1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রেসিডেন্টদের ওপর গুপ্তচরবৃত্তি

২৪ জুন ২০১৫

শিরাক, সার্কোজি, ওলঁদ – ফ্রান্সের প্রাক্তন ও বর্তমান প্রেসিডেন্টদের উপর নজরদারি চালিয়ে এসেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এনএসএ – এমন বিস্ফোরক দাবির খবর শুনে উত্তাল সোশ্যাল মিডিয়া৷

Symbolbild NSA-Abhörskandal und Selektorenliste
ছবি: picture-alliance/dpa

এমন দাবি যদি সত্য হয়, তাতে বিস্ময়ের কোনো কারণ আছে কি? টুইটারে এই প্রশ্ন তুলেছেন মারিয়ন মুথিয়ানি সহ অনেকেই৷

আরেকজন লিখেছেন, কাউকে বোকা বানিয়ে লাভ নেই৷ মার্কিন যুক্তরাষ্ট্র এক পরাশক্তি এবং তারা যে কোনো মাত্রায় নিজেদের ক্ষমতা জাহির করবেই৷ তাই এই গুপ্তচরবৃত্তি মোটেই বিস্ময়কর নয়৷

জেমস স্যাভেজ আরও এক ধাপ এগিয়ে লিখেছেন, অ্যামেরিকা অবশ্যই ফরাসি নেতাদের উপর নজরদারি চালিয়েছে৷ ধরে নেওয়া যায় এর বিপরীতটাও ঘটেছে৷

ঠিক একই মন্তব্য করেছেন অলিভার গাসক্যার৷ তাঁর প্রশ্ন, ‘‘কে বলতে পারে ফ্রান্স বারাক ওবামার ওপর আড়ি পাতছে না?''

সবাই সবার উপর গুপ্তচরবৃত্তি চালিয়ে যাচ্ছে – এবার বোধহয় এমন স্বীকারোক্তির সময় এসে গেছে বলে মনে করেন ইয়েমান্ড আন্ডার্স৷

শুধু তর্ক-বিতর্ক ও আলোচনা নয়, গুপ্তচরবৃত্তি নিয়ে হাস্যরসেরও ঘাটতি দেখা যাচ্ছে না৷ যেমন এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘‘ফ্রান্স আড়ি পাতার নিন্দা করছে৷'' সঙ্গে অবশ্য যে ছবিটি পোস্ট করেছেন, সেটি দেখলে না হেসে পারা যায় না৷

এককালে মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘স্ট্যাচু অফ লিবার্টি' উপহার দিয়েছিল ফ্রান্স৷ এবার সেই মূর্তিতে রদবদলের সময় এসে গেছে৷ এমনই একটি ব্যঙ্গচিত্র শেয়ার করেছেন এক ব্যবহারকারী৷

সংকলন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ