1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরাকে আইএস দমন অভিযান

১ জুন ২০১৬

ইরাকের ফালুজা শহরকে আইএস-মুক্ত করতে সেনাবাহিনীর অভিযানের জের ধরে দুরবস্থার মুখে পড়ছে সাধারণ মানুষ৷ বিশেষ করে শিশুদের দুর্দশা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করছে জাতিসংঘ৷

ফালুজা দখলের লড়াই
ছবি: Getty Images/AFP/A. Al-Rubaye

Iraq: the battle for Fallujah shifts to city centre

00:40

This browser does not support the video element.

তথাকথিত ইসলামিক স্টেট (আইএস) গত কয়েক মাসে কিছুটা দুর্বল হয়ে পড়লেও তাদের শক্তি এখনো পুরোপুরি লোপ পায়নি৷ গত প্রায় ১০ দিন ধরে ইরাকের সেনাবাহিনী ফালুজা শহর থেকে আইএস জঙ্গিদের তাড়াতে যে অভিযান চালাচ্ছে, তা প্রতিরোধ করতে মরিয়া হয়ে উঠেছে আইএস৷

দুই পক্ষের সংঘর্ষের মাঝে চরম দুরবস্থায় পড়েছে শহরের নিরীহ মানুষ৷ বিশেষ করে শিশুদের অবস্থা নিয়ে দুশ্চিন্তা দেখা দিচ্ছে৷ প্রায় ২০ হাজার শিশু বর্তমান পরিস্থিতির শিকার বলে অনুমান করা হচ্ছে৷

শহরের তিন দিক থেকে হামলা চালাচ্ছে ইরাকি নিরাপত্তা বাহিনী৷ মার্কিন নেতৃত্বে কোয়ালিশন বাহিনী আকাশ থেকে বোমা বর্ষণ করে ইরাকি বাহিনীর সহায়তা করছে৷ তবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্রও স্বীকার করেছেন, ফালুজা পুনর্দখলের অভিযান বেশ কঠিন৷

মরিয়া হয়ে আইএস নিরীহ মানুষকে বর্ম হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ উঠছে৷ কিছু মানুষ শহর ছেড়ে পালাতে সক্ষম হয়েছে৷ তাদের মুখেই শহরের ভয়াবহ পরিস্থিতির খবর পাওয়া যাচ্ছে৷ আইএস জঙ্গিরা মানুষকে শহরের কেন্দ্রে জমা হতে বাধ্য করছে বলে খবর এসেছে জাতিসংঘের কাছে৷ তাছাড়া খাদ্য, পানীয়, ওষুধপত্রের অভাব প্রকট হয়ে উঠছে৷ বিদ্যুৎ সরবরাহেও বিঘ্ন ঘটছে৷

শেষ পর্যন্ত ফালুজা শহর দখল করতে পারলেও ইরাকি প্রশাসনের পক্ষে সেখানকার সুন্নি অধিবাসীদের আশ্বস্ত করা সহজ হবে না বলে মনে করছেন কিছু পর্যবেক্ষক৷ সে ক্ষেত্রে ইরাকের নাজুক সাম্প্রদায়িক বিভাজন আরও জটিল হয়ে উঠতে পারে৷

এসবি/এসিবি (এএফপি, এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ