1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পয়া ট্র্যাকে আবারও শিরোপা জিতলেন ফেটেল

Riazel Islam১১ সেপ্টেম্বর ২০১১

ফর্মুলা ওয়ানের চলতি মৌসুমে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পথে আরও এগিয়ে গেলেন জার্মানির সেবাস্টিয়ান ফেটেল৷ রোববার ইটালিয়ান গ্রঁ প্রির শিরোপা জিতে নিলেন রেড বুলের এই চালক৷

আবার বিজয়ী ফেটেলছবি: dapd

তিন বছর আগে এই অটোড্রোমো ডি মোন্জা ট্রাকেই প্রথমবারের মত কোন গ্রঁ প্রির সেরা হওয়ার সৌভাগ্য অর্জন করেন ফেটেল৷ তাই রোববার বিজয়ের পর স্বাভাবিকভাবেই ছিলেন বেশ আবেগে আপ্লুত৷ এই ট্র্যাকটিকে ‘ভেরি স্পেশাল' বলে মন্তব্য করেন ফেটেল৷ সপ্তাহ দুয়েক আগে সিঙ্গাপুর ওপেন জিতেছেন, আর রোববারেরটি নিয়ে চলতি মৌসুমের ১৩টি রেসের আটটিতেই সেরা এই জার্মান চালক৷ চ্যাম্পিয়নশিপের দৌড়ে এই মুহুর্তে তিনি ফেরারির ফার্নান্দো আলোন্সোর চেয়ে ১১২ পয়েন্ট এগিয়ে রয়েছেন৷ মৌসুমের বাকি রেসগুলোতে এই ব্যবধান আলোন্সো পার করতে পারবেন কীনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে৷

রোববারের রেসে অবশ্য ফেটেলের পরে ছিলেন ম্যাকলারেন এর জেনসন বাটন৷ তারপর তৃতীয় হয়েছেন আলোন্সো৷ রেসের শুরু থেকে ম্যাকলারেনের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টনের সঙ্গে জোড় লড়াই করতে হয়েছে ফেটেলকে৷ তবে শেষ পর্যন্ত চতুর্থ অবস্থানে থেকে রেস শেষ করেন হ্যামিল্টন৷ তার পরেই ছিলেন জার্মানির আরেক সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন মিশায়েল শুমাখার৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ