1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্লাস্টিক সমস্যার সমাধান হলো বায়োপ্লাস্টিক

মার্টিন রিবে/এসি১ নভেম্বর ২০১৩

বায়োপ্লাস্টিকের ব্যাগ উদ্ভিদ পদার্থের মতোই পচে যায়৷ তা সত্ত্বেও বায়োপ্লাস্টিকের ফয়েল সহজে ছেঁড়ে না; তার উপর ছাপা যায়; মেশিনে কাট-ছাঁট করা যায়৷

***Achtung: Nur zur mit Bernardo Cesare abgesprochenen Berichterstattung verwenden!*** Fotograf/Datum: Bernardo Cesare Aufnahmeort: Laboratory Geosciences, University of Padua, Italy Beschreibung: Bioplastic is made from potato, corn or sugar cane. And shoppers are the most known disposable items made with it. Polarized light photomicrograph.
ছবি: Bernardo Cesare

প্লাস্টিকের ব্যাগ আমরা সবাই চিনি৷ দৈনন্দিন ব্যবহারের আর কোনো বস্তু এতটা হালকা-পলকা, অথচ এতটা দীর্ঘস্থায়ী নয়৷ জামাকাপড়, খাবারদাবার, ওষুধপত্র – সব কিছুই প্লাস্টিকের ব্যাগে করে বাড়ি নিয়ে যাওয়া যায়৷ তারপর সেটা ফেলে দেওয়া হয়৷ আলাদা করে অন্যান্য আবর্জনার সঙ্গে পোড়ানো না হলে ঐ প্লাস্টিকের ব্যাগ রাস্তায় গিয়ে পড়ে, এমনকি শেষমেষ সাগরে৷ মুশকিল এই যে, প্লাস্টিক ক্ষয় হতে ৫০০ বছর অবধি সময় লাগে৷

একটি সমাধান হলো বায়োপ্লাস্টিকের ব্যাগ৷ এই ব্যাগগুলো ‘মিশ্র সারের' উপাদান হিসেবে ব্যবহার করা চলে, কেননা এগুলো শেষমেষ উদ্ভিদ পদার্থের মতোই পচে যায়৷ তা সত্ত্বেও বায়োপ্লাস্টিক ফয়েল সহজে ছেঁড়ে না; তার উপর ছাপা যায়; মেশিনে কাট-ছাঁট করা যায়৷

বায়োপ্লাস্টিকের ব্যাগ আবর্জনা কমায়

প্যাকিং বিশেষজ্ঞ হ্যার্বার্ট পিয়েডে-র মতে, বায়োপ্লাস্টিকের ব্যাগের কারণে শহরে আবর্জনার পরিমাণ বাড়ে না: ‘‘বায়োপ্লাস্টিক ব্যাগের সুবিধা হলো এই যে, তা সাধারণ প্লাস্টিক ব্যাগের মতো সরানো বা পোড়ানোর কোনো দরকার পড়ে না৷ কাজেই বায়োপ্লাস্টিকের রিসাইক্লিং-এর জন্য আলাদা করে কোনো পদ্ধতির প্রয়োজন নেই৷ বায়োপ্লাস্টিকের ব্যাগ কিছুকাল পরে নিজে থেকেই পচে যায়, কাজেই তা আলাদা করে অপসারণ করতে হয় না৷''

বায়োপ্লাস্টিক তৈরিতে আরো কম ধাতব কিংবা খনিজ পদার্থ ব্যবহার করা হয়৷ এছাড়া বায়োপ্লাস্টিকের ব্যাগে রান্নাঘরের অর্গানিক জঞ্জাল জমিয়ে সবটাই নির্দিষ্ট অর্গানিক আবর্জনার জায়গায় ফেলা যায়৷ কিন্তু সেটা নিষিদ্ধ, কেননা জার্মানিতে নানা ধরনের আবর্জনা আলাদা আলাদা কনটেনারে ফেলার কথা৷ কাজেই অর্গানিক-আবর্জনা থেকে প্লাস্টিক বার করে নিতে হবে – বায়োপ্লাস্টিকের ব্যাগও যার মধ্যে পড়ে৷

মিশ্র সার কারখানার ওভারসিয়ার সিলভিও বুশ বলেন: ‘‘শুধু ব্যাগগুলো দেখে কী ধরনের প্লাস্টিক, তা বলার উপায় নেই৷ ওটা একটা সাধারণ প্লাস্টিকের ব্যাগ কিনা, কিংবা বায়োপ্লাস্টিকের ব্যাগ কিনা৷ আমাদের পক্ষে আর সেটা বোঝার উপায় নেই৷'' কাজেই অর্গানিক-আবর্জনা থেকে সব ধরনের প্লাস্টিক বার করে নিতে হবে৷

ওভারসিয়ার বুশ-এর আরো একটি সমস্যা হল: বায়োপ্লাস্টিকের ব্যাগগুলো পচতে বড় বেশি সময় নেয়৷ জার্মান শিল্পের একটি অর্থহীন বিধি বলে, তিন মাসের মধ্যে ওগুলো পচে যাওয়া চাই – একটি মিশ্র সারের কারখানার পক্ষে যা বড় বেশি সময়৷ সিলভিও বুশ-এর মতে: ‘‘ডিআইএন, মানে জার্মান শিল্প মান অনুযায়ী বায়োপ্লাস্টিকের ব্যাগ তিনমাসের মধ্যে পচে যাওয়া চাই৷ আমাদের এই কারখানায় আবর্জনা পচার সময় হলো ৩৫ দিন, যার মধ্যে ব্যাগগুলো পচার কোনো সম্ভাবনা নেই৷''

শেষমেষ খরচের প্রশ্ন

প্যাকিং বিশেষজ্ঞ হ্যার্বার্ট পিয়েডে সমস্যাটা জানেন৷ জার্মানিতে গোড়ায় বায়োপ্লাস্টিকের ব্যাগের খুব চল হওয়ার পর এখন সেটা আবার কমে এসেছে৷ কেননা সেই ব্যাগের দাম বেশি৷ কাজেই এখন পিয়েডের কারখানায় নীলপরী মার্কা ব্যাগ তৈরির উপর জোর দেওয়া হচ্ছে, যে ধরনের ব্যাগের আশি শতাংশই রিসাইক্লিং করা সম্ভব৷

ওমার কোম্পানি লিমিটেডের সিইও পিয়েডে বলেন: ‘‘যেখানে ভালো রিসাইক্লিং পদ্ধতি আছে, সেখানে নীলপরী মার্কা ব্যাগ তৈরি করাটাই ভালো বিকল্প৷ যেখানে কোনো রিসাইক্লিং প্রণালী নেই, সেখানে বায়োপ্লাস্টিকের ব্যাগ ব্যবহার করার অর্থ আছে বৈকি৷''

কাজেই জার্মানিতে না হলেও, যে সব দেশে প্লাস্টিকের আবর্জনা ধীরে ধীরে একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, সেখানে বায়োপ্লাস্টিকের ব্যাগ একটা সমাধান হতে পারে৷ কেননা বায়োপ্লাস্টিক সত্যি-সত্যি কয়েক বছরের মধ্যে পানি আর কার্বন ডাইঅক্সাইড গ্যাসে পরিণত হয়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ