1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বরফগলা পানিতে সাঁতারের অভিজ্ঞতা

১৯ জুন ২০২০

অনেকেই সাঁতার কাটতে ভয় পান৷ বিশেষ করে পানি ঠাণ্ডা হলে সাঁতারুরাও ইতস্তত করে৷ ফিনল্যান্ডের এক শহরে বরফগলা পানিতে অভিনব প্রতিযোগিতা আয়োজন করা হয়৷ ডিডাব্লিইউ-র এক কর্মীর হাতেকলমে সেই অভিজ্ঞতা হয়েছে৷

Russland Epiphanias
ছবি: Reuters/M. Shemetov

ফিনল্যান্ডের ইওয়েনসু শহরে বরফের মাঝে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে৷ বাইরের তাপমাত্রা মাইনাস ১২ ডিগ্রি সেলসিয়াস৷ তা সত্ত্বেও অংশগ্রহণকারীরা দিব্যি পানিতে নামছেন৷ ডিডাব্লিইউ-র এক কর্মী মাক্স মেরিল জানালেন, ‘‘ইউরোপের নানা অদ্ভুত ঐতিহ্যের সন্ধানে ফিনল্যান্ডের ইওয়েনসু শহরে এসেছি৷ এখানে বরফগলা পানিতে সাঁতারের প্রতিযোগিতা চলছে৷ আমিও সাহস করে কনকনে ঠাণ্ডা পানিতে নামছি৷ সত্যি ফিনল্যান্ডের মানুষ পাগল৷''

বাইরের মানুষ হিসেবে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে মাক্স একদিন আগেই এখানে পৌঁছেছেন৷ স্থানীয় সাঁতারু সংঘের দপ্তরের সামনে প্রতিযোগিতার অন্যতম আয়োজক কির্সি হালটিয়ার সঙ্গে তাঁর দেখা হলো৷ মাক্স সবার আগে সত্যি জানতে চাইলেন, ফিনল্যান্ডের মানুষ কেন বরফগলা পানিতে নামে?

কির্সি জানালেন, ‘‘এটা শরীরকে শক্তি দেয়, এন্ডোরফিন হরমোন দেয়৷ দ্রুত ভালো মানের এন্ডোরফিন পাবার উপায় এটা৷ জগিং করার প্রয়োজন নেই৷ কয়েকবার বরফগলা কনকনে শীতল পানিতে নামলেই হবে৷ তখন সেই অনুভূতি পাওয়া যাবে৷’’

বরফগলা পানিতে সাঁতার

03:24

This browser does not support the video element.

বড় এই প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের প্রতিযোগীদের জন্য আলাদা ইভেন্ট রয়েছে৷ অংশগ্রহণকারী হিসেবে একমাত্র হলের মধ্যে শরীর গরম করার নিয়ম রয়েছে৷ প্রতিযোগিতার আগে সাউনার কোনো ব্যবস্থা নেই৷ শেষবারের মতো নির্দেশ শুনে নিয়ে পানিতে নামার পালা৷ নিজেকে যেন বক্সার মনে হচ্ছে৷ জীবনের সবচেয়ে কঠিন সংগ্রামে চলেছেন মাক্স৷ বরফগলা পানির উপর ২৫ মিটার সাঁতার কাটতে হবে৷

সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ডাঙার উপরে অপেক্ষা করছে না৷ সেটা হলো শীত ও পানির প্রতি তাঁর সমীহ বা শ্রদ্ধাবোধ৷ ২৩ সেকেন্ড পর সাঁতার শেষ হলো৷ শীতের ফলে ভীষণ ব্যথা হচ্ছে৷ তবে সেই ব্যথা দ্রুত ভুলে যাওয়ার কারণ পাওয়া গেল৷ মাক্স সম্ভবত তৃতীয় স্থান পেয়েছেন, তবে এ বিষয়ে তিনি নিশ্চিত নন৷ কির্সি উৎসাহ দিয়ে বলেন, ‘‘খুব ভালো করেছো, দারুণ৷ গতকালের আগে কখনো এমন সাঁতার না কেটেও আজ যা করলে, তা সত্যি অসাধারণ৷’’

বরফগলা পানিতে সাঁতারের পর বাথটবের গরম পানিতে নামার আনন্দই আলাদা৷

মাইকে ক্র্যুগার/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ