1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
অভিবাসনফিনল্যান্ড

ফিনল্যান্ডের দরকার অভিবাসী, কিন্তু নীতিতে জটিলতা

২১ নভেম্বর ২০২৪

এমনকি উচ্চপ্রশিক্ষিত কর্মীদেরও ফিনল্যান্ডে চাকুরি পেতে হিমশিম খেতে হচ্ছে৷ একটি কারণ হচ্ছে ফিনিশ ভাষা পৃথিবীর অন্যতম কঠিন ভাষা৷ তা সত্ত্বেও কিছু প্রতিষ্ঠান নতুনদের কাছে ফিনল্যান্ডকে আকর্ষণীয় করে তোলার চেষ্টা করছে৷

নতুন কর্মী নিয়ে ফিনল্যান্ডে বেশ বিতর্কও রয়েছে৷ দেশটির অর্থনীতিতে প্রতিবছর ৪৪ হাজার অভিবাসী কর্মী দরকার৷
ফিনল্যান্ডের অনেক অভিবাসী কর্মী দরকারছবি: Jussi Nukari/picture alliance/dpa/Lehtikuva

হেলসিঙ্কির একটি রেস্তোরাঁয় সাবলীল ফিনিশ ভাষার চেয়ে ভালো বার্গার এবং ফ্রাই ও কোমল মন বেশি গুরুত্বপূর্ণ৷ রেস্তোরাঁরটির মূল কোম্পানি হচ্ছে এস গ্রুপ যেটি ফিনল্যান্ডের সবচেয়ে বড় রিটেইলার৷ প্রতিষ্ঠানটি ফিনল্যান্ডকে চাকুরিপ্রার্থীদের কাছে আরো আকর্ষণীয় করে তুলতে চায়৷ পৃথিবীর সবচেয়ে কঠিন ভাষা ফিনিশ না জানলেও চাকুরি মেলে এস গ্রুপে৷

তবে নতুন কর্মী নিয়ে ফিনল্যান্ডে বেশ বিতর্কও রয়েছে৷ দেশটির অর্থনীতিতে প্রতিবছর ৪৪ হাজার অভিবাসী কর্মী দরকার৷ কিন্তু তাদেরকে কি স্বাগত জানানো হয়? 

মেক্সিকোর সাবেক আইনজীবী ফ্রান্সিসকো মেরিদা গার্সিয়ার অভিজ্ঞতা থেকে জানা যাক৷ দশ বছর আগে তিনি তার ফিনিশ স্ত্রীসহ ফিনল্যান্ডে চলে আসেন৷ ভাষা না জানায় তখন চাকুরির সুযোগ পাননি৷ 

হেসবার্গারের ম্যানেজার ফ্রান্সিসকো মেরিদা গার্সিয়া বলেন, ‘‘এটা কঠিন ছিল৷ আমি আবেদন করেছি, শতবার আবেদন করেছি৷ আমাকে সাক্ষাৎকারেও ডাকা হয়নি৷'' 

ফিনল্যান্ডের বিদেশি কর্মী দরকার, তবে শর্ত কঠিন

03:47

This browser does not support the video element.

মেরিদা গার্সিয়া ফিনিশ ভাষা শিখেছেন এবং প্রফেশন বদলেছেন৷ ফাস্ট ফুড শিল্পে একেবারে তলা থেকে শুরু করেছেন৷ এখন ম্যানেজার৷ 

এস গ্রুপে ভাষা জানার বাধ্যবাধকতা না থাকায় তিনি তার মতো অনেককে নিয়োগ দিতে পারছেন৷ এস গ্রুপের মানব সম্পদ প্রধান হ্যানে লেহতোভুরি এই নীতিকে সমর্থন করেন৷ প্রতিষ্ঠানটির ম্যাগাজিনের প্রচ্ছদে মেরিদা গার্সিয়ার গল্প তুলে ধরা হয়েছে যাতে বিদেশি কর্মীরা তাদের গুরুত্ব বুঝতে পারেন এবং নতুনরা যোগ দিতে আগ্রহী হন৷   

তিনি বলেন, ‘‘আমরা জানি যে, ভবিষ্যতে সেবা খাতে কাজ করার মতো পর্যাপ্ত কর্মী পাওয়া যাবে না৷ সুতরাং আমাদেরকে অবশ্যই বিভিন্ন দেশ থেকে ফিনল্যান্ডে কর্মী আনতে নিজেদেরকে আরো উন্নত করতে ও শিখতে হবে৷ ''

তবে ফিনিশ সরকার বিষয়টি একইভাবে দেখছে না৷ এটি নতুন এক আইন করতে যাচ্ছে যাতে কোনো বিদেশি কর্মী চাকুরি হারানোর তিনমাসের মধ্যে দেশটি ছেড়ে যেতে বাধ্য হন৷ 

প্যাসি সাউকোনেন হেলিসিঙ্কির একজন অভিবাসন বিশেষজ্ঞ৷ তিনি মনে করেন, ডানপন্থি দল ফিনস পার্টির চাপে বর্তমান সরকার এধরনের নীতি গ্রহণ করতে চাচ্ছে৷ দলটি অভিবাসী কর্মী এবং আশ্রয়প্রার্থীদের মধ্যে পার্থক্য করতে পারছে না৷    

হেলসিঙ্কি সিটি আরবান রিসার্চার প্যাসি সাউকোনেন বলেন, ‘‘ফিনস পার্টি আসলে কঠোরভাবে শরণার্থী অভিবাসনবিরোধী৷ কিন্তু এই ধরনের অভিবাসনের প্রতি বিরাগভাজন হতে গিয়ে আমাদের সামগ্রিক অভিবাসন নীতির অনেক ক্ষতি করা হচ্ছে৷'' 

বিদেশিদের ভাষাজ্ঞান এবং আত্মবিশ্বাস বাড়াতে ড্রপ ইন ফিনিশ ক্লাসের আয়োজন করা হয়েছে৷ হিসাবরক্ষক লুসিয়া ইন্দ্রেন গত দুই দশকের মধ্যে প্রথমবারের মতো বেকার হয়েছেন৷ নতুন চাকুরির আবেদনে এখনো সাবলিল ফিনিশ ভাষা চায় বলে জানান তিনি৷    

লুসিয়া ইন্দ্রেন বলেন, ‘‘পরিস্থিতি খুব একটা সহজ নয়৷ কিন্তু আমি সেজন্য আশা ছেড়ে দিতে পারি না৷ ফলে যেখানে যা পাচ্ছি করছি৷''

শিশু জন্মহার কমে যাওয়ায় চাপে রয়েছে ফিনল্যান্ড৷ তাই ফিনদের দেশটির অর্থনীতি এবং সামাজিক ব্যবস্থা ধরে রাখার বাস্তব পদক্ষেপ ভাবা উচিত৷ কারণ, বসবাসের এবং চাকুরি জন্য আদর্শ স্থান হিসেবে বিবেচিত ফিনল্যান্ডের ভাবমূর্তি বদলে যাচ্ছে৷ এক সমীক্ষা জানাচ্ছে দেশটির প্রতি প্রবাসীদের আগ্রহ পড়তির দিকে৷    

প্রতিবেদন: টেরি শুল্টজ/এআই

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ