1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফমুর্লা ওয়ান: অভিযোগের দৌড়ে রেড বুলের ভেরস্টপেন জয়ী

৩০ আগস্ট ২০২১

ফর্মুলা ওয়ানের বেলজিয়ান গ্রাঁ প্রিতে জয়ী হলেন রেড বুলের ম্যাক্স ভেরস্টপেন৷ বৃষ্টিবিঘ্নিত এ প্রতিযোগিতা নিয়ে অভিযোগ তুলেছেন অংশগ্রহণকারীরা৷

Formel 1 Belgien GP in Spa l Fahrer stehen am Start im Regen
ছবি: John Thys/REUTERS

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের অনেক পরে শুরু হয় মোটর গাড়ি রেসিং-এর সবচেয়ে মর্যাদাপূর্ণ সংস্করণ৷

রোববার অনুষ্ঠিত বেলজিয়ান গ্রাঁ প্রির ইতিহাসের সবচেয়ে ছোট সময়ের প্রতিযোগিতা বলে অভিযোগ উঠেছে৷ কারণ বৃষ্টির কারণে দুটি ল্যাপসের পরেই পয়েন্ট ভাগ করে দেয় বিচারকেরা৷ নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পরে শুরু হওয়া এ প্রতিযোগিতায় পুরো রেসটি তাই করা সম্ভব হয়নি৷

সব কিছু বিবেচনায় নিয়ে রেড বুলসের ম্যাক্স ভেরস্টপেন বেলজিয়ান গ্রাঁ প্রির বিজয়ী ঘোষণা করেন আয়োজক কমিটি৷    

কোয়ালিফায়িং রাউন্ডে মার্সেডিজের লুইস হ্যামিলটন ও উইলিয়ামসের জর্জ রাসেলের চেয়ে এগিয়ে থাকায় বেলজিয়ান প্রিতে জয়ী হওয়ার পথে বাড়তি সুবিধা পান ভেরস্টপেন৷

এদিকে এমন বৃষ্টির দিনে প্রতিযোগিতা আয়োজনের সমালোচনা করে লুইস হ্যামিলটন বলেন রেইসের জন্য এ দিনটি নির্ধারণ করা খুব ভালো সিদ্ধান্ত ছিল না৷

‘‘আমি বৃষ্টির মাঝে গাড়ি চালাতে পছন্দ করি৷ কিন্ত আজকের দিনটি ছিল ভিন্ন রকমের৷ বৃষ্টির কারণে পরিস্থিতি এমন ছিল যে পাঁচ মিটার সামনে রাস্তায় কী আছে তাও দেখা যাচ্ছিল না'', অভিযোগ হ্যামিলটনের৷

পাশাপাশি তিনি দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়ারও দাবি জানান৷ এর যুক্তি হিসেবে তিনি বলেন, দর্শকেরা পুরো ইভেন্টটি দেখার জন্য উন্মুখ ছিলেন৷ কিন্তু রেস কমিয়ে দেওয়ার কারণে তারা তা উপভোগ করতে পারেনি৷

এদিকে জয়ী ঘোষণার পর ভেরস্টপেন বলেন, ‘‘আমি জিততে চেয়েছি কিন্তু আসলে এভাবে জিততে চাইনি৷''

দর্শকদের বিষয়ে তিনি বলেন, বৃষ্টি, বাতাস আর ঠান্ডা উপেক্ষা করে তারা প্রতিযোগিতা উপভোগ করার জন্য সারাদিন বসেছিল৷

সবগুলো ল্যাপ শেষ করতে না পারার বিষয়টি আসলে লজ্জাজনক, কিন্তু আবহওয়ার কারণে পরিস্থিতি খুব একটা অনুকূল ছিল না৷      

ফর্মুলা ওয়ানের পরের রেসটি অর্থাৎ ডাচ গ্রাঁ প্রি ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে৷

আরআর/এসিবি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ