1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফর্মুলা ওয়ান

২১ এপ্রিল ২০১২

বাহরাইনে ফর্মুলা ওয়ান রেসিং আবার প্রমাণ করে দিল: যে স্পোর্টই হোক আর যেখানেই হোক, রাজনৈতিক জীবনে, বাস্তব জীবনে যা ঘটছে, তা’ থেকে তার মুক্তি পাবার কোনো উপায় নেই৷

A man walks past anti-Formula One graffiti in the village of Barbar, west of Manama April 5, 2012. Former world champion Damon Hill has called on Formula 1 bosses to reconsider going ahead with this month's controversial Bahrain Grand Prix and warned that the sport's image could suffer if the race is held. The graffiti reads, "Boycott F1 in Bahrain, you will race on the blood of martyrs." REUTERS/Hamad I Mohammed (BAHRAIN - Tags: CIVIL UNREST POLITICS SPORT MOTORSPORT) ****Archivbild****
Bahrain Formel 1 Proteste Archivbildছবি: Reuters

শুক্রবার রাত্রেও বাহরাইনে জনতা-পুলিশ সংঘর্ষ চলেছে৷ তার আগে প্র্যাকটিস সেসনে সার্কিটে গাড়ি ঘুরিয়েছেন ড্রাইভাররা৷ শনিবার কোয়ালিফাইং, রবিবার রেস৷ অথচ যেখানে সাখির গ্রঁ প্রি সার্কিটের চার কিলোমিটারের মধ্যে গাঁয়ে-গাঁয়ে টায়ার জ্বলেছে, বাহরাইনের নৃপতির নাম করে নিপাৎ যাও ধ্বনি দেওয়া হয়েছে, বিক্ষোভকারীরা গায়ে কাফন জড়িয়ে প্রতিবাদ দেখিয়েছেন, সাদা কাফনে লেখা: ‘‘আমি এর পরের শহীদ'' - সেখানে ম্যাকলারেন, মার্সিডিজ, ফোর্স ইন্ডিয়া টিমগুলির কর্মকর্তারা, কিংবা ফর্মুলা ওয়ান'এর সর্বেসর্বা বার্নি একেলস্টোন স্বয়ং কিভাবে পরিস্থিতি সামাল দিচ্ছেন, সেটাও একটা খবর বটে৷

বাহরাইনের যুবরাজ সালমান বিন হামাদ আল-খলিফা শুক্রবারেই বলেছেন, রেস বাতিল করার অর্থ হবে চরমপন্থিদের হাত শক্ত করা৷ তাঁর কাছে এই রেস হল বিভিন্ন সম্প্রদায়ের মানুষদের মধ্যে সেতুবন্ধনের একটা সুযোগ৷ অপরদিকে ফোর্স ইন্ডিয়া তখন ঘোষণা করছে যে, শুক্রবার বিক্ষোভকারীদের আগুনে বোমা তাদের ভ্যানের মাথার উপর দিয়ে উড়ে যাওয়ার পর তারা আর দ্বিতীয় প্র্যাকটিস সেসনে অংশগ্রহণ করবে না, বরং সন্ধ্যা হওয়ার আগেই হোটেলে ফিরে যাবে৷ ওদিকে সাউবার টিমও জানায় যে তাদের একটি অনামাঙ্কিত মিনিবাসও নাকি ফোর্স ইন্ডিয়ার মতো অনুরূপ পরিস্থিতিতে পড়েছিল৷

ফর্মুলা ওয়ান সুপ্রিমো বার্নি একেলস্টোন তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেছেন, ফোর্স ইন্ডিয়া তাদের নিরাপত্তা নিয়ে অতোটা চিন্তিত কেন, সেটা তিনি বুঝতে পারছেন না৷ দরকার হলে তিনি নিজেও তাদের বাসে থাকতে পারেন৷ অন্য টিমদের কাছে তিনি এ'ধরণের কোনো সমস্যার কথা শোনেননি৷ যুবরাজ সালমান অবশ্য স্বীকার করেছেন যে, কিছু কিছু দল নিরাপত্তার ব্যাপার উদ্বিগ্ন, তবে তিনি গ্যারান্টি দিতে পারেন যে, সমস্যা ঘটুক বা না ঘটুক, তার সঙ্গে ফর্মুলা ওয়ান'এর কোনো সংযোগ নেই৷ ফোর্স ইন্ডিয়া যে গোলযোগে জড়িয়ে পড়েছিল, তারও লক্ষ্য ছিল পুলিশ, বলেন প্রিন্স সালমান৷

রেস সার্কিটের বাইরে চলছে বিক্ষোভছবি: picture-alliance/dpa

গতবছর বাহরাইনের সংখ্যাগরিষ্ঠ শিয়ারা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানালে সুন্নি শাসকরা সেই প্রতিবাদ দমন করেন৷ অপরদিকে ফর্মুলা ওয়ান রেসটি বাতিল হয়৷ এ'বছর যা'তে বাহরাইনে গ্রঁ প্রি দৌড়টি অনুষ্ঠিত হয়, সে'জন্য মানামা কর্তৃপক্ষ বিশেষভাবে সচেষ্ট, কেননা শেষমেষ এ'টা বাহরাইনের স্থিতিশীলতা প্রদর্শন করার একটা পন্থা৷ কিন্তু এ'ও সত্য যে, রয়টার্স ও অপরাপর সংবাদ-সংস্থার ক্রীড়া সাংবাদিকদের বাহরাইনে আসার ভিসা দেওয়া হয়েছে, কিন্তু রাজনৈতিক সংবাদদাতাদের দেওয়া হয়নি, বলে জানিয়েছে রয়টার্স৷

মানামায় কড়া নিরাপত্তা৷ সাখির রেস সার্কিটের পথে সাঁজোয়া গাড়ি, প্রধান হাইওয়ের পাশে কাঁটাতার - এ'সব দৃশ্য দেখলে স্পোর্ট আর রাজনীতিকে খুব কাছাকাছি বলে মনে হতে পারে৷ অন্যদিকে ম্যাকলারেন'এর প্রধান মার্টিন হুইটমার্শ, মার্সিডিজ মোটরস্পোর্ট'এর ভাইস প্রেসিডেন্ট নর্বের্ট হাউগ, রেড বুল'এর প্রধান ক্রিস্টিয়ান হর্নার, ফেরারি'র স্তেফানো দমেনিকালি, লোটাস'এর এরিক বুলিয়ের, এমনকি ফোর্স ইন্ডিয়া'র বব ফার্নলে, সকলেই বলেছেন, টিমগুলির মূল উদ্দেশ্য হল মোটর রেসিং৷ ফর্মুলা ওয়ান থেকে রাজনৈতিক ফায়দা তোলার প্রচেষ্টাটা ভুল, বলেছেন হর্নার৷

ফার্নলে কিন্তু এ'ও বলেছেন যে, ফর্মুলা ওয়ান যখন সারা বিশ্বের মিডিয়া'কে বাহরাইনে এনেছে, তখন এই রেস একটা ভালো বিতর্কের মঞ্চ হয়ে উঠতে পারে এবং বাহরাইনে ‘‘নিরাময়ের প্রক্রিয়া''-কে সাহায্য করতে পারে৷ দমেনিকালি যোগ করেছেন, ‘‘যে সংলাপ শুরু হয়েছে, এই স্বল্পসময়ে তার সত্যিই শুভ ফলশ্রুতি হবে, বলে আশা করব৷''

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী (এএফপি, এপি, রয়টার্স)
সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ