1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যাবজ্জীবন কারাদণ্ড

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৩০ জুন ২০১৪

মানবদেহের জন্য ক্ষতিকর ফরমালিনের অপব্যহার রোধে নতুন আইনের খসড়া অনুমোদন করেছে বাংলাদেশের মন্ত্রিসভা৷ এতে ফরমালিনের অতিরিক্ত ব্যবহার রোধে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে৷

ছবি: DW/M. Mamun

মন্ত্রিসভায় অনুমোদন পাওয়া নতুন এই আইনের নাম ‘ফরমালিন নিয়ন্ত্রণ আইন - ২০১৪'৷ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই আইনের চূড়ান্ত খসড়ার অনুমোদন দেওয়া হয়৷ বলা বহুল্য, সংসদে পাশ হওয়ার পর এই আইন কার্যকর হবে৷

বৈঠক শেষে মন্ত্রিপরিষদের সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানান, আইন অনুযায়ী কেউ লাইসেন্স ছাড়া ফরমালিন আমদানি, উৎপাদন, পরিবহন, মজুদ বিক্রয় ও ব্যবহার করতে পারবে না৷ এছাড়া লাইসেন্স প্রাপ্তদের প্রয়োজনে ফরমালিন ব্যবহারের হিসাব দিতে হবে৷

লাইসেন্স ছাড়া ফরমালিন আমদানি, উৎপাদন, পরিবহন, মজুদ, বিক্রয় ও ব্যবহার করলে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ লাখ টাকা জরিমানার বিধান করা হয়েছে এই আইনে৷ লাইসেন্সের শর্ত ভঙ্গ করলে সাত থেকে দুই বছর কারাদণ্ড বা পাঁচ লাখ টাকা থেকে দুই লাখ টাকা পর্যন্ত জরিমানা বা উভয় প্রকার দণ্ডের বিধান রাখা হয়েছে৷

ফরমালিনের যন্ত্রপাতির জন্যও বিধান রাখা হয়েছে – এ কথা জানিয়ে তিনি বলেন, ফরমালিন উৎপাদনে ব্যবহার করা যায়, সে রকম যন্ত্রপাতি রাখলে ১০ থেকে দুই বছরের কারাদণ্ড এবং ২০ থেকে পাঁচ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে আইনটিতে৷

শুধু তাই নয়, লাইসেন্স ছাড়া বা অবৈধভাবে ফরমালিন দখলে রাখলে সাত থেকে দুই বছরের কারাদণ্ড এবং পাঁচ থেকে দুই লাখ টাকা জরিমানার বিধানও করা হয়েছে৷

সচিব জানান, ফরমালিনের অপব্যহার রোধে এ আইনে মোবাইল কোর্ট বিচার করতে পারবে৷ অবশ্য শাস্তির পরিমাণ বেশি হলে মোবাইল কোর্ট সংশ্লিষ্ট আদালতে মামলা স্থানান্তর করতে পারবে৷

ফরমালিন, ফরমালডিহাইড, প্যারা-ফরমালডিহাইড বা এর যে কোনো মাত্রার সলিউশন বা দ্রবণ ইত্যাদি ফরমালিনের সংজ্ঞা এ আইনের আওতায় আসবে৷ তবে আইন হওয়ার পর আরো বিধি তৈরি করে এর আওতা নির্ধারণ করা হবে৷

এ আইনের আওতায় যে অপরাধ আমলযোগ্য, সেক্ষেত্রে ওয়ারেন্ট ছাড়াই আসামিকে গ্রেপ্তার বা আটক করা যাবে৷

সচিব বলেন, ‘‘আইনের মাধ্যমে ফরমালিনের উৎপাদন, আমদানি, ব্যবহার ও মজুদ ইত্যাদি নিষিদ্ধ করা হচ্ছে না, ফরমালিনের ব্যবহার নিয়ন্ত্রণ ও অপব্যবহার রোধে এই আইন কাজ করবে৷ ফরমালিনের অপব্যবহার এখন শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে৷ তাই ফরমালিনের অপব্যবহার রুখতে এবং মাত্রা নিয়ন্ত্রণে এ আইন করা হচ্ছে৷''

মন্ত্রিপরিষদ সচিব সংসদের চলতি অধিবেশনেই এই আইন পাস হবে বলে আশা করেন৷ তিনি জানান, এ আইনের মাধ্যমে প্রতি উপজেলা ও জেলায় ফরমালিন নিয়ন্ত্রণ কমিটি করা হবে৷

উল্লেখ্য বাংলাদেশে শাক-সবজি, ফল-মূল, মাছ-মাংসসহ পচনশীল ভোগ্যপণ্য তাজা রাখতে ফরমালিনের ব্যবহার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে৷ তাই এর অপব্যবহার বন্ধে সাধারণ মানুষ, ভোক্তা, পরিবেশবাদী, সুশীল সমাজ দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন৷ গত ১১ই জুন থেকে ঢাকায় পুলিশ ফরমালিন বিরোধী অভিযান শুরু করলেও, কার্যকর আইন এবং অপরাধীরা সংঘবদ্ধ হওয়ায় তা তেমন কাজে আসছে না৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ