ফাইনালে উঠলেন ভারতের সানিয়া মির্জা আর সোমদেব
৮ অক্টোবর ২০১০এই দুই জনের ফাইনালে উঠে যাবার বিষয়টিতে স্থানীয় সংবাদমাধ্যমগুলোর মন্তব্য ‘আরও অন্তত দুটি রৌপ্য পদক নিশ্চিত করলো ভারত'৷
টেনিস খেলোয়াড় সোমদেবের বিশ্ব ব়্যাংকিং ৯৭ আর দীর্ঘদিন ফর্মে না থাকা সানিয়ার ১৩১৷ সোমদেব ফাইনালে মুখোমুখি হচ্ছেন অস্ট্রেলিয়ার গ্রেগ জোনসের৷ অপরদিকে, সানিয়ার প্রতিপক্ষ দুই অস্ট্রেলিয় খেলোয়াড় আনাস্তাসিয়া রডিওনোভা এবং স্যালি পিয়ার্সের মধ্যে খেলায় যিনি জিতবেন তিনি৷
সেমিফাইনালে সানিয়ার প্রতিপক্ষও ছিলেন অস্ট্রেলিয়ার তরুণী খেলোয়াড় অলিভিয়া রগওসকা৷ তাঁকে সানিয়া হারিয়েছেন ১-৬, ৬-৪ ৬-৬ সেটে৷ ১ ঘণ্টা ৫৫ মিনিটের এই খেলাটি হয়েছে নতুন দিল্লির আর কে খান্না টেনিস স্টেডিয়ামে৷
সেখানে দর্শক সারিতে ছিলেন সানিয়ার স্বামী, পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক৷ এ ছাড়া ছিলেন দুই পরিবারের সদস্যরাও৷ অসংখ্য সমর্থকের হর্ষধ্বনির মাঝে সানিয়া নিশ্চিত করলেন তাঁর ফাইনালে প্রবেশ৷
নিজের জয়টি ছিনিয়ে নিয়ে তিনি সাংবাদিকদের কাছে জানালেন, ‘‘আমি আবার ফিরে আসছি৷ এটাই হচ্ছে সবচেয়ে সুখের বিষয়৷'' অবশ্য দিল্লিতে চলতে থাকা কমনওয়েলথ গেমসের আসরকে নিয়ে সানিয়া মির্জা বেশ আশাবাদ ব্যক্ত করে আসছিলেন আগে থেকেই৷
অপরদিকে, সোমদেব দেববর্মন সেমি ফাইনালে খেলেছেন অস্টেলিয় নাগরিক ম্যাট এবডেনের বিপক্ষে৷ এই ‘অসি'কে তিনি হারিয়েছেন ৬-৩, ৬-১ সেটে৷
প্রতিবেদন: সাগর সরওয়ার
সম্পাদনা: সঞ্জীব বর্মন