1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফক্সভাগেনের সম্মেলনে পরিবেশকর্মীদের বিক্ষোভ

১১ মে ২০২৩

জার্মানিতে ফক্সভাগেনের এজিএম-এ প্রায় ১০ জন পরিবেশকর্মী ঢুকে পড়ে বিক্ষোভ দেখান।

ফক্সভাগেনের সভায় বিক্ষোভ
ছবি: Britta Pedersen/dpa/picture alliance

ফক্সভাগেন পরিবেশের ক্ষতি করছে। এটাই ছিল ওই পরিবেশকর্মীদের মূল বক্তব্য। তাদের গায়ে স্লোগানে লেখা ছিল 'ডার্টি মানি'। ফক্সভাগেনের বৈঠক শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন।

বিক্ষোভকারীদের মধ্যে একজন নারী পরিবেশকর্মী নিজের জামা খুলে বিক্ষোভ দেখাচ্ছিলেন। তার পিঠে লেখা ছিল ডার্টি মানি শব্দটি। সিইও অলিভার ব্লুমস যখন বক্তৃতা দিতে ওঠেন, তখনই বিক্ষোভ দেখাতে শুরু করেন পরিবেশকর্মীরা। প্রায় সঙ্গে সঙ্গেই নিরাপত্তরক্ষীরা তাদের বাইরে বার করে দেয়। কিন্তু ততক্ষণে বিষয়টি নিয়ে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে প্রেক্ষাগৃহের ভিতর। বৈঠক চলাকালীন কেকও ছুঁড়ে মারেন তারা।

পুলিশ তাদের প্রেক্ষাগৃহের বাইরে বার করে দেওয়ার পর হলের ঠিক বাইরে রাস্তার উপর বসে পড়ার চেষ্টা করেন তারা। কিন্তু পুলিশ তাদের সেখানেও বসতে দেয়নি।

পরিবেশকর্মীদের বক্তব্য, মানবাধিকার লঙ্ঘন করে চীনের শিনজিয়াং প্রদেশে ফক্সভাগান কারখানা চালাচ্ছে। যদিও গাড়ি সংস্থাটির কর্তৃপক্ষের বক্তব্য, কোনোরকম মানবাধিকার লঙ্ঘন তারা করেননি। শিনজিয়াং প্রদেশ বরাবরই বিতর্কিত। অভিযোগ, চীন সেখানেই উইগুর মুসলিমদের আটকে রেখেছে। তাদের দিয়ে অন্যায়ভাবে কাজ করানো হচ্ছে।

এর পাশাপাশি পরিবেশকর্মীদের বক্তব্য, ফক্সভাগেনের গাড়ি পরিবেশে মাত্রার অতিরিক্ত কার্বন ফুটপ্রিন্ট তৈরি করছে। তারা সমস্ত নিয়ম মানছে না। গাড়ি প্রস্তুতকারক সংস্থাটির বক্তব্য, বিক্ষোভ দেখিয়ে আলোচনায় বসা সম্ভব নয়। পরিবেশকর্মীরা চাইলে জেনারেল মিটিং ডেকে তাদের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত ফক্সভাগেন।

এসজি/জিএইচ (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ