1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফান গখের শিল্পকর্মে ডুব দেয়া

৮ মে ২০১৯

আপনি যদি কখনো ফান গখের ‘স্টারি নাইট' বা তারকাময় রাতে হাঁটার চিন্তা করে থাকেন, তাহলে এটাই সুযোগ৷ প্যারিসের এক প্রদর্শনীতে এই ডাচ শিল্পীর শিল্পকর্মগুলোকে জীবন্ত করে তোলা হয়েছে৷ চলুন দেখা যাক৷

Vincent van Gogh
ছবি: Imago/Cinema Publishers Collection

দেখলে মনে হবে যেন ভিনসেন্ট ফান গখ আমাদের কিছু বলতে চাইছেন৷ সেখানে দর্শকরা দৃশ্যত ‘স্টারি নাইট'-এর মাঝে হেঁটে চলেছেন৷ ফান গখের ১৮৮৯ সালের সেরা শিল্পকর্ম ‘লা নুই এতোয়াল'-এর নামেই প্যারিসের ‘আটেলিয়ে দে লুমিয়ে'-য় আয়োজিত মাল্টিমিডিয়া প্রদর্শনীর নামকরণ করা হয়েছে৷

মিকায়েল কুজিগু সাবেক এক ধাতু কারখানার মধ্যে তৈরি এই ডিজিটাল কালচার সেন্টারের পরিচালক৷ কালচারাল এজেন্সি ‘কালচারাল স্পেস' ডাচ শিল্পীর শিল্পকর্মের মধ্যে দর্শকদের নিমজ্জিত করতে দীর্ঘদিন ধরে পরীক্ষানিরীক্ষা চালাচ্ছিল৷ তিনি বলেন,‘‘কালচারাল স্পেস এমিয়েক্স নামে একটি নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছে৷ এক্ষেত্রে ধারণাটি হচ্ছে শিল্পকর্মকে সংগীতের সঙ্গে সম্পৃক্ত করা৷ এভাবে একটি ভার্চুয়াল রিয়ালিটি তৈরি করা হয় যেখানে ফান গখের শিল্পকর্মকে এক অনন্য উপায়ে উপভোগ করা যায়৷'' 

এই কাজ করতে ১৪০টি ভিডিও প্রোজেক্টর ব্যবহার করে ৩,৩০০ বর্গ মিটার জুড়ে প্রজেকশনের জায়গা আলোকিত করা হয়েছে৷ এখানে পাঁচ হাজার পেইন্টিং এবং ড্রয়িং ত্রিমাত্রিক আকারে দশ মিটার উঁচু দেয়ালে বড় করে ফুটিয়ে তোলা হয়েছে৷ আলোকিত সেই বিশ্বকে আরো মধুময় করে তুলতে ব্যবহার করা হয়েছে বিশেষ সংগীত৷

কুজিগু বলেন, ‘‘ফান গখ এমন এক শিল্পী যিনি এমন ইমারসিভ এক্সিবিশন-এর জন্য একেবারে আদর্শ৷ বড় ফর্মাটের প্রদর্শনী হওয়ার তাঁর শিল্পকর্মের কাঠামো এখানে স্বচ্ছভাবে তুলে ধরা সম্ভব হয়েছে৷ ফলে ভিনসেন্ট ফান গখের শিল্পকর্ম খুব নিঁখুতভাবে পর্যবেক্ষণ করা যাচ্ছে৷''

ডিজিটাল প্রদর্শনীতে একেবারে আসল শিল্পকর্মটি প্রদর্শন করা হয় না৷ যার অর্থ হচ্ছে এভাবে একজন শিল্পীর সব শিল্পকর্মই একসঙ্গে একস্থানে ডিজিটাল মাধ্যমে প্রদর্শন করা যায়৷ আর তা এক নতুন ধরনের দর্শকের কাছে পৌঁছাতে পারে৷ মিকায়েল কুজিগু বলেন, ‘‘এটা শিল্প এবং সংস্কৃতির প্রতি মানুষের অধিকারকে গণতন্ত্রায়নের এক উপায়ও৷ আর এটা নিজেই এক সত্যিকারের শিল্পকর্মও৷ ডিজিটাল কাজ হলেও এটিও একটি শিল্পকর্ম৷''

ভিনসেন্ট ফান গখের শিল্পকর্মের এই প্রদর্শনী চলতি বছরের শেষ পর্যন্ত চলবে৷ তাই সুযোগ থাকলে ঘুরে আসতে পারেন৷

ফিলিপ ক্রেচমার/এআই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ