জার্মানির ৫০০ বিলিয়ন ইউরো প্রতিরক্ষা তহবিল নতুন সুযোগ এনেছে৷ গাড়ি প্রস্তুতকারক কোম্পানিগুলো এখন সামরিক ড্রোন উৎপাদনে যুক্ত হচ্ছে৷ তরুণ উদ্যোক্তারা ‘ফাল্কে’ ও ‘ক্রিকেট' নামের উন্নত ড্রোন তৈরি করে যুদ্ধক্ষেত্রে আহত সৈন্য উদ্ধার থেকে শুরু করে বিভিন্ন সামরিক অভিযানে ব্যবহারের পথ দেখাচ্ছেন৷