শুধু একবার ব্যবহার হয় প্লাস্টিকের তৈরি এমন পণ্যের উপর নিষেধাজ্ঞার প্রস্তাব করেছে ইউরোপীয় ইউনিয়ন৷ সোমবার এ সংক্রান্ত বিধিনিষেধের খসড়া তুলে ধরা হয়েছে৷
বিজ্ঞাপন
কার্যকর হতে হলে ইইউ'র ২৮ সদস্যরাষ্ট্র ও ইউরোপীয় সংসদকে এই খসড়া অনুমোদন করতে হবে৷
প্রস্তাবিত খসড়ায় একবার ব্যবহারের জন্য প্লাস্টিক দিয়ে তৈরি প্লেট, চামচ, কাপ, তরল পানীয় পানের স্ট্র, বেলুনের স্টিক, কান পরিষ্কার করার ‘কটন বাড’-এর উপর নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে৷ তবে এক্ষেত্রে কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি৷
নবায়নযোগ্য উপকরণ দিয়ে এসব পণ্য তৈরি করতে হবে বলেও খসড়ায় বলা হয়েছে৷
প্লাস্টিক নিষিদ্ধ করার দিকে এগোচ্ছে বিশ্ব
গত ১ বছরে পৃথিবীর বিভিন্ন দেশ প্লাস্টিক নিষিদ্ধ করার জন্য বেশ কিছু পদক্ষেপ করেছে৷ প্লাস্টিক বিক্রি, ব্যবহার এবং তৈরির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছে৷ আগামী বছর আরও দেশ এ নিয়ে ভাবনাচিন্তা করবে বলেই বিশেষজ্ঞদের বিশ্বাস৷
ছবি: picture-alliance/Photoshot
প্লাস্টিকহীন সুপারমার্কেট
২০১৮ সালের গোড়াতেই ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে জানিয়েছেন, ২০৪২ সালের মধ্যে ব্রিটেনকে সম্পূর্ণ প্লাস্টিকমুক্ত করাই তাঁর লক্ষ্য৷ একটি স্লোগানও দিয়েছেন তিনি, ‘‘ক্লিনার, গ্রিনার ব্রিটেন৷’’ সুপারমার্কেটগুলির কাছে তাঁর আবেদন, ‘‘প্লাস্টিকের ব্যবহার সম্পূর্ণ বন্ধ করুন৷’’
ছবি: picture-alliance/Photoshot
প্লাস্টিক ব্যাগের ব্যবহার
ইউরোপের বিভিন্ন দেশে প্লাস্টিক ব্যাগ ব্যবহারের প্রবণতা ক্রমশ কমছে৷ লুক্সেমবুর্গ, ডেনমার্কের মতো বহু দেশ প্লাস্টিক ব্যাগের উপর বিপুল পরিমাণ কর বসিয়েছে৷ জার্মানির সুপারমার্কেটগুলি প্লাস্টিক ব্যাগের পরিবর্তে বার বার ব্যবহার করা যায় এমন অন্য ব্যাগের ব্যবহার চালু করেছে৷
ছবি: Getty Images
কেনিয়ার অবদান
২০১৭ সালের আগস্ট মাসে সুদূরপ্রসারী এক সিদ্ধান্ত নিয়েছে কেনিয়া৷ দেশের কোথাও প্লাস্টিক ব্যাগ উৎপাদন করা যাবে না৷ ব্যবহারও করা যাবে না৷ পরিসংখ্যান বলছে, মাসে কেনিয়ায় প্রায় ২৪ মিলিয়ন প্লাস্টিক ব্যাগ ব্যবহৃত হতো৷ সরকার জানিয়েছে, কেউ নতুন নিয়ম না মানলে তার চার বছর পর্যন্ত জেল এবং ৩৮হাজার ডলার পর্যন্ত জরিমানা হতে পারে৷
ছবি: Reuters/T. Mukoya
জিম্বাবোয়ের পদক্ষেপ
জিম্বাবোয়েও তাদের প্যাকেজিং নীতি বদলে দিচ্ছে৷ প্লাস্টিকের তৈরি স্টাইরোফোম বাক্স বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ সাধারণত, যে ধরনের বাক্সে খাবার প্যাক করে দেওয়া হয়৷ কাগজের তৈরি নতুন বাক্স তৈরি করার চেষ্টা করছে তারা৷ বিভিন্ন ফাস্টফুড সেন্টারে প্যাক করে খাবার না দিয়ে ক্রেতাদের রেস্তোরাঁয় বসে খাওয়াদাওয়া করতে উৎসাহ দেওয়া আহ্বান জানানো হয়েছে৷
ছবি: Environment Management Agency of Zimbabwe
প্লাস্টিকের ইয়ারবাড নয়
স্কটিশ সরকার জানিয়েছে, প্লাস্টিকের তৈরি ইয়ারবাড বা কানখোঁচানি আর সে দেশে ব্যবহার করা যাবে না৷ সাধারণত এগুলি ব্যবহার করে কমোডে ফেলে দেওয়াই অভ্যাস স্কটিশদের৷ বিশেষজ্ঞরা বলছেন, কমোড থেকে পিটে গিয়ে সেই বাডগুলি চলে যাচ্ছে সমুদ্রে৷ সে কারণেই এই সিদ্ধান্ত৷ বায়োডিগ্রেডেবল বাড অবশ্য ব্যবহার করা যাবে৷
ছবি: Colourbox
5 ছবি1 | 5
২০২৫ সালের মধ্যে একবার ব্যবহার হয় এমন ৯০ শতাংশ প্লাস্টিকের পানীয় বোতল সংগ্রহ করতে সদস্যরাষ্ট্রগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে৷ এক্ষেত্রে বোতল বিক্রির সময় ডিপোজিট রাখার প্রক্রিয়া শুরু করা যেতে পারে বলে জানিয়েছে ইইউ৷
রিসাইকল না করা প্রতি কেজি প্লাস্টিক বর্জ্যের জন্য সদস্য দেশগুলোকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জরিমানা হিসেবে ইইউ’র বাজেটে দেয়ার কথাও প্রস্তাবিত খসড়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে৷
পণ্য ব্যবহারের পর সেই আবর্জনা নিয়ে কী করতে হবে তা সেই পণ্যের গায়ে লিখে দিতে বলা হয়েছে৷
এছাড়া এ ধরনের পণ্য যারা উৎপাদন করে, তাদের উপর বর্জ্য ব্যবস্থাপনার খরচ চাপানোর প্রস্তাব করা হয়েছে৷ আর যারা এসব পণ্যের কম দূষণকারী বিকল্প বের করবে, তাদের সহায়তা দেয়ার প্রস্তাব করা হয়েছে৷
ইইউ-র ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ফ্রান্স টিমামানস বলেছেন, ‘‘প্লাস্টিক বর্জ্য নিঃসন্দেহে একটি বড় ইস্যু এবং এই সমস্যার সমাধানে ইউরোপীয়দের একসঙ্গে কাজ করতে হবে৷’’
এদিকে, ইইউ'র এই প্রস্তাব অনুমোদনের সংকেত দিয়েছে জার্মানি৷ দেশটির পরিবেশমন্ত্রী স্ফেনিয়া শ্যুলৎস বলেছেন, একবার ব্যবহার হয় এমন প্লাস্টিক পণ্যের ব্যবহার নিয়ন্ত্রণে ইউরোপীয় স্তরে কাজ করতে হবে৷
এর আগে জানুয়ারি মাসে ২০৩০ সালের মধ্যে সব প্লাস্টিক প্যাকেজিং রিসাইকল করার প্রস্তাব এনেছিল ইইউ৷
জেডএইচ/এসিবি (এএফপি, এআরডি)
প্লাস্টিক আবর্জনার পাহাড় জমছে পশ্চিম বলকানে
ইউরোপে পরিবেশ সমস্যা যে কোথায় পৌঁছাতে পারে, তার নমুনা হল পশ্চিম বলকানের দেশগুলি৷ কয়লা-থেকে-বিদ্যুৎ, অবাধে গাছ কাটা আর প্লাস্টিক আবর্জনার ফলে পরিবেশ বিপন্ন৷
ছবি: picture alliance/M. Strmoti
বেআইনি ময়লা ফেলা চলেছে সর্বত্র
মধ্য বসনিয়ার রাদুসা অঞ্চলটি মনোরম হতে পারত – যদি না সেখানে প্লাস্টিক আবর্জনার পাহাড় জমত৷ প্রায় দশ হাজার ছোট-বড় বেআইনি ল্যান্ডফিল বা গারবেজ ডাম্প, অর্থাৎ ময়লা ফেলার জায়গা আছে এখানে, বলে অনুমান করা হয় – যার মধ্যে শুধু পাঁচটি নাকি লাইসেন্স প্রাপ্ত এবং পরিবেশ সুরক্ষা সংক্রান্ত সরকারি রীতিনীতি মেনে চলে৷ বসনিয়ায় মোট আবর্জনার মাত্র তিন শতাংশ রিসাইকেল করা হয়৷ প্রায় সমগ্র বলকান অঞ্চলে একই পরিস্থিতি৷
ছবি: A. Kamber
আগুন লাগলে পর...
২০১৭ সালের গ্রীষ্মে ড্যানিউব নদীর তীরে ভিংকা শহরের ময়লা ফেলার জায়গাটিতে আগুন লাগে৷ এক মাস ধরে সেই আগুন জ্বলতে থাকে৷ প্লাস্টিক, গাড়ির টায়ার আর ইলেকট্রিকের সাজসরঞ্জাম পোড়ার বিষাক্ত ধোঁয়া কাছের বেলগ্রেড শহরকে আচ্ছন্ন করে ফেলে – বেলগ্রেড হল সার্বিয়ার রাজধানী৷ ভিংকায় প্রতিদিন ২,৭০০ টন ময়লা ফেলা হয়৷ আবর্জনার পাহাড়ের তলায় মিথেন গ্যাস জমে, পরে সেই গ্যাসে যখন আগুন ধরে, তখন দমকলও অসহায়৷
ছবি: Google Earth
প্লাস্টিকের নদী
অগুনতি প্লাস্টিকের বোতল নদীনালায় গিয়ে পড়ে, যেমন এখানে দক্ষিণ সার্বিয়ার মোরাভা নদীতে৷ এছাড়া রয়েছে পয়ঃপ্রণালী আর কলকারখানার ময়লা পানি: তা-ও গিয়ে পড়ে নদীর জলে৷ সার্বিয়ায় ময়লা পানির মাত্র আট শতাংশ সিউয়েজ প্ল্যান্টে পরিষ্কার করা হয়৷ ইউরোপীয় ইউনিয়নে যোগদানের জন্য সার্বিয়াকে তার পরিবেশ সমস্যার মোকাবিলা করতে হবে অর্থাৎ হাজার কোটি ইউরো বিনিয়োগ করতে হবে – যা কিনা তার বাৎসরিক সরকারি বাজেটের চেয়ে বেশি!
ছবি: picture-alliance/AP Photo/D. Vojinovic
ময়লা কুড়িয়ে জীবনধারণ
উত্তর-পশ্চিম ম্যাসিডোনিয়ার গোস্তিভার শহরের ময়লা ফেলার জায়গাটিকে দেখলে বেআইনি বলে মনে হতে পারে৷ এখানে সব ধরনের ময়লা এসে পড়ে – তারই মধ্যে এটা-সেটা কুড়িয়ে ও বেচে দিন গুজরান করেন কিছু মানুষ৷ এবার নাকি আন্তর্জাতিক দাতাগোষ্ঠীর অর্থানুকুল্যে এই ল্যান্ডফিলটিতে ৫০ লাখ ইউরো বিনিয়োগ করা হবে – তবে আবর্জনা রিসাইক্লিংয়ের কোনো পরিকল্পনা নেই৷
ছবি: DW/S. Toevski
শুধু কাচের বোতলের উপর ডিপোজিট
পশ্চিম বলকান প্লাস্টিক আবর্জনায় ভরে যাচ্ছে কেন (যেমন ছবিতে ম্যাসিডোনিয়ার রাজধানী স্কোপিয়েতে), সে প্রশ্নের একটি উত্তর হলো: এখানে শুধুমাত্র কাচের বোতলের ওপর ডিপোজিট নেওয়া হয়৷ ম্যাসিডোনিয়ার প্রতিবেশী দেশগুলিতেও শুধুমাত্র কাচের তৈরি বিয়ারের বোতলের উপর ডিপোজিট নেওয়া হয়৷
ছবি: picture-alliance/dpa/L.Cameron
প্লাস্টিকের বোতলের পরেই আসে প্লাস্টিকের ব্যাগ
গোটা বলকান জুড়ে দোকানে কিছু কেনাকাটা করলে, তা বয়ে নিয়ে যাওয়ার জন্য বিনামূল্যে প্লাস্টিকের ব্যাগ পাওয়া যায় – ইউরোপীয় ইউনিয়নে যোগদান করতে হলে প্রথমেই যা বদলাতে হবে৷ আলবেনিয়া ২০১৮ সালের পয়লা জুলাই থেকে প্লাস্টিকের ব্যাগ পুরোপুরি নিষিদ্ধ করছে৷ কিন্তু গোটা বলকান জুড়ে তা ঘটা অবধি আইওনিয়ান সাগরের তীরে হিমারার উপকূলে সম্ভবত এই দৃশ্যই বজায় থাকবে৷
ছবি: picture-alliance/R. Haid
সাগর যা বয়ে আনে
স্থানটি ক্রোয়েশিয়ার পর্যটকপ্রিয় দুব্রোভনিক শহরের প্রাচীন অংশ৷ কিন্তু সেখানে ২০১৭ সালের ডিসেম্বর মাসে যে টন টন প্লাস্টিক ভেসে আসে, তার অধিকাংশই এসেছিল আলবেনিয়া থেকে – এড্রিয়াটিক সাগরের ঢেউয়ের দোলায় ভেসে ভেসে৷
ছবি: picture alliance/PIXSELL/G. Jelavic
এক ঝাঁক গাংচিল
ডালমেশিয়ায় পর্যটকদের প্রিয় স্প্লিট শহরের কাছেই এলাকার একমাত্র বৈধ ল্যান্ডফিল৷ ইইউ-এর সদস্যদেশ ক্রোয়েশিয়া অধিবাসী প্রতি ৪০৩ কিলোগ্রাম আবর্জনা সৃষ্টি করে থাকে, যা কিনা ইইউ-এ দেশগুলির গড়, বাসিন্দা প্রতি ৪৮০ কিলোর চেয়ে বেশ কিছুটা কম৷ পশ্চিম বলকানে এক মন্টেনিগ্রো (৫৩৩ কিলো) ছাড়া বাকি সবাই ইইউ গড়ের নীচে (আলবেনিয়া ৩৯৬ কিলো, বসনিয়া ৩১১ কিলো ও সার্বিয়া ২৬৮ কিলো) – বলছে ইউরোস্ট্যাট-এর পরিসংখ্যান৷
ছবি: picture alliance/M. Strmoti
পথিকৃৎ
ক্রোয়েশিয়ার কৃক দ্বীপটিতে কিন্তু ইতিমধ্যেই আবর্জনার ৬০ শতাংশ রিসাইকেল করা হয়ে থাকে – যার জন্য বিভিন্ন ধরনের আবর্জনা পৃথক পৃথকভাবে জমা করা প্রয়োজন৷ কৃক দ্বীপের লক্ষ্য হলো, ২০৩০ সালের মধ্যে ইউরোপের একমাত্র জ্বালানি-স্বনির্ভর দ্বীপ হওয়া৷