শুধু ম্যার্কেল নন, জার্মান প্রেসিডেন্ট ইওয়াখিম গাউকও যাচ্ছেন রিও ডি জানিরোতে৷ বুধবার তাঁর অফিস নিশ্চিত করেছে এই তথ্য৷
বলা বাহুল্য, জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের ফুটবল খেলা দেখতে যাওয়া এটাই প্রথম নয়৷ তাঁকে বরং বিবেচনা করা হয় জাতীয় দলের এক নম্বর ভক্ত হিসেবে৷ জার্মান দলের খেলা দেখতে তিনি মাঝেমধ্যেই উড়ে যান বিভিন্ন দেশে৷ এমনকি ড্রেসিং রুমে গিয়ে দলের খেলোয়াড়দের উৎসাহও যোগান তিনি৷ চলতি বিশ্বকাপে পর্তুগালের বিপক্ষে জার্মানির খেলার সময় গ্যালারিতে ছিলেন ম্যার্কেল৷ সে ম্যাচে পর্তুগিজদের ৪-০ গোলে হারায় তিনবারের বিশ্বকাপ জয়ীরা৷
পুরো বিশ্ব এখন বিশ্বকাপে বুঁদ৷ খেলোয়াড়দের মাঠের লড়াই কেবল গ্যালারিকেই রঙিন করছে না, হাজার মাইল দূরে বড় পর্দার সামনেও চলছে সমর্থকদের কান্না হাসির খেলা৷
ছবি: picture-alliance/APদেশের মাটিতে বিশ্বকাপ, গ্যালরিতে ব্রাজিলীয় এই তরুণীর সর্বাঙ্গে তাই জাতীয় পতাকার রঙ৷ প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে হারিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করেছে ব্রাজিল৷
ছবি: picture-alliance/dpaনিজের দেশের প্রথম ম্যাচ দেখতে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল উড়ে গিয়েছিলেন ব্রাজিলে৷ পর্তুগালের বিপক্ষে মাঠে নেমে জার্মান ছেলেরা তাঁকে উপহার দিয়েছে ৪-০ গোলের জয়৷
ছবি: Fabrice Coffrini/AFP/Getty Imagesআর্জেন্টিনার বিশ্বকাপ স্বপ্ন কাঁধে নিয়ে বলের পিছে লিওনেল মেসি৷ আর ভক্তরা তাঁকে রেখেছে মাথায় করে৷ বসনিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে গোল করে ভক্তদের মন রেখেছেন তিনি৷
ছবি: Getty Imagesসেরার মুকুট ধরে রাখার লক্ষ্য নিয়ে ব্রাজিলে গেছে স্পেন৷ কিন্তু প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৫ গোল খাওয়ার পর মাদ্রিদে জায়ান্ট স্ক্রিনের সামনে খেলা দেখতে বসা এই স্প্যানিশ সমর্থকদের চোখেমুখে কেবলই হতাশা৷
ছবি: Dani Pozo/AFP/Getty Imagesবিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে লজ্জায় ডুবিয়ে বিশ্বকাপ অভিযাত্রা শুরু করেছে নেদারল্যান্ডস৷ কেবল স্টেডিয়াম নয়, রিওর কোপাকাবানা সৈকতও সেই জয়ের আনন্দে হয়ে উঠেছে কমলা৷
ছবি: Reutersশেষ পর্যন্ত ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েই শুরু হয়েছে ইটালির বিশ্বকাপ অভিযাত্রা৷ তবে বিশ্বকাপ বলে কথা! ইটালির এই সমর্থকের মুখে পতাকার রঙের প্রলেপ সেই টেনশন চাপা দিতে পারেনি৷
ছবি: picture-alliance/dpaদক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের দুঃস্বপ্ন পেছনে ফেলে ব্রাজিলের মাটিতে প্রথম ম্যাচে হন্ডুরাসকে ৩-০ গোলে হারিয়েছে ফ্রান্স৷ খেলোয়াড়দের উৎসাহ যোগাতে এই ফরাসি সমর্থক মাঠে এসেছিলেন ভাইকিং সাজে৷
ছবি: Getty Imagesবড় পর্দায় বিশ্বকাপ চলছে টোকিও ডোমের সামনেও৷ তবে আইভরি কোস্টের বিপক্ষে প্রথম ম্যাচে সমর্থকদের জয় উপহার দিতে পারেনি জাপানি খেলোয়াড়রা৷
ছবি: Getty Imagesক্যামেরুনের বিপক্ষে নিজের দেশের প্রথম ম্যাচ দেখতে পুরো স্বদেশকে যেন সঙ্গে করে নিয়ে এসেছিলেন এই মেক্সিকান সমর্থক৷ শেষ পর্যন্ত জয় নিয়েই গ্যালারি ছেড়েছেন তিনি৷
ছবি: Reutersগত ১২ জুন আরেনা দে সাও পাওলোতে বিশ্বকাপের উদ্বোধনে জাঁকজমকের কমতি ছিল না৷ তবে আমেরিকান ব়্যাপার পিটবুল ও জেনিফার লোপেজের কণ্ঠে বিশ্বকাপের গান ‘ওলে ওলা’ সাম্বার দেশের দর্শকদের মন ভরাতে পারেনি৷
ছবি: Getty Imagesশেষ হাসি কে হাসবে তা দেখতে পার করতে হবে টান টান উত্তেজনার একটি মাস৷ তবে গ্রিসের বিপক্ষে নিজের প্রথম ম্যাচে জয়ের দিনে গ্যালারিতে দাঁড়িয়ে বিশ্বকাপের রেপ্লিকায় চুমু খেয়ে নিচ্ছেন কলাম্বিয়ার এই সমর্থক৷
ছবি: picture-alliance/AP এদিকে, মঙ্গলবার রাতে খেলার মাঠে এবং বাইরে রেকর্ডের পাহাড় গড়েছে জার্মান জাতীয় দল৷ বিশ্বকাপের সেমিফাইনালে সবচেয়ে বেশি গোলে জয়ের রেকর্ড, বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করার ক্লোজের রেকর্ডের পাশাপাশি টোনি ক্রোস রেকর্ড গড়েছেন টুইটারে৷ তাঁর করা প্রথম গোলটির পর এক মিনিটে টুইটারে পোস্টের সংখ্যা ছিল ৪৯৭,৪২৫! আর ক্রোস তাঁর দ্বিতীয় গোল করার পর টুইটের সংখ্যা ছিল ৫০৮,৬০১৷
সাকুল্যে ব্রাজিল এবং জার্মানির মধ্যকার খেলা নিয়ে টুইটের সংখ্যা ৩৫ দশমিক ৬ মিলিয়ন৷ এর আগে কোনো একক ম্যাচ নিয়ে এত টুইটের ঘটনা ঘটেনি৷ ফলে টুইটারেও নতুন রেকর্ড গড়ল জার্মানি-ব্রাজিল ম্যাচটি৷ সাইটটিতে যার নাম সবচেয়ে বেশি এসেছে, তিনি হচ্ছেন ম্যুলার৷ আর তাঁর পরেই রয়েছেন ক্রোস এবং ক্লোজে৷
পিছিয়ে নেই ফেসবুকও৷ বিশ্বের সবচেয়ে বড় এই সামাজিক যোগাযোগ সাইটটির জার্মান অফিস জানিয়েছে, ‘‘বিশ্বকাপের অন্যান্য যে-কোনো খেলার চেয়ে মঙ্গলবার রাতের খেলা নিয়ে ‘ইন্টাব়্যাকশন' ছিল সবচেয়ে বেশি৷''
জার্মান জাতীয় দলের পাশাপাশি সামাজিক যোগাযোগ সাইটগুলোও এখন রবিবারের জন্য প্রস্তুতি নিচ্ছে৷ বিশ্বকাপ ফাইনাল হয়ত ফেসবুক ইন্টাব়্যাকশন কিংবা টুইটের রেকর্ড ভেঙে দিতে পারে৷ তবে বিষয়টি অনেকটাই নির্ভর করছে খেলার উপর৷ সেমিফাইনালের মতো ফাইনালেও যদি জার্মানি এমন বিধ্বংসী মুডে চলে যায় তাহলে নতুন আরো রেকর্ড তৈরি হবে বৈ কি!