1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফরমুলা ওয়ানের কোরীয় আসরে ফেটেল ও রেড বুলের জয়জয়কার

১৬ অক্টোবর ২০১১

একের পর এক সাফল্যের শীর্ষে আরোহণ করে চলেছেন মাত্র ২৪ বছর বয়সি জার্মান তারকা সেবাস্টিয়ান ফেটেল৷ বিশ্বের সবচেয়ে কমবয়সি টানা দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের এক সপ্তাহ পর কোরীয় গ্রঁ প্রিঁ’র শিরোপাও জিতলেন তিনি৷

আবারও সবাইকে ছাড়িয়ে ফেটেল সবার ওপরেছবি: dapd

এটি চলতি বছরে ফেটেলের দশম জয় আর গাড়ি দৌড়ের প্রতিযোগিতা ফরমুলা ওয়ানে তাঁর বিশতম জয়৷ তবে তাঁর এই জয় শুধু নিজের ঝুলিকেই সমৃদ্ধ করেনি, একইসাথে রেড বুলকে এনে দিয়েছে পর পর দু'টি রেকর্ডের কৃতিত্ব৷ ফেটেলের এই জয়ের ফলে ফরমুলা ওয়ান কন্সট্রাক্টর্স শিরোপাটিও যোগ হলো রেড বুলের খাতায়৷ তাই জয়ের পর উচ্ছ্বসিত ফেটেলের মন্তব্য, ‘‘এটা আমাদের গোটা দলের জন্য একটি বিশেষ অর্জন৷ এটা সহজ লড়াই ছিল না, তবুও আমরা তাতে সফল হয়েছি৷ সেরা চালকের বিবেচনায় সাফল্যের পর এবার সেরা কন্সট্রাক্টর হিসেবেও সেরা - এটা একটা চমৎকার ব্যাপার৷''

রবিবার কোরিয়ার ট্র্যাকে দ্বিতীয় অবস্থানে থেকেই গাড়ি দৌড় শুরু করেন ফেটেল৷ তবে প্রথম পাক ঘুরতে না ঘুরতেই চতুর্থ বাঁকে ম্যাকলরেন এর ইংলিশ চালক লুইস হ্যামিল্টনকে টপকে যান তিনি৷ একেবারে শেষ পর্যন্ত ত্রুটি ও বাধা-বিঘ্নহীন ছন্দময় তালে গাড়ি হাঁকিয়েছেন ফেটেল৷ তিনি সময় নিয়েছেন এক ঘণ্টা ৩৮ মিনিট ১.৯৯৪ সেকেন্ড৷ নিকটতম প্রতিদ্বন্দ্বিতায় থাকা হ্যামিল্টনের চেয়ে ১২.০১৯ সেকেন্ডে এগিয়ে ছিলেন এই তরুণ বিশ্ব তারকা৷

সময় এখন জার্মান তারকা ফেটেলেরছবি: dapd

হ্যামিল্টনের পরের সারিতেই অবস্থান নিশ্চিত করেন ফেটেলের সহকর্মী রেড বুল-এর অপর চালক মার্ক ওয়েবার৷ অস্ট্রেলীয় এই ফরমুলা ওয়ান তারকা রবিবার ছয় এর ঘর থেকে তৃতীয় পাকেই টপকে পৌঁছে গেছেন তিনের ঘরে৷ শেষ পর্যন্ত কোরীয় আসরে প্রথম এবং তৃতীয় অবস্থান ধরে রাখেন ফেটেল ও ওয়েবার৷ তাই দলগতভাবে রেড বুল-এর দ্বিতীয় সেরা অর্জনটিও নিশ্চিত হয়৷

অথচ মাত্র এক বছর আগে এই কোরীয় আসরেই বছরের সবচেয়ে কম পয়েন্ট অর্জন করেছিল রেড বুল দল৷ তাই তো উল্লসিত রেড বুল দলের প্রধান ক্রিস্টিয়ান অর্নার গলা ছেড়ে সাধুবাদ জানান ফেটেল এবং ওয়েবারকে৷ তিনি বলেন, ‘‘চমৎকার সেব, দারুণ করেছো৷ একেবারে সেরা দক্ষতা৷ মার্ক, আমরা সেরা কন্সট্রাক্টর্স হিসেবেও শিরোপা ছুঁয়ে গেছি, সাবাস!''

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ