1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফাঁসির রায় চান ব্লগাররা

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৬ ফেব্রুয়ারি ২০১৩

কাদের মোল্লার ফাঁসির দাবিতে ঢাকার শাহবাগে ব্লগারদের সমবাশ এখন সব মানুষের সমাবেশে পরিণত হয়েছে৷ মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, সংস্কৃতিক কর্মী, সাধারণ মানুষ সবাই যোগ দিচ্ছেন এই অভূতপূর্ব সম্মিলনে৷

Feb. 6, 2013 - Dhaka, Bangladesh - Dhaka, Bangladesh- A Top shoots at Shahbag area during the protest against Mollah Vardict. Bangladeshi bloggers and online activist network and people from all walks of life are continuing their sit-in at Shahbagh intersection in the capital for the second consecutive day on Wednesday 06 February,2013. They protest and demand the awarding of life sentence to Quader Mollah and to demand capital punishment to the notorious war criminal.
ছবি: picture alliance/ZUMA Press

মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হয়ে শাহবাগের সমাবেশ ক্রমেই বিস্তৃত হচ্ছে৷ চারদিকে রাস্তা ছাপিয়ে তা ছড়িয়ে যাচ্ছে অলিতে গলিতে৷ আর সব শ্রেণির মানুষ জাতীয় পতাকা, ব্যানার ও মিছিল নিয়ে যোগ দিচ্ছেন সমাবেশে৷ সংস্কৃতিক কর্মীরা গান গাইছেন৷ ফাঁসির মঞ্চ বানানো হয়েছে৷ আর সেখানে স্থাপন করা হয়েছে কাদের মোল্লার কুশপুত্তলিকা৷ তরুণ-তরুণীদের কথা, তাঁরা যাবজ্জীবন মানেন না৷ কাদের মোল্লাকে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি দিতেই হবে৷

তাঁরা প্রশ্ন করেন, ক'টা হত্যাকাণ্ড ঘটালে একজন অপরাধীর ফাঁসি হবে? কতটা রক্ত নিলে একজন যুদ্ধাপরাধী যুদ্ধাপরাধী হবে?

এই সমাবেশে এসে একাত্মতা প্রকাশ করেছেন সরকারের মন্ত্রী, রাজনৈতিক নেতা, লেখক সাংবাদিক সবাই৷ তাঁদেরও কথা, এই রায় মানা যায় না, মেনে নেয়া হবে না৷ তাঁরা বলেন, সরকারের কোনো নমনীয় মনোভাব গ্রহণ করবে না জাতি৷

সুশীল সমাজসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ তরুণ ব্লগারদের ডাকা এই সমাবেশে যোগ দিয়ে অভিভূত হন৷ তাঁদের কথা, এই জাগরণ গণজাগরণে পরিণত হবে৷ আর তরুণরাই পারবে যুদ্ধাপরাধীদের প্রাপ্য বিচার আদায় করতে৷ তাঁরা যখন জেগেছে, তখন এর ফল আসবেই৷

ব্লগাররা জানিয়েছেন, তাঁদের এই সমাবেশ দাবি আদায় না হওয়া পর্যন্ত চলতেই থাকবে৷ সারা দেশ থেকে মানুষ এখানে আসবেন৷ তাঁরা ব্লগ, ফেসবুকের পর এখন মোবাইল ফোন মারফতও ‘ম্যাসেজ' দিচ্ছেন৷ খবর দিচ্ছেন জাতিকে সমবেত হতে, ঐক্যবদ্ধ হতে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ