1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শৈশবেই ‘পতিতা' ফরিদা

আশীষ চক্রবর্ত্তী৯ জানুয়ারি ২০১৬

ফরিদার বয়স তখন নয় বছর৷ ওই বয়সেই সামান্য টাকার বিনিময়ে তাকে অন্যের হাতে তুলে দেয় বাবা৷ শৈশবেই ফরিদা হয়ে যায় ‘পতিতা'৷ সেই জীবন থেকে অনেক কষ্টে ফিরেছে সে৷ ভিডিওতে দেখুন সেই কাহিনি৷

Symbolbild Human Trafficking
প্রতীকী ছবিছবি: AFP/Getty Images

বাংলাদেশের মেয়ে ফরিদা৷ গ্রামের খুব সাধারণ পরিবারে জন্ম৷ বড় সংসার চালাতে গিয়ে বাবা গলদঘর্ম৷ একদিন রশিদ নামের একজন এসে ফরিদার বাবাকে বলে, ‘‘আপনার এই মেয়েকে আমাকে দিন৷ আমি ওকে নিয়ে যাবো, ও আমার বাসায় থাকবে, কাজটাজ করবে৷'' রাজি হয়ে গেলেন ফরিদার বাবা৷

নয় বছরের মেয়েটিকে নিজের বাড়িতে নিয়ে যায়নি রশিদ৷ সন্তানের বয়সি মেয়েটিকে নিয়ে গেছে দিল্লি৷ সেখানে প্রতিরাতে চলতো ‘ধর্ষণ'৷ রশিদ, ওমপ্রকাশ, মাহতাব....এক সময় পাঁচজন পুলিশও যোগ দেয় শিশুদেহ ভোগের নারকীয় উৎসবে৷ তারপর আরো নতুন নতুন ‘খদ্দের' আসতে থাকে, দারিদ্র্য থেকে মুক্তি পেতে গিয়ে পতিতাবৃত্তির নিগড়ে বাঁধা পড়ে যায় ফরিদা৷

প্রতিরাতের পাশবিক অত্যাচার বেশি দিন সহ্য করতে পারেনি ফরিদা৷ হাসপাতালে যেতে হয় তাকে৷ সেই সুযোগেই মেলে পতিতাবৃত্তি থেকে মুক্তি৷ অবশ্য তখনই স্বাধীন জীবন মেলেনি, মিলেছিল কারাবাস৷ কারমুক্তির পর বড় অভিমান আর ক্ষোভ নিয়ে দেশে ফেরে ফরিদা৷ ক্ষোভটা বেশি বাবার ওপর৷ লেখাপড়া না শিখিয়ে ওই বয়সে মেয়েকে অপরিচিতের হাতে তুলে দিয়ে যে বিপর্যয় ডেকে এনেছিলেন – তার জন্য বাবাকে ক্ষমা করতে পারছিল না ফরিদা৷

অনেকদিন পর ফরিদা যখন বাড়ি ফিরল বাবা তখন আরো বড় সংসারের কর্তা৷ ফরিদা দেখল, তাকে বিক্রি করে বাবা আরো দু'টি বিয়ে করেছে, আরো সাত সন্তানের জনক হয়েছে৷

ইউটিউবে এই ভিডিওটি আপলোড করা হয়েছে ২০১৩ সালের ডিসেম্বরে৷ দু'বছরে ভিডিওটি দেখা হয়েছে ৮ লক্ষ ৮ হাজার ৪৪৫ বার৷

ফরিদার মতো আরো গল্প ছড়িয়ে আছে আমাদের চারপাশে৷ আপনার জানা থাকলে জানান আমাদের, নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ