1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফার্স্ট লেডির বিরুদ্ধে পিটিশন

৭ আগস্ট ২০১৭

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর স্ত্রীকে ফার্স্ট লেডি হিসেবে আনুষ্ঠানিক পদ দেয়ার বিপক্ষে আবেদন করেছেন দেশটির জনগণ, যাতে স্বাক্ষর করেন ১ লাখ ৮০ হাজার মানুষ৷

ছবি: Reuters/C. Hartmann

নির্বাচিত হওয়ার তিন মাসের মধ্যে প্রেসিডেন্টের জনপ্রিয়তাও ক্রমাগত নিম্নগামী৷

দুই সপ্তাহ আগে এই অনলাইন পিটিশন শুরু করে একটি প্ল্যাটফর্ম, যার নাম চেঞ্জ ডট অর্গ (change.org)৷ সেখানে দাবি জানানো হয়, প্রেসিডেন্টের স্ত্রীকে ফার্স্ট লেডি হিসেবে ভূমিকা পালনের জন্য যেন জনগণের তহবিল থেকে ব্যয় না করা হয়৷ মে মাসে নির্বাচনি প্রচারণা চালানোর সময় মাক্রোঁ স্ত্রী ব্রিগিটেকে আনুষ্ঠানিক পদ দেয়ার অঙ্গীকার করেছিলেন৷ আবেদনে বলা হয়েছে, ‘বর্তমানে ব্রিগিটে মাক্রোঁর একটি টিম রয়েছে, যেখানে তাঁর দুই থেকে তিনজন সহযোগী, দু'জন সহকারী এবং দু'জন নিরাপত্তা এজেন্ট রয়েছে৷ এগুলোই যথেষ্ট৷’

ফ্রান্সে প্রেসিডেন্টের স্ত্রী বা ফার্স্ট লেডির জন্য কোনো আনুষ্ঠানিক পদ নেই৷ প্রেসিডেন্টের স্ত্রীরা কেবল সৌজন্য ভূমিকা পালন করেন, বিশেষ করে প্রেসিডেন্টের আনুষ্ঠানিক সফরগুলোতে৷

৩৯ বছর বয়সি মাক্রোঁর স্ত্রী ব্রিগিটের বয়স ৬৪ বছর৷ মাক্রো বরাবরই বলে আসছেন যে, তাঁর স্ত্রীর জন্য যে পদ সৃষ্টি করা হবে, তা কোনো পাবলিক ফান্ড বা জন-তহবিল থেকে খরচ করা হবে না৷ চেঞ্জ ডট অর্গ বিশেষ করে পিটিশনে উল্লেখ করেছে, জাতীয় পরিষদে একটি নতুন আইন পাস হয়েছে, যেখানে এমপিদের পরিবারের সদস্যদের সহযোগী হিসেবে দায়িত্বে না রাখার উপর নিষেধাজ্ঞা রয়েছে৷ পার্লামেন্ট সদস্যদের বিভিন্ন দুর্নীতির কেলেঙ্কারির পর এই আইনটি পাস হয়৷ যদিও সেখানে প্রেসিডেন্টের কথা উল্লেখ ছিল না৷

এদিকে, পার্লামেন্টে মাক্রোঁর বিরোধী দল এই ঘটনাকে ইস্যু করে বিক্ষোভের পরিকল্পনা করছে৷ তাদের অভিযোগ মাক্রোঁ সেনাখাতসহ অন্যান্য খাতে বাজেট কমিয়ে স্ত্রীর জন্য ব্যয় করছেন৷

শ্রমিক আইন সংস্কার এবং সেনাবাহিনীর বাজেট হ্রাসের কারণে নির্বাচিত হওয়ার তিন মাসেরও কম সময়ের মধ্যে মাক্রোঁর জনপ্রিয়তায় ধস নেমেছে৷

এপিবি/ডিজি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ