ফর্মুলা ওয়ান
১৬ এপ্রিল ২০১২চীনেই জয়যাত্রা শুরু হলো নিকো রোজবার্গ'এর৷ শুধু তাই নয়, ৫৭ বছর পর টিম হিসেবে মার্সিডিজ গাড়ি আবার ফর্মুলা ওয়ান'এর শীর্ষে পৌঁছেছে৷ জয়ের আনন্দে আত্মহারা ২৬ বছর বয়সী রোজবার্গ শ্যাম্পেনের বোতল খুলে সবটাই ঢেলে দিলেন তাঁর টিমের প্রধান নর্বার্ট হাউগ'এর মাথায়৷ তিনিও আবেগ ধরে রাখতে পারছিলেন না৷ বললেন, এই কাপ আমার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না৷ রোজবার্গ'এর বাবা কেকে রোজবার্গও ফর্মুলা ওয়ান বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন৷
১৯৫৫ সালে মার্সিডিজ কোম্পানির খুয়ান মানুয়েল ফাংগিয়ো ফর্মুলা ওয়ান জিতেছিলেন৷ এর মাঝে মার্সিডিজ আর কোম্পানি হিসেবে ফর্মুলা ওয়ান দৌড়ে নামে নি, যদিও অন্য টিম মার্সিডিজ কোম্পানির গাড়ি নিয়ে অনেক পুরস্কার জিতেছে৷ তারপর ২০১০ সালে আবার সার্কিটে ফিরে আসে টিম মার্সিডিজ৷ তার ঠিক দুই বছরের মাথায় এল এই জয়৷
প্রশংসা শোনা যাচ্ছে অন্যান্য টিমের কাছ থেকেও৷ দ্বিতীয় স্থান দখল করা জেনসন বাটন বলেন, চলতি বছরে মার্সিডিজ হয়তো আরও চমক দেখাতে পারে৷ প্রতিযোগিতার দৌড়ে তারা যথেষ্ট শক্তিশালী৷
শাংহাই'এর দৌড়ে রেড বুল টিমের সেবাস্টিয়ান ফেটেল প্রথমে বেশ পিছিয়ে পড়েছিলেন৷ ১১ থেকে শেষ পর্যন্ত পঞ্চম স্থানে আসতে সক্ষম হন তিনি৷ প্রথম রাউন্ডে ১৫ নম্বর স্থান পেয়েছিলেন তিনি৷
শাংহাই রেসিং প্রতিযোগিতার পর ফর্মুলা ওয়ান ব়্যাংকিং'এও কিছু রদবদল দেখা যাচ্ছে৷ ৪৫ পয়েন্ট পেয়ে হ্যামিল্টন বাটন'কে পেছনে ফেলে এগিয়ে গেছেন৷ বাটন'এর পয়েন্ট ৪৩৷ ফ্যার্নান্দো আলোনসো এক ধাক্কায় তৃতীয় স্থানে নেমে গেছেন৷ চতুর্থ স্থানে মার্ক ভেবার, পঞ্চম স্থানে রয়েছেন ফেটেল৷
প্রতিবেদন: সঞ্জীব বর্মন, (ডিপিএ, এসআইডি)
সম্পাদনা: দেবারতি গুহ