1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফলমূল ও শাকসবজিও শিল্পের উপাদান

১১ মে ২০১৮

প্রথা ভেঙে শিল্প বার বার নিত্যনতুন রূপে আত্মপ্রকাশ করে চলে৷ জার্মানির এক ইলাস্ট্রেটর অতি সাধারণ উপকরণ কাজে লাগিয়ে ত্রিমাত্রিক সৃষ্টিকর্মে মেতে থাকেন৷ ডিজিটাল নয়, বাস্তব জগত নিয়ে তাঁর সৃষ্টি গোটা বিশ্বে সমাদৃত হচ্ছে৷

Sprüche über Arbeit und ErholungSmiley gelegt aus den Resten eines Essens, smiley built with the remains of a meal
ছবি: picture alliance

প্রথা ভেঙে শিল্প সৃষ্টি

04:14

This browser does not support the video element.

রবিবার সকালের প্রাতরাশ, তবে কাগজের তৈরি৷ খেলার মার্বেল দিয়ে তৈরি আঙুর৷ শাকসবজি দিয়ে তৈরি মাংস৷ উল বা পশম দিয়ে তৈরি মস্তিষ্ক৷ খাবারদাবার দিয়ে তৈরি আস্ত একটা মাথা৷ জার্মানির অঙ্কনশিল্পী সারা ইলেনব্যার্গার এমন অপ্রত্যাশিত উপকরণ নিয়ে খেলতে ভালবাসেন৷ তাঁর চারিপাশের পরিবেশের প্রায় সবকিছুই তাঁকে প্রেরণা জাগায়, তাঁর সৃষ্টির উপকরণ হয়ে ওঠে৷

বার্লিনে নিজের স্টুডিওর কাছে এক দোকানে গোটা সপ্তাহের বাজারও অনায়াসে তাঁর কাজের অংশ হয়ে পড়ে৷ সারা বলেন, ‘‘আমার সব উপকরণই ভালো লাগে, তবে ফলমূল ও শাকসবজি অনেকদিন ধরে আমার প্রিয়৷ এর অন্যতম কারণ অবশ্যই এগুলির বৈচিত্র্য, উজ্জ্বল রংয়ের বাহার৷ তাছাড়া শেষ পর্যন্ত কী হবে, তা জানা না থাকায় বেশ একটা চমক থাকে৷ মনে রাখতে হবে, এটা অরগ্যানিক উপাদান৷''

বার্লিনের ভেডিং পাড়ায় স্টুডিও৷ সেখানে সারা ইলেনব্যার্গার গ্রাফিক ডিজাইনের চিরায়ত কাঠামো ভেঙেচুরে নতুন ধারা সৃষ্টি করছেন৷ বিজ্ঞাপন, পত্রপত্রিকার প্রতিবেদন অথবা শুধু শিল্পের খাতিরেই তিনি নানা পরিস্থিতি সৃষ্টি করেন৷ কখনোই সেগুলি দ্বিমাত্রিক হয় না৷ তাঁকে থ্রিডি ইলাস্ট্রেটর বলা চলে৷ তিনি শিল্প, গ্রাফিক্স ও ফটোগ্রাফির সীমানায় বিচরণ করেন৷ মূলত অ্যানালগ জগতের জন্যই তিনি কাজ করেন৷ তিনি মিউনিখ শহরে বড় হয়েছেন৷

সারা বলেন, ‘‘সম্ভবত ছোটবেলা থেকেই আমি নানা উপকরণ জুড়ে সৃষ্টির কাজে মেতে উঠি৷ আমি আসলে সেই প্রজন্মের শিশু, যারা প্রায় কোনো টেলিভিশন, কম্পিউটার বা ডিজিটাল জগত ছাড়াই বড় হয়েছে৷ তাই যা ছিল, তাই নিয়ে ভাঙাগড়ার জন্য যথেষ্ট সময় ও জায়গা ছিল৷ মজার কথা, মিউনিখে আমার বাবার একটা রেস্তোরাঁ ছিল৷ তখন আমার বয়স চার বা পাঁচ৷ রেস্তোরাঁর ভাঁড়ার ঘরই ছিল আমার খেলার জায়গা৷ তাই খাবারদাবারের সঙ্গে বরাবরই আমার একটা সংযোগ ছিল৷''

লন্ডনে গ্রাফিক ডিজাইন নিয়ে উচ্চশিক্ষার পর তিনি মিউনিখে তাঁর তৎকালীন বন্ধুর সঙ্গে গয়নার এক ব্র্যান্ড চালু করেন৷ কিন্তু সৃজনশীলতার বিকাশ সেখানেই থেমে যায়৷ তিনি তখন বিভিন্ন পত্রপত্রিকায় নিজের থ্রিডি গ্রাফিক প্রকাশের চেষ্টা করছিলেন৷ সেই কাজে তিনি বিপুল সাফল্যও পান৷ বিশ্বের বিভিন্ন প্রান্তে ম্যাগাজিনের প্রচ্ছদে তাঁর ছবি প্রকাশিত হয়েছে৷ সারা ইলেনব্যার্গার বলেন, ‘‘আমার ধারণা, হাতে করে কিছু ধরতে পারলে এবং সৃষ্টির কাজে নিজস্ব শক্তি তার মধ্যে ঢেলে দিলে তার ফল অসাধারণ হয়৷ সেটি নিখুঁত না হলেও অনেক বেশি মানবিক৷ দ্বিমাত্রিক আদর্শ কম্পিউটার সারফেসের তুলনায় আমার কাছে অনেক বেশি গ্রহণযোগ্য৷''

সারা ইলেনব্যার্গারের শৈলি বড় আকারেও প্রয়োগ করা সম্ভব৷ তিনি জার্মানিতে নিয়মিত ফ্রান্সের ‘অ্যারমেস' ব্র্যান্ডের দোকানের জানালা ডিজাইন করে থাকেন৷ তিনি চ্যালেঞ্জ ভালোবাসেন৷ সব দিক থেকেই তাঁর সৃষ্টিকর্ম দেখতে সুন্দর হোক, সেটাই তিনি চান৷ বড় প্রকল্প রূপায়নের ক্ষেত্রে তিনি সানন্দে শিল্পী ও মিস্ত্রীদের সঙ্গে কাজ করেন৷

সারা ইলেনব্যার্গার গোটা ইউরোপের সবচেয়ে সফল ইলাস্ট্রেটর-দের অন্যতম৷ গোটা বিশ্বে তাঁর অনবদ্য শৈলির বিপুল চাহিদা রয়েছে৷

শ্যারন ব্যারকাল/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ