1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফরাসি পাটিসাপটার কদরও কম নয়!

২৫ অক্টোবর ২০১৮

বাঙালির পাটিসাপটার ফরাসি রূপের নাম ‘ক্রেপ’৷ ফ্রান্সের ব্রিটানি অঞ্চলে নানা উপকরণ দিয়ে নানা স্বাদে এই পদ রান্না হয়৷ আঞ্চলিক বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্য রেখে এই খাদ্য মধ্যযুগ থেকে জনপ্রিয় থেকে গেছে৷

ছবি: Fotolia/Luftbildfotograf

ফ্রান্সের উত্তর-পশ্চিমে ব্রিটানি অঞ্চলের উপকূল উঁচু-নীচু টিলা ও খানাখন্দে ভরা৷ সেখানে বেশিরভাগ মানুষ পেশায় জেলে অথবা চাষি৷ বিশেষ করে গম চাষের কারণে সেখানে ফ্রান্সের বিখ্যাত ‘ক্রেপ’ বা পাটিসাপটার বেশ চল রয়েছে৷ মধ্যযুগীয় ক্যাঁপেয়ার শহরে এমন দোকানে ভিড় লেগেই রয়েছে৷

শহরের অন্যতম পুরানো দোকানের নাম ‘ক্রেপারি দ্যু ফ্রুজি’৷ ওড্রে গিয়াডের ও তাঁর সহকর্মীরা সেই দোকান চালান৷ সেখানে পাটিসাপটা তৈরি করতে নানা ধরনের গম ব্যবহার করা হয়৷ সাধারণ সাদা ময়দা ছাড়াও বজরার মতো শস্যও ব্যবহার করা হয়৷ ‘ব্লে নোয়ার’ বা কালো গমের আটা দিয়ে ‘গালেৎ’ বা ওয়েফার তৈরি হয়৷ ক্রেপ রাঁধুনী ওড্রে গিয়াডের বলেন, ‘‘এখানে লবণ দিয়েছি৷ আমার কাছে নানা রকম আটা-ময়দা রয়েছে৷ ভালো করে মেশাতে হয়৷ তারপর ডিম আর পানি দিতে হয়৷ ভালো করে মাখতে হয়৷ তারপর ক্রেপ তৈরির লোহার পাতের উপর ছড়িয়ে দিতে হয়৷ সেই লোহার তাপমাত্রা ২০০ ডিগ্রি হতে হবে৷ তার আগে তেল বা মাখনের বদলে ডিমের হলুদ অংশ দিয়ে মাখিয়ে নিতে হবে৷’’

ফ্রান্সে ‘পাটিসাপটা পিঠা’

04:33

This browser does not support the video element.

ব্রিটানি অঞ্চলে লবণাক্ত মাখনের ব্যবহার বেশি৷ মাঝে ডিমের পোচ, তারপর চিজ ও হ্যাম৷ তারপর ভাঁজ করে উপরে লবণাক্ত মাখন দিলেই রান্না শেষ৷ ছাগলের দুধ অথবা শেওলা ধরা চিজ, সসেজ, বেকন অথবা শুকরের মাংস – ব্রিটানি অঞ্চলের পাটিসাপটা ও ওয়েফারের মধ্যে নানা রকম স্থানীয় উপকরণ যোগ করা হয়৷ এমন রসালো খাবারের সঙ্গে স্থানীয় মানুষ আপেলের ওয়াইন পান করেন৷

মধ্যযুগেই এই অঞ্চলে বজরা খাওয়া হতো৷ চীন থেকে এই শস্য ফ্রান্সে এসেছিল৷ চাষিরা খুশিমনে তা গ্রহণ করে৷ ব্রিটানি অঞ্চলের রুক্ষ মাটিতে তার ফলনও ভালো হয়৷ ওড্রে গিয়াডের বলেন, ‘‘বজরা বেড়ে উঠতে মাত্র ৩ মাস সময় লাগে৷ এত দ্রুত ফসলের কারণে সেটি বেশ জনপ্রিয় শস্য৷ কাউন্টেস আন দ্য ব্রতাইঁ নিজের উদ্যোগে এই শস্যের ব্যাপক ব্যবহার সম্ভব করেছিলেন৷ তিনি এই অঞ্চলকে উত্তর ও দক্ষিণে বিভক্তও করেছিলেন৷ উত্তরে ক্রেপ ও দক্ষিণে গালেৎ পাওয়া যেতো৷’’

শুধু পর্যটক নয়, ব্রিটানির মানুষও তাঁদের ক্রেপ ও গালেৎ খেতে ভালবাসেন৷ ‘ক্রেপারি দ্যু ফ্রুজি’ দোকানে এসে তাঁরা পছন্দমতো উপকরণ বেছে নিতে পারেন৷ এই পদের দাম কম হওয়ায় অনেকেই একাধিক পাটিসাপটা খেয়ে থাকেন৷ যেমন, শেষ পাতে মিষ্টি ক্রেপ৷ এই দোকানের আবার চকোলেট ও জ্যামের মতো একাধিক স্বাদের নিজস্ব ক্যারামেল সস আছে৷ আছে আরও বেশ কিছু সুস্বাদু পদ৷

এসবি/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ