1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পরিবেশ

১৭ আগস্ট ২০১২

জীবনযাত্রা আধুনিক হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে সমুদ্রে বর্জ্য পদার্থের পরিমাণ৷ প্লাস্টিকের পণ্য ব্যবহারের পর তার বিশাল একটা অংশ চলে যাচ্ছে সমুদ্রে, যা বিপন্ন করছে সেখানকার জীববৈচিত্রকে৷ তবে এর থেকে উপকৃত হচ্ছে বহু প্রাণী৷

Vor den Überresten des 1957 erbauten und 1973 aufgegebenen dritten Inselwart-Hauses auf der Vogelschutzinsel Memmert bei Juist (Kreis Aurich) liegt angeschwemmter Plastikmüll am Strand (Aufnahme vom 26.08.2005). Trotz Schutzmaßnahmen ist die Nordsee gerade in der Deutschen Bucht immer noch stark mit Müll beleastet. Relativ lange bleibt der Müll besonders auf den Stränden, der für den öffentlichen Zugang gesperrten Vogerlschutzinseln, wie Mellum, Minsener Oog und Memmert, liegen. Foto: Ingo Wagner dpa/lni (Zu dpa-KORR "In der Nordsee treibt der Müll" vom 11.03.2008) +++(c) dpa - Report+++
Plastikmüll am Strandছবি: picture-alliance/dpa

প্লাস্টিকের বোতল, খেলনা, যন্ত্র, খাবার ও পণ্যের মোড়ক, আরও কত কি....সমুদ্রে দিন দিন বাড়ছে এইসব বর্জ্য পদার্থের পরিমাণ৷ দিন যত যাচ্ছে ততই যেন সমুদ্রের পানি দুষিত থেকে আরও দুষিত হচ্ছে৷ গবেষকদের হিসেব অনুযায়ী, সমুদ্রের প্রতি এক বর্গকিলোমিটার এলাকাতে ১০০ গ্রাম করে এই ধরণের প্লাস্টিক বর্জ্য ভাসছে৷ সেই মতে, গোটা বিশ্বের সমুদ্র এলাকাতে প্লাস্টিক বর্জ্যের পরিমাণ এখন মোট ৪০ হাজার টনের ওপর৷ আর এইসব বর্জ্যের জন্য বিপন্ন হয়ে উঠছে সমুদ্রের জীববৈচিত্র৷ অনেক সামুদ্রিক প্রাণী এগুলোকে খাবার মনে করে খেতে গিয়ে প্রাণও হারাচ্ছে৷

এই প্লাস্টিক বর্জ্যের মধ্যে আরও ভয়াবহ হলো মাইক্রোপ্লাস্টিক৷ সমুদ্রের ঢেউয়ের ধাক্কায় এবং সূর্য্যের অতিবেগুনি রশ্মির কারণে প্লাস্টিকের কণাগুলো ভেঙ্গে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়ে পড়ে৷ এমনকি একসময় সেগুলো আর খালি চোখে দেখা যায় না৷ এছাড়া এই ধরণের মাইক্রোপ্লাস্টিকের কণা যখন সমুদ্রের পানিতে মিশে যায়, সেগুলো সামুদ্রিক প্রাণীগুলোর জন্য ক্ষতিকর৷ আর এত ক্ষুদ্র হওয়ার কারণেই এগুলোকে চিহ্নিত করা কঠিন, জানালেন জার্মানির আলফ্রেড ভেগেনার ইন্সটিটিউটের জীববিজ্ঞান বিভাগের গবেষক হাইন্স ডিটার ফ্রাঙ্কে৷ তাঁর কথায়, ‘‘এগুলোর বেশিরভাগই হচ্ছে কাপড়ের ক্ষুদ্র সিন্থেটিক তন্তু, ডিটারজেন্ট পাউডার ও কসমেটিক সহ নানা রাসায়নিক পণ্যের উপাদান৷ এছাড়া গাড়ির টায়ারের অংশ সহ এই ধরণের অনেক বর্জ্য বৃষ্টির পানির সঙ্গে নদীতে পড়ে, আর তারপর সমুদ্রে ভেসে চলে আসে৷''

সমুদ্রের পানিতে পলিথিনের ব্যাগছবি: picture alliance/WILDLIFE

যত বেশি এই ধরণের প্লাস্টিক সমুদ্রে ভেসে চলে আসবে পরিবেশের ক্ষতি তত বেশি হবে৷ কারণ সমুদ্রের পানিতে ভেসে চলা এইসব বর্জ্যের ভেঙে যাওয়া ক্ষুদ্র কণা সেখানকার মাছ ও জীবজন্তুর জন্য বিষের মতো কাজ করে, বললেন হাইন্স ডিটার ফ্রাঙ্কে৷ বললেন, ‘‘স্বাভাবিকভাবেই এগুলো নানা ধরণের প্রস্তুত পদার্থ, যা পানিতে অনেকদিন পার হয়ে গেলেও সহজে পচে না৷ আর এই ধরণের প্লাস্টিক পণ্য যত বেশি শক্ত, বিপদ তত বেশি৷ কারণ এই ধরণের পণ্যের উপাদান সমুদ্রে জীবের বিপাকপ্রক্রিয়ার জন্য ক্ষতিকর এবং পরিবেশ বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়৷''

যদিও অনেক দিন ধরেই এই প্লাস্টিক বর্জ্যের সমস্যা নিয়ে কথাবার্তা হয়ে আসছে, তবে এটা নিয়ে গবেষণা খুব কমই হয়েছে৷ এই ধরণের সমস্যার কারণে কী ধরণের ক্ষতির মুখোমুখি হচ্ছে সমুদ্রের জীববৈচিত্র, কোন এলাকাতে বেশি ক্ষতি হচ্ছে - তার এখনও কূলকিনারা করতে পারেনি গবেষকরা৷ এই বিষয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লা ইয়োলা ইউনিভার্সিটির জীববিজ্ঞানী মার্টিন থিল বললেন, ‘‘আমাদের বুঝতে হবে যে এই প্রাণীবৈচিত্র বিশাল আকারের এবং তা ছড়িয়ে আছে সমুদ্র, মহাসমুদ্রে৷ এবং এই নিয়ে গবেষণা করাটাও অনেক কঠিন৷ আমরা এই জীববৈচিত্র সম্পর্কে খুবই কমই জানি, বিশেষ করে এখানকার জীবনযাপন সম্পর্কে৷''

তবে এই ধরণের প্লাস্টিক বর্জ্যও কিন্তু এক ধরণের প্রাণীর জন্য উপকার বয়ে আনছে৷ সমুদ্রের পানিতে ক্ষুদ্র এই কীটের বৈজ্ঞানিক নাম হ্যালোবেটস সেরিসেউস৷ এক সেন্টিমিটার লম্বা ও শরু এই কীটের রয়েছে বিশাল বিশাল পা৷ পানিতে ভেসে চলা নানা প্লাস্টিকে এরা ডিম পাড়ে৷ প্লাস্টিক পানির চেয়ে হালকা হওয়ায় তা ডোবে না৷ তাই তাদের ডিমগুলোও থাকে অক্ষত৷ এই ব্যাপারে মার্টিন থিল জানালেন, ‘‘এগুলো পানিতে ভেসে চলা শৈবাল, কাঠের টুকরা কিংবা ছোট ছোট অক্টোপাসের খোলস হতে পারে৷ এছাড়া অনেক ক্ষুদ্র পাথরের কণা যেগুলো পানিতে ভাসতে পারে, সেগুলোতে এই কীট ডিম পাড়ে৷''

প্রকৃতির এই নিয়মটা বড়ই অদ্ভুত৷ একই জিনিস হয়ত কারো জীবন কেড়ে নেয়, আবার সেটাই কারো বাঁচার উপায় হয়ে ওঠে৷

প্রতিবেদন: ফাবিয়ান স্মিড্ট / আরআই

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ