বুধবার সদ্যজাতের পিতার জন্য মায়ের জন্য বরাদ্দ ছুটির সমান ছুটি ঘোষণা করলো ফিনল্যান্ড৷ মা-বাবা দুজনেই সাত মাস বেতনসহ ছুটি পাবেন৷
বিজ্ঞাপন
ফিনল্যান্ডের নবনির্বাচিত সরকার বুধবার ঘোষণা করেছে এখন থেকে ছুটিতে থাকা মায়েদের মতোই পিতৃত্বকালীন ছুটিতে সমান বেতন পাবেন সদ্যজাত সন্তানের পিতারা৷
ফিনল্যান্ডে বর্তমানে বেতনের সাথে সাত মাসের মাতৃত্বকালীন ছুটি পাওয়া যায়৷ সন্তানের বাবারা এতদিন পিতৃত্বকালীন ছুটি হিসাবে পেতেন চার মাসের বেতনসহ ছুটি৷ নতুন নিয়ম প্রণয়ন হলে মা-বাবা দুজনেই পাবেন বেতনসহ সাত মাসের ছুটি৷
স্বাস্থ্য ও সমাজনীতি মন্ত্রী আইনো-কাইসা পেকোনেন বলেন যে এই নীতি বাবা-মায়েদের মধ্যে সাম্য আনবে৷ পাশাপাশি, বর্তমান নীতির এই ‘আমূল সংস্কার' পরিবারে বৈচিত্র্য আনতেও সাহায্য করবে৷
বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী সানা মারিন
ফিনল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী ৩৪ বছরের সানা মারিন৷ দেশটির নতুন জোট সরকারের পাঁচ অংশীদারের মধ্যে মারিনের দল সংখ্যাগরিষ্ঠ৷ তিনিই এখন বিশ্বের সর্বকনিষ্ঠ সরকার প্রধান৷
ছবি: AFP/K. Tribouillard
পার্টি কাউন্সিলের ভোট
সোশাল ডেমোক্র্যাটিক পার্টি অব ফিনল্যান্ড তাদের প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে দলের উপনেতা সানা মারিনের নাম ঘোষণা করে৷ পার্টি কাউন্সিলের ভোটে মারিন ৩২-২৯ ভোটে অ্যান্টি লিন্ডম্যানকে হারান৷
ছবি: picture-alliance/BELGA/D. Le Lardic
সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী
১০ ডিসেম্বর শপথ নিয়েছেন মারিন৷ তিনি এখন ফিনল্যান্ডের সর্বকনিষ্ঠ এবং তৃতীয় নারী প্রধানমন্ত্রী৷ শুধু ফিনল্যান্ডেরই নয়, তিনি বিশ্বেরই সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী৷
ছবি: AFP/K. Tribouillard
এগিয়ে চলার আহ্বান
পার্টি কাউন্সিলের ভোটে শক্ত প্রতিদ্বন্দ্বী অ্যান্টি লিন্ডম্যানকে হারানোর পর মারিন বলেন, ‘‘আমাদের এখন সামনের দিকে তাকাতে হবে৷ আত্মবিশ্বাস বাড়াতে আমাদের প্রচুর কাজ করতে হবে৷’’
ছবি: Getty Images/AFP/A. Oikonomou
অ্যান্টি রিনের প্রতি অনাস্থা
যদিও শুরুতে মারিন নয়, বরং অ্যান্টি রিনে ছিলেন সোশাল ডেমোক্র্যাটিক পার্টি অব ফিনল্যান্ডের পছন্দের প্রধানমন্ত্রী৷ কিন্তু জোটের গুরুত্বপূর্ণ অংশীদার ফিনিশ সেন্টার পার্টি রিনের প্রতি অনাস্থা প্রকাশ করে সমর্থন তুলে নিতে চাইলে গত মঙ্গলবার তিনি পদত্যাগ করেন৷
ছবি: Imago Images/Lehtikuva/V. Moilanen
পারিবারিক জীবন
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্দার্নের মতো মারিনও সদ্য মা হয়েছেন৷ গত বছর তিনি কন্যা সন্তানের জন্ম দেন৷ মারিন নিজে একজন সিঙ্গেল মায়ের সন্তান এবং এজন্য তাকে বৈষম্যের শিকার হতে হয়েছে বলে জানান৷
ছবি: picture alliance / Xinhua News Agency
তরুণ মন্ত্রিসভা
সানা মারিনের মন্ত্রিসভায় আছেন তার সমবয়সী আরো কয়েকজন রাজনীতিবিদ৷ ছবিতে বাম থেকে রয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী লি অ্যান্ডারসন, অর্থমন্ত্রী কাটরি কুলমুনি, প্রধানমন্ত্রী সানা মারিন আর সবার ডানে স্বরাষ্ট্রমন্ত্রী মারিয়া ওহিসালো৷
ছবি: picture-alliance/dpa/Lehtikuva/V. Moilanen
6 ছবি1 | 6
২০১০ থেকে ২০১৮ সালের মধ্যে শিশুজন্মের হার পাঁচগুণ কমে হয়েছিল৷ ৫৫ লাখ জনসংখ্যার সেই দেশে শিশুর সংখ্যা ছিল মাত্র ৪৭ হাজার ৫৭৭৷ সমীক্ষায় দেখা গেছে, মায়েদের সমান বেতনসহ ছুটি দেওয়ায় সুইডেন ও আইসল্যান্ডে শিশু জন্মের হার বেড়েছে৷
ফিনল্যান্ডের এই নতুন নীতি সেখানেও আনতে পারে এমন পরিবর্তন, আশাবাদী সরকার৷
ফিনল্যান্ডের পাঁচটি জাতীয় রাজনৈতিক দলের মধ্যে চারটিরই নেতৃত্বে রয়েছেন ৩৫ বছরের কমবয়সি নারীরা৷ দেশের ক্ষমতায় রয়েছে বামঘেঁষা জোটের দলগুলি৷
মন্ত্রী পেকোনেন বলেন, ‘‘এই নীতি কর্মক্ষেত্রে লিঙ্গবৈষম্য কমাবে৷ কমবে নারী-পুরুষের মধ্যে আয়ের ফারাকও৷’’