1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফেটেল আলন্সো’র চার পয়েন্টের মধ্যে

৮ অক্টোবর ২০১২

সুজুকায় জ্যাপানিজ গ্রঁ প্রি’তে প্রথম হয়ে পয়েন্টের তালিকায় নেতৃস্থানীয় ফের্নান্দো আলন্সোর চার পয়েন্টের মধ্যে পৌঁছে গেছেন জার্মানির তথা রেড বুলের সেবাস্টিয়ান ফেটেল৷

ছবি: Reuters

আগের দু'মরশুমের চ্যাম্পিয়ন ফেটেল যখন শনিবার পোল পজিশন নেন, তখনই অনেকের কান খাড়া হয়ে গিয়েছিল৷ কেননা জার্মানির এই তরুণ সূচনায় প্রথম বাঁকটা ছাড়ানোর পরে আর বিশেষ ভুল করেন না৷ সামনে ফাঁকা ট্র্যাক পেলে সেবাস্টিয়ান ফেটেল দুর্ধর্ষ গতিতে তাঁর চক্কর কেটে যান৷ শেষমেষ দেখা যায়, দ্বিতীয় যিনি হয়েছেন, তাঁকে হয়তো বিশ সেকেন্ডে পিছনে ফেলে দিয়েছেন, এবার সুজুকায় যেমন হয়েছে৷

দু'সপ্তাহ আগে সিঙ্গাপুরে জিতেই ফেটেল আন্দাজ দিয়েছিলেন যে, তাঁকে বাদ দিয়ে এবারের চ্যাম্পিয়নশিপের হিসেব করাটা খুব বুদ্ধির কাজ হবে না৷ সুজুকায় জেতার অর্থ, এ'মরশুমে একমাত্র তিনিই পর পর দু'টো রেস জিতলেন৷ আরো পাঁচটি রেস বাকি৷ ফেরারি'র ফের্নান্দো আলন্সোর ১৯৪ পয়েন্ট৷ তার ঠিক পরেই ১৯০ পয়েন্ট নিয়ে ফেটেল৷

সেবাস্টিয়ান ফেটেলছবি: AFP/Getty Images

আলন্সোর কপাল মন্দ বলে কোনো লাভ নেই৷ কারণ ফর্মুলা ওয়ান দৌড়ে গাড়িতে গাড়িতে একটু ঠোকাঠুকি লাগবেই৷ তাই রবিবার প্রথম বাঁকেই কিমি রাইকোনেন'এর লোটাস এসে ধাক্কা মারায় আলন্সোর একটি টায়ার ফেটে যায়৷ সেখানেই তাঁর রেসের অন্ত৷

ওদিকে আলন্সো তাঁর শেষ রেস জিতেছেন গত জুলাই মাসে, জার্মান গ্রঁ প্রি'তে৷ এবং পয়েন্টের তালিকায় তাঁর শীর্ষে থাকার কারণ হলো তাঁর গতিবেগ নয়, বরং একটানা ভালো ফলাফল৷ ফেটেলের তো দেখা যাচ্ছে এখন দু'টোই আবার ফিরে এসেছে৷ সেই সঙ্গে রয়েছে ভাগ্য অথবা ভাগ্যের নিশান৷ গত ১৭ বছরের মধ্যে ১৬ বার যে সুজুকায় জিতেছে, সে চ্যাম্পিয়নশিপও জিতেছে৷ কাজেই ওটাকে প্রায় একটা অমোঘ কানুন বলা চলে৷

ফেটেলের বক্তব্য হল: এটা একটা দীর্ঘ মরশুম, সেই সঙ্গে রয়েছে ‘পাগলা' রেসিং, যাতে কখন যে কি ঘটবে, তা বলা যায় না৷ কাজেই তিনি এখনই তৃতীয়বার চ্যাম্পিয়নশিপ জয় সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি নন৷ তবে ‘‘যদি কোনো রেস সম্পর্কে স্বপ্ন দেখতে হয়, তবে তা এ ধরণের রেস সম্পর্কে''৷

আলন্সো বলেছেন, এর পরের পাঁচটা রেসই হবে যেন পাঁচটা ফাইনাল, ‘এ বিগ ফাইট এভরি টাইম'৷ সুজুকায় দ্বিতীয় হয়ে ব্রাজিলের ফেলিপে মাসা'ও খুশি, কেননা বিগত ৩৫টি দৌড়ে তিনি এই প্রথম মঞ্চে উঠলেন৷

সবচেয়ে খুশি অবশ্যই তৃতীয় স্থান অধিকারী কামুই কোবাইয়াশি, কেননা তিনি জাপানের মানুষ৷ স্বদেশবাসীরা যেভাবে তাঁকে ‘‘কামুই, কামুই'' ডাক দিয়ে অভিনন্দন জানিয়েছে, তাতে তিনি অভিভূত৷

এসি/ডিজি (এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ