, সেগুলিই সবচেয়ে বেশি পথ অতিক্রম করে সাগরের জলে গিয়ে স্থান পায়৷

ইউরোপীয় কমিশন এবার প্লাস্টিকের ব্যাগের ব্যবহার বিশেষভাবে সীমিত করার জন্য সদস্যদেশগুলোর ওপর চাপ দেবে বলে স্থির করেছে৷ ইউরোপীয় ইউনিয়নে প্রতিবছর দশহাজার কোটি প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা হয়! তার মধ্যে ৮০০ কোটির বেশি আবর্জনা হিসেবে মুক্ত প্রকৃতি গিয়ে পড়ে এবং ব্যাপক পরিবেশ সমস্যার সৃষ্টি করে – বিশেষ করে সেই জীবজন্তুদের মধ্যে, যারা এই প্লাস্টিকের টুকরো গিলে ফেলতে পারে৷ এ কথা বলেছেন ইউরোপীয় ইউনিয়নের পরিবেশ কমিশনার ইয়ানেস পোটোচনিক এবং গত সপ্তাহে ইইউ-এর প্যাকেজিং নিয়মাবলীর সংস্কারের একটি প্রস্তাব পেশ করেছেন৷

ফিনল্যান্ডে মাথাপিছু চার, স্লোভাকিয়ায় সাড়ে চারশো

কিন্তু ইইউ-এর সব দেশে প্লাস্টিক ব্যাগের সমস্যা এক নয়৷ ডেনমার্ক আর ফিনল্যান্ডের বাসিন্দারা বছরে মাথাপিছু গড়ে সাকুল্যে চারটি প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করে থাকেন৷ সে তুলনায় পোল্যান্ড, পর্তুগাল কিংবা স্লোভাকিয়ার মানুষজন ব্যবহার করেন সাড়ে চারশো'র বেশি প্লাস্টিকের ব্যাগ৷ জার্মানির ক্ষেত্রে এই পরিসংখ্যান হল ৭০: অর্থাৎ জার্মানির মানুষ বছরে মাথাপিছু গড়ে ৭০টি প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করে থাকেন৷

গবেষকরা এক দশকের বেশি সময় ধরে তীরে ভেসে আসা মরা পাখিদের লাশ কেটে দেখছেন, সাগরে দূষণ কতদূর অবধি এগিয়েছেছবি: picture-alliance/dpa

প্লাস্টিকের ব্যাগ নিষিদ্ধ করলেই তো হয়, এ কথা যাঁরা ভাবছেন, তাঁদের বিবেচনা করতে হবে, প্লাস্টিকের ব্যাগের ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করাটা খুব জনপ্রিয় হবে না – প্রথমত সেই সব দেশে, যেখানে প্লাস্টিকের ব্যাগের ব্যবহার বেশি; দ্বিতীয়ত জার্মানি কিংবা ফ্রান্সের মতো দেশে, যেখানে প্লাস্টিক শিল্প বেশ গুরুত্বপূর্ণ৷ কাজেই আপাতত আয়ারল্যান্ডের দৃষ্টান্ত অনুসরণ করার কথা ভাবা যেতে পারে৷

আয়ারল্যান্ড ধাপে ধাপে প্লাস্টিকের ব্যগের উপর কর বাড়িয়েছে: এখন সেই কর দাঁড়িয়েছে ব্যাগ প্রতি ২২ সেন্ট৷ এর ফলে আয়ারল্যান্ডে প্লাস্টিকের ব্যাগের ব্যবহার ৯০ শতাংশ কমে গেছে৷ আইরিশরা এখন বছরে মাথাপিছু ‘মাত্র' ১৮টি প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করে থাকেন৷ এছাড়া বিশ্বব্যাপী সমৃদ্ধি যত বাড়ছে, ততই ছড়াচ্ছে প্লাস্টিকের ব্যাগের ব্যবহার৷ সেই বিশ্বব্যাপী সমস্যার মোকাবিলা করার ক্ষমতা ইউরোপীয় ইউনিয়নের একার নেই৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ