1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফারাক্কার ১০৯ গেট খোলা, বন্যার আশঙ্কা কতটা

হারুন উর রশীদ স্বপন ঢাকা
১ অক্টোবর ২০১৯

ভারতের ফারাক্কা বাঁধের ১০৯টি গেট খুলে দেয়া হয়েছে৷ এদিকে বাংলাদেশে পদ্মা ও গড়াইসহ প্রধান কয়েকটি নদীর পানি বাড়ছে৷

Bangladesch Überflutung Flut Hochwasser
প্রতীকী ছবি

পদ্মা তীরবর্তী এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে৷ তবে এটা ভয়াবহ বন্যার রূপ নেবে না বলে আশা করছেন আবহাওয়াবিদ ও বিশ্লেষকরা৷

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ তথ্য অনুযায়ী, পদ্মার পানি  রাজবাড়ির গোয়ালন্দ ও শরিয়তপুরের সুরেশ্বর পয়েন্টে বিপদসীমার ৭ সেন্টিমিটার উপর দিয়ে আর ফরিদপুরের কামারখালী পয়েন্টে বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে৷  অন্যান্য এলকায় পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে৷

আগামী ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি হার্ডিঞ্জ ব্রিজ ও ভাগ্যকুল পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে৷

'আতঙ্কিত হওয়ার কিছু নেই'

This browser does not support the audio element.

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী  সৈয়দ সাহিদুল আলম জানান, ‘‘এখনো রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ এলাকায় পানি বিপদসীমা অতিক্রম করেনি৷ তবে আগামী সাত-আট দিনে অতিক্রম করতে পারে৷ পানি বিপদসীমা অতিক্রম করলে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর,  সিরাজগঞ্জ, রাজবাড়ি, ফরিদপুর,  পাবনা, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারিপুর মানিকগঞ্জসহ আরো কিছু এলাকা প্লাবিত হতে পারে৷''

তিনি বলেন, ‘‘এবার ভারতে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে৷ পাটনা, বিহার, পশ্চিমবঙ্গসহ বেশ কিছু এলাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে৷ আর সেই পানি এখন নেমে আসছে৷ সেখানে বৃষ্টিপাত অব্যাহত আছে৷''

তিনি আরো বলেন, ‘‘নদীর পানি বেড়ে যাওয়ায় এরই মধ্যে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের নিম্ন ও চরাঞ্চল প্লাবিত হচ্ছে৷ তবে বড় কোনো বন্যার আশঙ্কা এখনো নেই৷ ২০১৭ সালে পানি বিপদসীমার ৪ সেন্টিমিটার উপরে গিয়েছিল৷ তখন পরিস্থিতি খারাপ হয়েছিল৷''

পানি উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী মো. ইনামুল হক বলেন, ‘‘যে পানি ফারাক্কা হয়ে বাংলাদেশে আসছে তা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই৷ নদীতেই থাকবে৷ এটা বিপদসীমার নীচেই থাকবে বা কিছুটা বেড়ে যেতে পারে৷''

তিনি বলেন, ‘‘এই সময়ে বৃষ্টিপাতের কারণে ওখানে বন্যা হচ্ছে৷ তাই গেট খুলে দেয়া হয়েছে৷ এটা স্বাভাবিক প্রক্রিয়া৷ গেট খুলে দেয়া মানে নদীটাকে খুলে দেয়া৷ এর মধ্যে খারাপ কিছু নেই৷ মিষ্টি পানি আসছে৷ এই পানি শেষ পর্যন্ত বঙ্গোপসাগরে নেমে যাবে৷ এতে আমাদের জমিতে পলি পড়বে৷''

‘পানি বিপদসীমা অতিক্রম করলে বেশ কিছু এলাকা প্লাবিত হতে পারে’

This browser does not support the audio element.

এদিকে  বাংলাদেশও  প্রায় প্রতিদিনই ভারী বৃষ্টিপাত হচ্ছে৷ এর ফলেও নদ-নদীর পানি কিছুটা বাড়ছে৷ আবহাওয়া অধিদপ্তর জানায়, এই বৃষ্টিপাত আরো কয়েকদিন অব্যাহত থাকবে৷ বাংলাদেশের কয়েকটি জায়গায় গত ২৪ ঘন্টায় ৫২ থেকে ১৯০ মি.মি. বৃষ্টি হয়েছে৷ সুনামগঞ্জে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে৷''

বন্যা পূবাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভুঁইয়া এটাকে ‘স্বাভাবিক বন্যা' বলে অভিহিত করেছেন৷ তিনি মনে করেন, আরো সাত দিন পানি কিছুটা বাড়বে বা অপরিবর্তিত থাকবে৷ এরপর মধ্যাঞ্চল দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে৷ তখন দেশের মধ্যাঞ্চল প্লাবিত হতে পারে৷ তবে এটা  সাত থেকে ১০ দিনের বেশি স্থায়ী হবে না৷''

তিনি বলেন, ‘‘উজানে বিহারে প্রচণ্ড বৃষ্টি হয়েছে৷ সেই পানির প্রভাবে এখন নদ-নদীর পানি বাড়ছে৷ এটা ফারাক্কার গেট খুলে দেয়ার কারণে হয়েছে এমন নয়৷ আগামী চার-পাঁচদিন পরিস্থিতি কিছুটা খারাপ হয়ে উন্নতির দিকে যাবে৷''

 

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ