1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফর্মুলা-ওয়ান

২০ এপ্রিল ২০১২

ফর্মুলা-ওয়ান গ্রঁ প্রি সপ্তাহান্তে শুরুর আগে অস্থির বাহরাইন৷ গত কয়েকদিন ধরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ চলছে বিভিন্ন এলাকায়৷ ফলে বিপদে পড়ছে ফর্মুলা-ওয়ানে অংশ নিতে আসা বিভিন্ন দল৷

A man walks past anti-Formula One graffiti in the village of Barbar, west of Manama April 5, 2012. Former world champion Damon Hill has called on Formula 1 bosses to reconsider going ahead with this month's controversial Bahrain Grand Prix and warned that the sport's image could suffer if the race is held. The graffiti reads, "Boycott F1 in Bahrain, you will race on the blood of martyrs." REUTERS/Hamad I Mohammed (BAHRAIN - Tags: CIVIL UNREST POLITICS SPORT MOTORSPORT) ****Archivbild****
বাহরাইনে ফরমুলা ওয়ান বিরোধী চিত্রকর্মের সামনে দিয়ে হেটে যাচ্ছেন এক পথিকছবি: Reuters

বুধবার রাতে ফোর্স ইন্ডিয়া টিমের গাড়ির কাছেই একটি পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটে৷ গাড়িটি যানজটে আটকে ছিল৷ শোনা যাচ্ছে, এই ঘটনার পর সেদলের দুই সদস্য বাহরাইন ত্যাগ করেছে৷ অবশ্য বিস্ফোরণস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের বরাতে বাহরাইনের কর্তৃপক্ষ দাবি করেছে যে, ফোর্স ইন্ডিয়া দল হামলার লক্ষ্যবস্তু ছিল না এবং এই হামলায় কোন হতাহতের ঘটনা ঘটেনি৷ ফোর্স ইন্ডিয়া'র আগেই বাহরাইন গ্রঁ প্রি'র একটি অংশের প্রতিযোগী দল এমআরএস নিজেদের প্রত্যাহার করে নেয়৷ নিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত সেদলের৷

বাহরাইনের সুন্নি প্রধান শাসক গোষ্ঠীর কাছ থেকে সমঅধিকার আদায়ের দাবিতে শিয়ারা আন্দোলন করছে দীর্ঘ সময় ধরেই৷ সেদেশের মূল বিরোধী গোষ্ঠী আল-ভিয়াক, ফর্মুলা-ওয়ানকে সামনে রেখে সপ্তাহব্যাপী প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছে৷ সেদলের নেতা মাত্তার মাত্তার জানিয়েছেন, গত দুই সপ্তাহ ধরে আমরা লক্ষ্য করছি যে আন্দোলনে আহতের সংখ্যা বাড়ছে৷ একইসঙ্গে গ্রেপ্তার এবং বিভিন্ন বাড়িতে পুলিশের হানাও বেড়েছে৷

বাহরাইনে বিক্ষোভের দৃশ্যছবি: Reuters

সব মিলিয়ে ফর্মুলা-ওয়ানের আগে বাহরাইন ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে৷ রাজধানী মানামাসহ বিভিন্ন এলাকায় বিক্ষুব্ধ আন্দোলনকারীরা রাস্তায় টায়ার পুড়িয়ে, প্রতিবন্ধকতা সৃষ্টি করে ফর্মুলা-ওয়ানের সার্কিটে গাড়ি যেতে বাধা দিচ্ছে৷ সেদেশের সরকার অবশ্য মানামায় প্রতিবাদ-বিক্ষোভ নিষিদ্ধ করেছে৷ একইসঙ্গে জানিয়েছে, ফর্মুলা-ওয়ান রেস চালু রাখা এবং অংশগ্রহণকারী দলগুলো এবং দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করার মত পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে৷ শুক্রবার রেস সংলগ্ন এলাকাগুলোতে পুলিশের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো৷

বাহরাইনে এই অস্থিরতার মাঝেই প্রাকটিস সেশনে ম্যাকলারেন'এর লুইস হ্যামিল্টন সবচেয়ে দ্রুত গতি প্রদর্শন করেছেন৷ এক মিনিট ৩৩.৫২৭ সেকেন্ডে রেস শেষ করেন তিনি৷ মানামা থেকে গাড়িতে আধ ঘণ্টার দূরত্বে অবস্থিত সাকির সার্কিটে প্রাকটিস সেশন অনুষ্ঠিত হয়৷ এই সেশনে দ্বিতীয় হয়েছেন রেড বুল'এর সাবাস্তিয়ান ফেটেল৷ আর তৃতীয় স্থান অর্জন করেন ফোর্স ইন্ডিয়া'র ব্রিটিশ ড্রাইভার পাওয়েল ডি রেস্তা৷

উল্লেখ্য, শিয়াদের আন্দোলনের কারণে গত বছর বাহরাইন গ্রঁ প্রি বাতিল হয়েছিল৷ সেসময় আন্দোলনকারীদের উপর সরকারি দমনপীড়নে ৭০ জনের বেশি ব্যক্তি নিহত হয়৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম, (এএফপি, ডিপিএ)
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ