1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফাঁকা ঢাকার বিনোদন আর ঈদের ক্রিকেট

হারুন উর রশীদ স্বপন ঢাকা
৪ জুন ২০১৯

ঈদের বিনোদন বলতে শিশুদের নিয়ে মা-বাবার বিনোদনের স্পটগুলোতে ঘুরে বেড়ানো৷ টিভিতে ঈদের অনুষ্ঠান দেখা৷ এখন কিছু স্পোর্টস জোনও হয়েছে শিশুদের৷ যোগ হয়েছে ক্রিকেট বিশ্বকাপ৷ সবার উপরে ফাঁকা ঢাকাই নাকি বড় বিনোদন৷

Bangladesch Dhaka Rückreise Stadtbewohner Eid-ul-Fitr Fest
ছবি: DW/M. Rahman

শিশুদের জন্য ঢাকায় শিশু পার্ক ছাড়া আর কোনো তেমন বিনোদন কেন্দ্র নাই৷ ঢাকার আশপাশে বেসরকারি উদ্যোগে গড়ে উঠেছে কয়েকটি থিম পার্ক৷ আর ঢাকায় রয়েছে বেশ কিছু ইনডোর স্পোর্টস জোন, যা অনেক খরচের ব্যাপার৷ এর বাইরে সংসদ ভবন এলাকা ও চন্দ্রিমা উদ্যানেও ঈদে ভিড় করেন নগরাসী৷

ঈদে যে ঢাকা ফাঁকা থাকে এটাই ঈদের বড় বিনোদন: ফাহমিদা আক্তার

This browser does not support the audio element.

ঢাকার মোহাম্মদপুরের ফাহমিদা আক্তার অবশ্য ঈদের সময় স্বামী-সন্তান নিয়ে বন্ধু-বান্ধব ও আত্মীয় স্বজনের বাসায় যেতেই পছন্দ করেন৷ তিনি বলেন, ‘‘এই সময়টাতে ঢাকার রাস্তা ঘাট ফাঁকা থাকে৷ যানজট থাকে না৷ ফলে দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়৷ আমি তাই এই সময়টি বেছে নিই সবার বাসায় যাওয়ার জন্য৷ আমার কাছে মনে হয় ঈদে যে ঢাকা ফাঁকা থাকে এটাই ঈদের বড় বিনোদন৷''

তিনি বলেন,‘এই সময়ে সন্তানদের নিয়ে বিনোদন কেন্দ্র বা পার্কে আমি সাধারণত যাই না৷ কারণ ওই সব জায়গায় প্রচন্ড ভিড় থাকে৷''

তবে শিশুদের আবেদনকে উপেক্ষা করতে পারেন না অনেকেই৷ ধানমন্ডির রফিকুল ইসলাম বলেন,‘ঈদে ঢাকায়ই আছি৷ আর সারাবছর যেহেতু বাচ্চাদের নিয়ে তেমন কোথাও যেতে পারি না তাই ঈদের সময় ওদের নিয়ে পার্কে যাই৷ স্পোর্টস জোনে যাই৷ ওরা উপভোগ করে৷ এই সময়ে চলাচলও সহজ রাস্তা ফাঁকা থাকে৷ সেই সুযোগটি কাজে লাগাই৷''

ঈদের সময় ফাঁকা রাস্তায় দল বেধে মটরবাইক চালাই, এটা আমাদের বিনোদন:জেসমিন লিপি

This browser does not support the audio element.

ঢাকার ফাঁকা রাস্তায়ও ঘুরে বেড়াতে পছন্দ করেন অনেকে৷ কেউ রিক্সায় ঘোরেন, কেউবা গাড়িতে আবার ঢাকায় এখন বাই সাইকেল ব্যবহার বাড়ছে৷ বাই সাইকেলেও ঘোরেন নারী মটরবাইক চালক গত কয়েক বছর ধরে বাড়ছে৷ বিশেষ করে স্কুটি চালক নারী ঢাকায় এখন প্রায়ই চোখে পড়ে৷ সেরকমই এক নারী জেসমিন লিপি৷ তিনি বলেন,‘আমরা যারা স্কুটি বা মোটর বাইক চালাই তারা ঈদের সময় ঢাকার ফাঁকা রাস্তায় দল বেধে মটরবাইক চালাই৷এটাকে আমরা বিনোদন হিসেবে নিই৷ কারণ সারা বছর ট্রাফিক জ্যাম থাকে৷ অনেক সময় অপ্রীতিকর অবস্থার মুখোমুখি হই৷ এই সময়টায় আমরা যেন স্বাধীন। আমরা যারা স্কুটি চালাই তাদের একটা সংগঠনও আছে৷ ঈদের পরদিন আমরা  এক জয়াগায় মিলিত হবো৷ দল বেধে মটরসাইকেল চালাবো৷''

তিনি আরেক প্রশ্নের জবাবে বলেন,‘এখন আর আগের মত টিভিতে ঈদের সিনেমা নাটক দেখার আগ্রহ কমে গেছে, কারণ খুব বেশি বিজ্ঞাপন দেয়া হয়৷ এই সময়টায় ট্রাফিক জ্যাম না থাকায় সহজে চলাফেরা করা যায়, ঘোরাঘুরি করা যায় তাই ঘরে বসে টিভি বিনোদনে আগ্রহ পাই না৷''

এবার চাঁদরাতে বাংলাদেশ-নিউজিল্যান্ড ক্রিকেট ম্যাচ তাই অনেকেই এবার এই ম্যাচেই বুঁদ হয়ে থাকবেন৷ বিশ্বকাপের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকাকে হারিয়ে বাংলাদেশ দারুন সূচনা করেছে আর তাতে বাংলাদেশ ক্রিকেট জ্বর এখন তুঙ্গে৷ আশা এবার বাংলাদেশের বিশ্বকাপ জয়ের৷ লালমাটিয়ার সুমন আহেদ সাবির বলেন,‘এবার ঈদটা বিশ্বকাপ ক্রিকেটের কারণে অন্যরকম ঈদের দিন সন্ধ্যার পর আমি আর বাইরে থাকবোনা৷ বাংলাদেশের খেলা দেখব৷ এই ম্যাচেও যদি আমরা জিতে যাই তাহলে সেটা হবে এই ঈদের সবচেয়ে বড় আনন্দ৷ আমি এটা কোনোভাবেই মিস করতে চাইনা৷''

বাংলাদেশ এক ম্যাচে জিতে যাওয়ায় আনন্দিত ,ঈদেরদিন ডাবল আনন্দের অপেক্ষায় আছি: সুমন জাহিদ

This browser does not support the audio element.

ঈদের আগে ক্রিকেট, ঈদের পরে ক্রিকেট৷ ক্রিকেট ভক্ত সুমন জাহিদ বলেন,‘এবার ঈদতো ক্রিকেটময়৷ আমরা এরইমধ্যে বাংলাদেশ এক ম্যাচে জিতে যাওয়ায় আগাম ঈদের আনন্দ পেয়েছি৷ এখন ডাবল আনন্দের অপেক্ষায় আছি ঈদের দিন৷''

ঢাকার বিনোদনের স্পটগুলো নতুন করে সাজানো হয়েছে৷ বিশেষ করে ঢাকার আশপাশে বেসরকারি বিনোদন পার্কের রাইড ও গেমগুলো নতুনভাবে প্রস্তুত করা হয়েছে৷ ঢাকায় শিশুদের জন্য ইনডোর  প্লে জোনগুলোও ঈদের জন্য পুরোপুরি প্রস্তুত৷ ঈদের দিন ঢাকা শিশুপার্কে একটি নির্দিষ্ট সময়ে পথশিশুদের ফ্রি বিনোদনের সুযোগ  দেয়া হয়েছে৷ চিড়িয়াখানাও প্রস্তুত৷

ঈদে আমরা নতুন দু’টি রাইড সংযোজন করেছি,ফ্যামিলি প্যাকেজও দিচ্ছি: মাহফুজুর রহমান

This browser does not support the audio element.

ফ্যান্টাসি কিংডম-এর ম্যানেজার মাহফুজুর রহমান জানান,‘ঈদে আমরা নতুন দু'টি রাইড সংযোজন করেছি৷ এ্যাক্রোবেট শোসহ নানা শো-এর আয়োজন করেছি৷ আর ভিজিটরদের টিকেটের ওপর থাকছে নানা পুরস্কার৷ আমরা ফ্যামিলি প্যাকেজও দিচ্ছি৷ নিরাপত্তার দিকটিতেও আমরা নজর রেখেছি৷''

ঈদ বিনোদনে  এখন রিসোর্টগুলোও নতুন মাত্রা যোগ করেছে৷ অনেকে পুরো পরিবার নিয়ে ঈদের পরে রিসোর্টে চলে যান৷ তা ঢাকার আশপাশে অথবা দূরে কোথাও৷ কেউ চলে যান কক্সবাজার বা কুয়াকাটা৷ প্রতিবছরই ঈদের সময় কক্সবাজার ও কুয়াকাটায় অনেক ভিড় হয়৷

ফাঁকা ঢাকার বিনোদন বিপদও ডেকে আনতে পারে, দু:খজনক ঘটনাও ঘটে: আবদুল্লাহ আল মামুন

This browser does not support the audio element.

সেভ দ্য চিলড্রেনের চাইল্ড রাইটস গভর্নেন্স অ্যান্ড চাইল্ড প্রোটেকশন বিভাগের পরিচালক পরিচালক আবদুল্লাহ আল মামুন ডয়চে ভেলেকে বলেন,‘ঢাকায় শিশুদের বিনোদনের জায়গা খুব কম৷ তারপরও ঈদে যেহেতু ঢাকা ফাঁকা হয়ে যায়৷ অর্ধেকেরও বেশি মানুষ ঢাকা ছাড়েন । তাই শিশুদের বিনোদনের সুযোগ বাড়ে৷ কিন্তু এই সময়ে বিনোদন কেন্দ্রগুলোতে, পার্কে শিশুরা নানা হয়রানির শিকার হতে পারে৷ তাই অভিভাবকদের খেয়াল রাখতে হবে৷ একই সাথে প্লে জোন শিশুদের জন্য কতটা উপযোগী তাও জানতে হবে৷ গেমগুলো শিশুদের উপযোগী কিনা, পরিবেশ ভালো কিনা তা দেখতে হবে৷''

তার মনে,‘জোন গুলোতে যে ফাস্ট মিউজিক বাজানো হয় তা শিশুদের জন্য ক্ষতিকর খাবার নিয়েও প্রশ্ন আছে৷''

তিনি আরেক প্রশ্নের জবাবে বলেন,‘ফাঁকা ঢাকার বিনোদন বিপদও ডেকে আনতে পারে৷ ফাঁকা রাস্তায় জোরে মটরবাইক বা গাড়ি চালানোর কারণে বিনোদন ঝুঁকি তৈরি হয় , দুঃখজনক ঘটনা ঘটে৷''

এবার ঈদে মাত্র তিনটি নতুন সিনেমা মুক্তি পাচ্ছে৷ আর পত্রিকাগুলো ঈদ সংখ্যাও বের করেছে৷ রূপালি পর্দাতেও ঈদের বিনোদন খুঁজে পাবেন কেউ কেউ৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ