1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফরমুলা ওয়ান

২২ ডিসেম্বর ২০১২

গাড়িদৌড়ের প্রতিযোগিতায় তিনবার বিশ্ব সেরা হয়ে ফেরারি প্রধানেরও নজরে পড়েছেন জনপ্রিয় জার্মান তারকা চালক সেবাস্টিয়ান ফেটেল৷ ফেরারির প্রধান লুকা ডি মন্তেসেমোলো বিষয়টি খোলাখুলি বলে ফেললেন৷

(FILE) German Formula One driver Sebastian Vettel of Red Bull celebrates his third world championship in a row with his team after the Formula One Grand Prix of Brazil at Autodromo Jose Carlos Pace in Sao Paulo, Brazil, 25 November 2012. Photo: Jens Buettner/dpa (zu dpa Jahresrückblick vom 30.11.2012) +++(c) dpa - Bildfunk+++
ছবি: picture-alliance/dpa

বড়দিনের উৎসবের ছুটিতে যাওয়ার আগে ফেরারির মারানেলো কারখানা পরিদর্শনে গিয়ে বাণিজ্যিক প্রতিষ্ঠানটির প্রধান মন্তেসেমোলো স্পষ্ট করেই জানিয়ে দিলেন ফেটেলের প্রতি তাদের আগ্রহের কথা৷ জার্মান গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘হাওয়াই'তে বান্ধবীর সাথে অবসর কাটানোর জন্য হোক বা যে কোন কারণেই হোক ফেরনান্দো আলোনসো যদি আমাদের একদিন ছেড়ে যান, সেক্ষেত্রে আমি ফেটেলকেই চাই৷ সেবাস্টিয়ানই হলো ভবিষ্যতের জন্য ফেরারির সম্ভাব্য চালক৷''

উল্লেখ্য, ২০১৪ সালের জন্য ফেটেল ফেরারির চালক হতে পারে এমন গুঞ্জন বেশ আগে থেকেই শোনা যাচ্ছিল৷ তবে বরাবরই এই গুঞ্জন এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন ফেটেল এবং তাঁর রেড বুল দল৷ ২৫ বছর বয়সি ফেটেলের তৃতীয় ও বর্তমান দল রেড বুল৷ ফরমুলা ওয়ান এর আসরে ফেটেল অভিষেক ঘটান বিএমডাব্লিউ - জাউবার দিয়ে৷ এরপর টোরো রোসো গাড়ি নিয়ে প্রতিযোগিতায় নেমেছিলেন ফেটেল৷ পরে একই প্রতিষ্ঠানের সহযোগী সংস্থা রেড বুলের দলে যোগ দেন তিনি৷

ট্র্যাকে চলছে আলোনসো (সামনে) আর ফেটেলের মধ্যে লড়াইছবি: Getty Images

অন্যদিকে, ৩১ বছর বয়সি দুই বারের বিশ্ব সেরা আলোনসো ফেরারির সাথে চুক্তিবদ্ধ রয়েছেন অন্তত ২০১৬ সালের শেষ পর্যন্ত৷ ফরমুলা ওয়ান আসরে তাঁর পদচারণা শুরু মিনারডি গাড়ি নিয়ে৷ তবে ২০০৭ সালে তিনি ম্যাকলারেন গাড়িতে লুইস হ্যামিল্টনের সঙ্গী হন৷ অবশ্য দুই বারই বিশ্বসেরা হয়েছেন রেনোঁ গাড়ি চালিয়ে৷

ফেটেলের প্রতি আগ্রহ দেখালেও ফেরারি প্রধানের দৃষ্টিতে আলোনসোও কম কিছু নন৷ এ বছর ফেটেলের সাথে পাল্লা দিয়ে রানার্স-আপ হওয়া আলোনসো সম্পর্কে ভূয়সি প্রশংসা করে মন্তেসেমোলো বলেছেন, ‘‘আমি আলোনসোকে নিয়েও খুব খুশি৷ তিনি একজন চালকের চেয়ে বেশি কিছু৷ দলীয় কাজের চেতনায় তিনি খুবই পারদর্শী৷'' তবুও আলোনসোর অনুপস্থিতিতে ফেটেলই যে ফেরারির হাল ধরতে যাচ্ছেন তা অন্তত মন্তেসেমোলোর কথায় বেশ স্পষ্ট হয়ে গেছে৷

এএইচ / আরআই (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ