1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্লাস্টিক ধ্বংস করতে সুপার এনজাইমের খোঁজ

৩ অক্টোবর ২০২৩

জার্মানির লাইপসিশ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা একটি এনজাইম খুঁজে পেয়েছেন যেটি রেকর্ড সময়ে প্লাস্টিক ধ্বংস করতে পারে৷ ১৬ ঘণ্টায় পিইটি প্লাস্টিকের ৯০ শতাংশ পর্যন্ত ধ্বংস করতে পারে এটি৷

প্লাস্টিক এনজাইম
লাইপসিশ বিশ্ববিদ্যালয়ে এনজাইম নিয়ে গবেষণাছবি: Clare Roth/DW

তবে এই প্রক্রিয়া কার্যকর করতে একে ৬০ থেকে ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করতে হয়৷ লাইপশিস বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট ক্রিস্টিয়ান জনেনডেকারের দল বিশ্বাস করে, প্লাস্টিক সমস্যা সমাধানের মূল চাবিকাঠিহতে পারে বায়োটেকনোলজি৷ তিনি বলেন, ‘‘প্রকৃতি কীভাবে কাজ করে সেটা আমরা দেখি, এবং তারপর সেটা কপি করি৷ প্রকৃতি এনজাইম ব্যবহার করে পলিমার ধ্বংস করে৷ আমরাও সেটাই করছি৷''

লাইপশিসের অন্যতম এক প্রধান কবরস্থানের কম্পোস্টের স্তূপে এই এনজাইম খুঁজে পেয়েছিলেন তারা৷

জনেনডেকার বলেন, ‘‘পাতায় মোমের আবরণের মতো কিছু থাকে৷ কিউটিন পলিয়েস্টারের কারণে এমনটা মনে হয়৷ কিউটিন একটি পলিমার, যা এস্টার বন্ধনীর মাধ্যমে তৈরি হয়৷ পিইটিও তাই৷ অনেক বায়োপ্লাস্টিকের ক্ষেত্রেও বিষয়টা এমন৷ এনজাইম বিভিন্ন ধরনের পলিয়েস্টার চিনতে ও ভেঙে ফেলতে পারে- যা একটা সুবিধা৷ প্লাস্টিক সমস্যার একটা বায়োলজিক্যাল সমাধান পেয়ে আমরা খুশি৷''

এনজাইম কত দ্রুত কাজ করে সেটা আমাদের দেখান জনেনডেকার৷ ৬০ থেকে ৭০ ডিগ্রি সেলসিয়াসে থাকলে একদিনে পিইটি প্যাকেট পুরো ধ্বংস হয়ে যায়৷ অবশিষ্ট থাকে শুধু কিছু বিল্ডিং ব্লক৷ ভাগ্যক্রমে এনজাইমটি পেয়েছিলেন গবেষকেরা৷

প্লাস্টিক সমস্যার একটা বায়োলজিক্যাল সমাধান

03:49

This browser does not support the video element.

জনেনডেকার জানান, ‘‘আমরা এর নাম দিয়েছি পিএইচএল-সেভেন৷ এর মানে হচ্ছে, পলিয়েস্টার হাইড্রোলেজ লাইপশিস৷ আর সেভেন দেয়ার কারণ, ৯টি এনজাইমের মধ্যে সাত নম্বরটি সবচেয়ে ভালো কাজ করেছে৷''

জনেনডেকারের দল এখন পরবর্তী ধাপে কাজ করছে৷ তারা এনজাইমের ডিএনএ পরিবর্তন করতে চান, যেন এটি আরও দ্রুত প্লাস্টিক খেয়ে ফেলতে পারে৷ এজন্য তারা অনেকগুলো পরিবর্তন নিয়ে কাজ করছেন৷ প্রতিটি সংস্করণ তারা আলাদাভাবে পরীক্ষা করে দেখছেন৷ এভাবে তারা পরবর্তী গবেষণার জন্য সবচেয়ে কার্যকরটি বাছাই করছেন৷

তারা আধুনিক প্রযুক্ত ও কৃত্রিম বুদ্ধিমত্তারও সহায়তা নিচ্ছেন৷

গবেষকেরা প্রতিদিন হাজার হাজার এনজাইম পরীক্ষা করে সুপার এনজাইমের খোঁজ করছেন৷ প্লাস্টিক বর্জ্য টেকসইভাবে রিসাইক্লিং করতে তারা বড় লক্ষ্য নিয়ে এগোচ্ছেন৷

আরিয়ান মায়ার, ক্রিস্টিয়ান সিওয়াল্ড/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ