1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফলাফল ১-১, খেলা ড্র ইস্টবেঙ্গল মোহনবাগানের

৬ ফেব্রুয়ারি ২০১১

ভারতীয় ফুটবল আসর আই-লিগের আজকের ম্যাচ নিয়ে টানটান উত্তেজনা কলকাতায়৷ চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ক্লাব এবং মোহনবাগানের মধ্যে লড়াই৷ ফলে ভারতের ফুটবল প্রেমীদের মন এবং দৃষ্টি দুটোই সল্টলেক স্টেডিয়ামে৷

ইস্টবেঙ্গল, মোহনবাগান, সল্টলেক, স্টেডিয়াম, খেলা, ভারতীয়, ফুটবল, আসর, কলকাতা, Salt Lake, Stadium, Kalkutta, Indien, India, Football, Kolkata
সল্টলেক স্টেডিয়ামে হয়েছে এই খেলাছবি: Picture-Alliance /newscom

একদিকে আসন্ন বিশ্বকাপ ক্রিকেটের আসরে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচটি ইডেন গার্ডেনে না হওয়ার কষ্ট৷ অন্যদিকে আইপিএল আসরে সৌরভ গাঙ্গুলির না থাকা৷ সবমিলিয়ে এসব কষ্টের মাঝে এখন ভারতের ক্রীড়ামোদীদের আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে আজকের ঐতিহাসিক ম্যাচ৷ ফুটবল বোদ্ধাদের মতে, আজ সল্টলেকের মাঠে ছিল লক্ষাধিক দর্শক৷

এমনিতেই ইস্টবেঙ্গল ক্লাব বেশ শক্তিশালী৷ তার ওপর চলতি মৌসুমে বেশ ভালো অবস্থান ধরে রেখেছে৷ ১২ টি খেলা শেষে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইস্ট বেঙ্গল৷ আই-লিগ মৌসুমের এপর্যন্ত প্রতিটি খেলায় অপরাজিত৷ অন্যদিকে, ১৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে মোহন বাগান৷ ব্যবধান বেশ বড় হলেও সল্টলেকে ইস্টবেঙ্গলকে হারানোর স্বপ্ন দেখছিলেন সুভাষ ভৌমিকের দল৷ ওদিকে, জয়ের ধারা বজায় রাখতে পুরো প্রস্তুত ট্রেভর মরগ্যানের ইস্টবেঙ্গল৷ কিন্তু শেষ পর্যন্ত ফল হলো ১-১ গোলে ড্র৷

ইস্টবেঙ্গলকে আজ খেলতে হয়েছে তরুণ স্ট্রাইকার রবিন সিংকে ছাড়াই৷ তাঁর বদলে দলে জায়গা পান আন্তর্জাতিক স্ট্রাইকার সুশীল কুমার সিং৷ অন্যদিকে মোহনবাগান শক্তি বাড়িয়েছিল জাতীয় দলের খেলোয়াড় যোগ করে৷ দলে ছিলেন দীপক কুমার মন্ডল, সুকুমার সিং এবং রাকেশ মাসিহ৷ এছাড়া বিদেশি ত্রয়ী হোসে রামিরেজ ব্যারেটো, চিডি এডে এবং সুবাইর মুরিতালা আলির উপস্থিতি দলের মনোবল আরো বাড়িয়েছিল৷

প্রতিবেদন : হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ