1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজনরওয়ে

ফরাসি পর্যটক আক্রমণকারী মেরু ভালুককে হত্যা

৯ আগস্ট ২০২২

উত্তর নরওয়ের স্ভেলবার্ড দ্বীপপুঞ্জে এক ফরাসি পর্যটককে আক্রমণ করা একটি শ্বেত ভালুককে মেরে ফেলেছে কর্তৃপক্ষ৷ ভালুকের আক্রমণে ভুক্তভোগীর হাত ক্ষতিগ্রস্ত হয়েছে৷

উত্তর নরওয়ের স্ভেলবার্ড দ্বীপপুঞ্জে এক ফরাসি পর্যটককে আক্রমণ করা একটি শ্বেত ভালুককে মেরে ফেলেছে কর্তৃপক্ষ৷ ভালুকের আক্রমণে ভুক্তভোগীর হাত ক্ষতিগ্রস্ত হয়েছে৷
ছবি: R. de Haas/AGAMI/blickwinkel/picture alliance

নরওয়ের প্রত্যন্ত স্ভালবার্ড দ্বীপপুঞ্জের একটি ক্যাম্পিং সাইটে গত সোমবার ভালুকের আক্রমণে আহত হন এক পর্যটক নারী৷ স্থানীয় প্রশাসন জানিয়েছে তার অবস্থা আশঙ্কাজনক নয়৷ তবে পরবর্তীতে সেই ভালুকটিকে তারা মেরে ফেলেছে৷

স্ভেলবার্ডের মধ্যভাগে স্ভেসলেট্টা নামের একটি জায়গায় ২৫ জনের একটি দলের সঙ্গে ছিলেন ঐ নারী৷ উত্তর নরওয়ের মূল ভূখণ্ড থেকে স্থানটির দূরত্ব প্রায় ৮০০ কিলোমিটার৷

পর্যটককে আক্রমণের খবর ছড়িয়ে পড়লে কর্তৃপক্ষ ঘটনাস্থলে হেলিকপ্টার পাঠায়৷ এসময় ভয়ে দিগ্বিদিক ছুটতে থাকা ভালুকটিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়৷

বরফের ব্যবসার নানা দিক

04:04

This browser does not support the video element.

পরে আহত পর্যটককে হেলিকপ্টারে করে লঙ্গিয়ারবুয়েন হাসপাতালে পাঠানো হয়৷ স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে ঐ নারীর বয়স চল্লিশ এবং তিনি সামান্য আহত বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ৷

এদিকে গুলিতে ভালুকটি গুরুতরভাবে আহত হয়৷ পেশাদারদের মাধ্যমে পরীক্ষার পর সেটিকে ব্যাথা না দিয়ে মেরে ফেলা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷

এক পরিসংখ্যান অনুযায়ী, ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত ১৪টি মেরু ভালুককে গুলি করা হয় বলে জানিয়েছে নররওয়ের সম্প্রচার মাধ্যম এনআরকে৷ আর্কটিক অঞ্চলে ২০ হাজার থেকে ২৫ হাজার মেরু ভালুকের বসবাস৷

এই ভালুকদের আক্রমণে বিভিন্ন সময়ে মানুষের মৃত্যু হয়েছে৷ বিশেষ করে খাদ্যাভাবে অনেক সময় পর্যটকদের শিকারে পরিণত করে তারা৷ ২০১৫ সালে স্ভালবার্ডে এক চেক পর্যটককে তার তাবু থেকে টেনে নিয়ে যায় একটি ভালুক৷ পরে গুলি করে সেটিকে তাড়ানো হয়৷ কর্তৃপক্ষ ভালুকটিকে চিহ্নিত করে মেরে ফেলে৷

এফএস/কেএম (এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ