1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফল পুনর্মূল্যায়নের দাবিতে ঢাকা বোর্ড কার্যালয়ে বিক্ষোভ

২০ অক্টোবর ২০২৪

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবিতে ঢাকা শিক্ষা বোর্ড কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে পরীক্ষার্থীদের একটি অংশ৷

ঢাকা বোর্ডের সামনে বিক্ষোভ
বিক্ষোভকারীদের অভিযোগ, বিষয় ম্যাপিংয়ের ত্রুটি এবং উত্তরপত্রের সঠিক মূল্যায়ন না হওয়ায় গ্রেডিং অন্যায্য হয়েছেছবি: DW

রোববার দুপুরে ফলাফল বৈষম্যমূলক হয়েছে দাবি করে ‘এইচএসসি ব্যাচ ২০২৪’ ব্যানারে একদল শিক্ষার্থী শিক্ষাবোর্ড কার্যালয়ে প্রবেশ করেন৷ এসময় তাদের কেউ কেউ কার্যালয়ের বিভিন্ন কক্ষের চেয়ারটেবিলও ভাঙচুর করেন বলে জানা গেছে৷ শিক্ষার্থীরা অবশ্য শিক্ষা বোর্ডের ভেতরে তাদের উপর হামলা হয়েছে বলে দাবি করেছেন৷ 

বোর্ড কর্মকর্তাদের বরাতে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার দ্য ডেইলি স্টারের খবরে বলা হয়, দুপুর ১টার দিকে তারা বোর্ড কার্যালয়ের ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে৷ এরপর শিক্ষার্থীরা কার্যালয় চত্বরে ঢুকে ভেতরে বিভিন্ন কক্ষের টেবিল-চেয়ার ভাঙচুর করে৷ পরে পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পুলিশ ও সেনা মোতায়েন করা হয়৷

রোববার ঢাকা শিক্ষা বোর্ড কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে পরীক্ষার্থীদের একটি অংশছবি: DW

গত ১৫ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়৷ ফলাফল বৈষম্যমূলক হয়েছে দাবি করে ‘এইচএসসি ব্যাচ ২০২৪' ব্যানারে একদল শিক্ষার্থী দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়৷ পরে তারা ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের দিকে মিছিল নিয়ে যায়৷ বিক্ষোভরত শিক্ষার্থীরা তাদের গ্রেড পুনর্মূল্যায়নের আহ্বান জানিয়েছে৷

জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও পরবর্তী পরিস্থিতিতে ঢাকা শিক্ষা বোর্ডে এইচএসসির সাতটি পরীক্ষা অনুষ্ঠিত হয়৷ কিন্তু সিলেট বোর্ডে পরীক্ষা হয় মাত্র তিনটি৷ এ অবস্থায় পরীক্ষার ফল নিয়ে প্রশ্ন তোলেন শিক্ষার্থীরা৷

ফলাফল পুনর্মূল্যায়ন না হওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে বলে বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা জানিয়েছেন৷

আরআর/জেডএ (দ্য ডেইলি স্টার)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ