1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্ল্যাটিনাম খনিতে সংঘর্ষে নিহত অনেক

১৭ আগস্ট ২০১২

ভারি অস্ত্রসজ্জিত দক্ষিণ আফ্রিকার পুলিশ এখন মারিকানা’র প্ল্যাটিনাম খনিটি পাহারা দিচ্ছে৷ মাত্র একদিন আগে এই খনিতে পুলিশের অভিযানে প্রাণ হারিয়েছে ধর্মঘটরত ৩০ জনেরও বেশি শ্রমিক৷

A paramedic (front L) receives help from a policewomen as he tends to the injured after protesting miners were shot outside a South African mine in Rustenburg, 100 km (62 miles) northwest of Johannesburg, August 16, 2012. South African police opened fire on Thursday against thousands of striking miners armed with machetes and sticks at Lonmin's Marikana platinum mine, leaving several bloodied corpses lying on the ground. A Reuters cameraman said he saw at least seven bodies after the shooting, which occurred when police laying out barricades of barbed wire were outflanked by some of an estimated 3,000 miners massed on a rocky outcrop near the mine, 100 km (60 miles) northwest of Johannesburg. REUTERS/Siphiwe Sibeko (SOUTH AFRICA - Tags: CIVIL UNREST CRIME LAW BUSINESS EMPLOYMENT)
ছবি: Reuters

১২ ঘণ্টার বেশি সময় চুপ থাকার পর, দক্ষিণ আফ্রিকার পুলিশ অবশেষে মুখ খুলতে শুরু করেছে৷ বৃহস্পতিবার সেদেশের একটি প্ল্যাটিনাম খনিতে অভিযান চালায় পুলিশ৷ এতে প্রাণ হারিয়েছে বেশ কয়েকজন ধর্মঘটরত খনি শ্রমিক৷ পুলিশের এই অভিযানকে অনেকেই তুলনা করছেন সেদেশে জাতিবিদ্বেষ সময়কার বর্বরতার সঙ্গে৷

দক্ষিণ আফ্রিকার পুলিশ প্রধান নাথি মেথাওয়া জানিয়েছেন, ‘‘খনিতে পুলিশের অভিযানে কমপক্ষে ৩০ ব্যক্তি প্রাণ হারিয়েছে৷'' জোহানেসবার্গের ১০০ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে খনিটির অবস্থান৷ সেখানে ধর্মঘট পালন করছিল তিন হাজার খনি শ্রমিক৷ শ্রমিকদের হাতে দা ছিল এবং পুলিশ তাদেরকে সরে যাওয়ার নির্দেশ দিলেও তারা সেটা পালন করেনি৷ এরপর পুলিশ স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করে গুলি চালালে প্রাণহানির ঘটনা ঘটে৷

মেথাওয়া বলেছেন, ‘‘এই ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে৷'' প্ল্যাটিনাম খনিটিতে ধর্মঘটের কারণে বিশ্বব্যাপী প্ল্যাটিনামের মূল্য বেড়ে গেছে বলেও জানান তিনি৷ স্থানীয় একটি রেডিও চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মেথাওয়া বলেন, ‘‘ (পুলিশের অভিযানে) অনেক মানুষ আহত হয়েছে এবং সংখ্যাটা ক্রমশ বাড়ছে৷''

পুলিশের পেছনেই পড়ে আছে নিহত শ্রমিকদের লাশছবি: Reuters

মেথাওয়া পুলিশের অভিযানের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেছেন৷ তিনি দাবি করেন, খনি শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়েছিল৷ তিনি বলেন, ‘‘ ভিড়ের মধ্য থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হলে পুলিশও পাল্টা জবাব দেয়৷''

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা এই ঘটনায় অত্যন্ত ‘মর্মাহত এবং হতাশ' হয়েছেন৷ ১৯৯৪ সালে সেদেশের ‘হোয়াইট-মাইনরিটি রুল' শেষ হওয়ার পর থেকে এখন পর্যন্ত এটাই পুলিশের সবচেয়ে বড় নিষ্ঠুর অভিযান৷

বৃহস্পতিবারের সংঘর্ষের পর বর্তমানে মারিকানার পরিস্থিতি শান্ত রয়েছে৷ খনিটির আশেপাশে কয়েকশত পুলিশ মোতায়েন করা হয়েছে৷ আকাশে উড়ছে হেলিকপ্টার৷ পুলিশের অপরাধ স্থল তদন্তকারীরা ঘটনাস্থল হলুদ টেপ দিয়ে গিরে রেখেছে৷ সেখান থেকে ব্যবহৃত কার্তুজ, রক্তমাখা দা এবং বর্শা উদ্ধার করা হয়েছে৷ পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে৷

শ্রমিকদের কাছেও ছিলো ধারালো অস্ত্রছবি: Reuters

বলাবাহুল্য, মারিকানার এই খনিটির মালিক হচ্ছে প্ল্যাটিনাম উৎপাদনকারী প্রতিষ্ঠান লোনমিন পিএলসি৷ সপ্তাহখানেক আগে শ্রমিক ইউনিয়নগুলোর মধ্যে বিরোধের কারণে সকল ধরনের কর্মকাণ্ড বন্ধ করে দিতে বাধ্য হয় সংস্থাটি৷ বিশ্বব্যাপী প্রয়োজনীয় প্ল্যাটিনামের ১২ শতাংশই সরবরাহ করে থাকে এই লোনমিন৷

ধারণা করা হয়, বিশ্বব্যাপী যে প্ল্যাটিনাম মজুদ আছে তার ৮০ শতাংশই রয়েছে দক্ষিণ আফ্রিকায়৷ কিন্তু সম্প্রতিক সময়ে জ্বালানি এবং শ্রমিক খরচ বেড়ে যাওয়া এবং একইসঙ্গে গুরুত্বপূর্ণ এই ধাতুটির দাম কমে যাওয়ায় খনি মালিকরাও বিপাকে পড়েছেন৷ অনেকের ক্ষেত্রে প্ল্যাটিনাম সংগ্রহের ব্যবসা টিকিয়ে রাখা কষ্টকর হয়ে পড়ছে৷

এআই / ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ