1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্লেবয় তারকার এ কি কান্ড!

১১ সেপ্টেম্বর ২০১০

১৯৫৩ সাল৷ বের হলো একটি পত্রিকা৷ নাম প্লেবয়৷ তারপর থেকে এক এক করে গেছে অনেক বছর৷ তারা প্রকাশ করছে অল্প, স্বল্প বসনা এবং নগ্ন নারীদের ছবি৷ বর্তমানে ম্যাগাজিন ছাড়াও এরা ওয়েবসাইট এবং হোম ভিডিওর মাধ্যমে ব্যবসা করছে৷

প্লেবয় ম্যাগাজিনের একটি প্রচ্ছদছবি: picture-alliance/ZB

সেই ম্যাগাজিনের এক মডেল তারকা টিফানি লিভিংস্টন৷ বয়স একুশ বছর৷ এক কান্ড করে এখন আলোচনার শীর্ষে তিনি৷

যুক্তরাষ্ট্রের জেট ব্লু বিমান কোম্পানির একটি উড়োজাহাজে চেপে ওরলান্ডো থেকে নিউআর্ক যাচ্ছিলেন৷ ১০ হাজার মিটার উপরে বিমান৷ মেঘের উপর দিয়ে ভেসে চলা এই বিমানের আসন থেকে হঠাৎ উঠে পড়লেন৷ এরপর দ্রুত চলে গেলেন বিমানের দরজার কাছে৷ হিঁচকে টানে দরজা খোলার চেষ্টা৷ কি হচ্ছে, কি হচ্ছে বলে সহযাত্রী আর বিমানবালাদের ব্যস্ততা৷ নিবৃত্ত করা গেলো তাঁকে৷ এরপর বিমান নামলো মাটিতে৷ পুলিশের কাছে প্লেবয় তারকাকে করা হলো হস্তান্তর৷ অবশ্য ঘন্টা খানিক বাদেই মুক্তি৷ পুলিশের কাছে তাঁর বয়ান, ‘না আমি দরজা খুলতে চেষ্টা করিনি৷ বরঞ্চ বিমানে হামলা হতে পারে এমন এক আশঙ্কায় আমি ছিলাম উদ্বিগ্ন৷ তাই দরজার কাছে গিয়েছিলাম মাত্র৷'

পরে টিফানির এজেন্সি পরিচালক জানিয়েছেন, টিফানি নাকি খানিকটা উদ্বিগ্ন হবার রোগে ভুগছেন৷ এর ফলেই এ কান্ড হতে পারে৷ তবে টিফানি বরাবরই তাঁর কাজের প্রতি খুবই সজাগ৷ ফলে তাঁকে নিয়ে খারাপ কিছু আশঙ্কা করাটা বোধ হয় ঠিক নয়, বলেই উল্লেখ করলেন তিনি৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ