1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞায় সম্মত ইইউ

১৯ ডিসেম্বর ২০১৮

একবার ব্যবহার হয় এমন প্লাস্টিক পণ্য ব্যবহারের উপর নিষেধাজ্ঞায় ইইউ সাংসদরা একমত হয়েছেন বলে বুধবার জানান অস্ট্রিয়ার মন্ত্রী এলিজাবেথ ক্যোস্টিঙ্গার৷ মে মাসে ইউরোপীয় কমিশন এই প্রস্তাব করেছিল৷

Einweggeschirr Plastikbesteck Plastikgeschirr Kunststoff Plastikbecher Plastiktüten
ছবি: Imago/J. Tack

ইউরোপীয় ইউনিয়নের বর্তমানসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছে অস্ট্রিয়া৷ দেশটির টেকসই ও পর্যটন মন্ত্রী ক্যোস্টিঙ্গার এক টুইট বার্তায় এই চুক্তিকে একটি ‘মাইলস্টোন' হিসেবে উল্লেখ করেছেন৷

অবশ্য চুক্তিটি কার্যকর হতে হলে ইইউর সব সদস্যরাষ্ট্র ও সংসদে সেটি পাস হতে হবে৷

আগামী দুই বছরের মধ্যে নিষেধাজ্ঞা কার্যকর হতে পারে বলে আশা করা হচ্ছে৷

মে মাসে ইউরোপীয় কমিশনের প্রস্তাবে একবার ব্যবহার হয় এবং যেসবের নন-প্লাস্টিক বিকল্প আছে, এমন প্লাস্টিক পণ্য ব্যবহারের উপর নিষেধাজ্ঞার প্রস্তাব করা হয়েছিল৷ এমন প্লাস্টিক পণ্যের মধ্যে আছে প্লেট, স্ট্র, চামচ, কাপ, বেলুনের স্টিক, কান পরিষ্কার করার ‘কটন বাড', প্লাস্টিকের হালকা ব্যাগ, ফাস্ট-ফুড বিক্রির সময় দেয়া পলিস্টাইরিনের কনটেনার ইত্যাদি৷

ইউরোপীয় কমিশন বলছে, সাগরে যেসব বর্জ্য ফেলা হয় তার ৮০ শতাংশই প্লাস্টিক৷ এছাড়া মোট প্লাস্টিক বর্জ্যের তিন ভাগের এক ভাগেরও কম বর্জ্য সংগ্রহ ও রিসাইকল করা হয় বলে জানায় কমিশন৷ বাকিগুলোর বেশিরভাগই সাগরে গিয়ে পড়ে, যা মাছসহ সাগরের অন্যান্য প্রাণীর জন্য হুমকি হয়ে উঠছে৷

ইতিমধ্যে এক জরিপে দেখা গেছে, মানুষের খাদ্যচক্রে মাইক্রোপ্লাস্টিক ঢুকে পড়েছে৷

জেডএইচ/এসিবি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ