1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফরমুলা ওয়ান

৩১ ডিসেম্বর ২০১২

ক্রীড়া প্রতিযোগিতা হিসেবে বিশ্বে ‘ফরমুলা ওয়ান’-এর আজকের যে অবস্থান, তার পেছনে যে ক’জন ব্যক্তির অবদান সবচেয়ে বেশি তাঁদের একজন হলেন ব্রিটিশ ব্যবসায়ী বার্নি একেলস্টোন৷ বিশ্বে এফ১-কে জনপ্রিয় করেছেন তিনিই৷

Formula One boss Bernie Ecclestone arrives at the opening gala for the Canadian Grand Prix in Montreal on Thursday, June 7, 2012. (Foto:The Canadian Press, Graham Hughes/AP/dapd)
ছবি: dapd

গত প্রায় চল্লিশ বছর ধরে ফরমুলা ওয়ানের প্রধান কর্তাব্যক্তি বার্নি একেলস্টোন৷ ফরমুলা ওয়ানকে সারা বিশ্বে জনপ্রিয় করে তোলা এবং একে ব্যবসায়িকভাবে সফল করে তুলতে নিরলসভাবে কাজ করে গেছেন তিনি৷

তবে এবার হয়ত দুর্নীতির অভিযোগে তাঁকে ফরমুলা ওয়ান ছেড়ে যেতে হতে পারে৷

জার্মানির একটি আদালতের মামলায় অভিযুক্ত হতে পারেন একেলস্টোন৷ তাঁর অপরাধ, তিনি একজনকে ঘুস দিয়েছেন৷ ‘সিভিসি' নামের মার্কিন যে কোম্পানিটি বর্তমানে ফরমুলা ওয়ানের অন্যতম মালিক, তাদের হয়ে একেলস্টোন জার্মান এক ব্যাংক কর্মকর্তাকে ৪৪ মিলিয়ন ডলার ঘুস দিয়েছেন বলে অভিযোগ৷

গেরহার্ড গ্রিবকোভোস্কি নামের ঐ ব্যাংক কর্মকর্তা ‘বায়ারিশে লান্ডেসবাংক' নামক একটি ব্যাংকে চাকরি করতেন৷ ঐ ব্যাংকটি একসময় ফরমুলা ওয়ানের অন্যতম মালিক ছিল৷ ব্যাংকটি যেন তাদের শেয়ার মার্কিন কোম্পানি সিভিসি'র কাছে বিক্রি করে দেয়, সেজন্য ঘুসের আদান-প্রদান হয়েছিল৷ আর সিভিসি'র হয়ে সেই কাজটি করেছিলেন একেলস্টোন, এমনটাই অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে৷

ছবি: picture-alliance/dpa

এই অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রিবকোভোস্কি এখন কারাদণ্ড ভোগ করছেন৷

ব্রিটিশ পত্রিকা ‘সানডে টেলিগ্রাফ'-কে দেয়া এক সাক্ষাৎকারে একেলস্টোন বলেছেন, ‘‘জার্মান আদালতে যদি আমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় তাহলে সিভিসি হয়ত আমাকে আর চাইবে না৷''

তবে নিজের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে একেলস্টোন বলেছেন, তিনি ঐ ব্যাংক কর্মকর্তাকে টাকা দিয়েছেন ঠিকই, তবে সেটা তাঁর নিজের বিরুদ্ধে থাকা কর বিষয়ক মিথ্যা অভিযোগ বন্ধ করার জন্য – অন্য কোনো কারণে নয়৷

এদিকে, একেলস্টোনের সম্ভাব্য প্রস্থানের বিষয়টি মাথায় রেখে সিভিসি ইতিমধ্যে নতুন লোক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে৷ অর্থাৎ যে কোম্পানির জন্য একেলস্টোন দুর্নীতিতে জড়িয়েছেন বলে অভিযোগ, তারাই এখন একেলস্টোনের বিকল্প খুঁজছে৷

একেই বোধ হয় বলে নিয়তি!

জেডএইচ/ডিজি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ