1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফতোয়া: অভিযোগ সম্ভব

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৩ নভেম্বর ২০১২

বাংলাদেশে ফতোয়াবাজি কমছেনা৷ বরং তা দিন দিন বেড়েই চলছে৷ গত ৩ বছরে বাংলাদেশে ১০৯টি ফতোয়াবাজির ঘটনার হিসেব থাকলেও পুলিশ মামলা নিয়েছে মাত্র ৩৪টি৷

ছবি: picture-alliance/akg

বাংলাদেশের ভৈরব এলাকায় এক মুক্তিযোদ্ধা ফতোয়াবাজির শিকার হয়েছেন৷ তাঁর আপন ভাইয়ের সঙ্গে পারিবারিক সমস্যাকে পুঁজি করে ফতোয়াবাজরা তাকে ও তার পরিবারের সদস্যদের এক ঘরে করে রেখেছে৷ তাদের রাস্তা দিয়ে হাঁটতেও দেয়া হয়না৷ মুক্তিযোদ্ধা আব্দুর রহমান থানায় নালিশ করেও প্রতিকার পাননি৷ তাকে একরকম বন্দি জীবন-যাপন করতে হচ্ছে৷

আর ময়মনসিংহের প্রত্যন্ত গ্রামে কথিত হিল্লা বিয়ে দিতে ব্যর্থ হয়ে আরো একটি পরিবারকে একঘরে করছে ফতোয়বাজরা৷ এমনকি ওই পরিবারটিকে কোরবানি করতেও দেয়নি ফতোয়াবাজরা৷

মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের হিসেবে ২১০ সাল থেকে চলতি বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত সারা দেশে ১০৯টি ফতোয়ার ঘটনা ঘটেছে৷ এর মধ্যে একঘরে করার ঘটনা ২৫টি আর কথিত হিল্লা বিয়ের ঘটনা ঘটেছে ১৭টি৷ আর ১০৯টি ফতোয়ার ঘটনায় থানা মামলা নিয়েছে মাত্র ৩৪টি৷ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান ডয়চে ভেলেকে বলেন, ফতোয়া ফৌজদারী অপরাধ৷ আর পুলিশ মামলা না নিলে তা মানবাধিকারের লঙ্ঘন৷

তিনি বলেন, যারা ফতোয়ার শিকার হন তারা মানবাধিকার কমিশনেও অভিযোগ করতে পারেন৷ অভিযোগ পেলে কমিশনও ব্যবস্থা নেবে৷

ফতোয়া নিয়ে দেশের সর্বোচ্চ আদালতের সুনির্দিষ্ট আদেশ থাকলেও তাতে কাজ হচ্ছেনা৷ বরং পুলিশের নিষ্ক্রিয়তায় ফতোয়াবাজরা আরো বেপরোয়া হয়ে উঠছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ