1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাংবাদিক হেনস্থার দায়ে কারাদণ্ড

১৯ অক্টোবর ২০১৮

এক সাংবাদিককে হয়রানির মামলায় একজনকে কারাদণ্ড দিয়েছে ফিনল্যান্ডের আদালত৷ সাজাপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, তিনি জেসিকা আরো নামের এক সাংবাদিককে সামাজিক যোগাযোগের মাধ্যমে ‘ট্রল' করেছেন৷

জেসিকা আরোছবি: Estonian Foreign Ministry

ফিনল্যান্ডের চ্যানেল ওয়াইএলই-র অনুসন্ধানী প্রতিবেদক কে হেনস্থার দায়ে বৃহস্পতিবার ফিনিশ নাগরিক ইলা জানিৎস্কিনকে ২২ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত৷

রুশপন্ধি ডানপন্থি ওয়েবসাইট এমভি লেহতি-র প্রতিষ্ঠাতা ইলা মানহানিসহ আরো ১৬টি অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় তার বিরুদ্ধে এই শাস্তি ঘোষণা করা হয়৷

ফিনল্যান্ডে দীর্ঘদিন ধরে মস্কোর মুখপাত্র হিসাবে থাকা ইয়োহান বাকমানও একই মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন৷ তাঁকে এক বছরের জন্য বরখাস্ত করা হয়েছে৷ বিগত কয়েক বছরে বিশ্বের বিভিন্ন দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরোধী মতানুসারীদের হেনস্থা করা, অর্থাৎ ট্রল করার প্রবণতা বেড়েছে৷

ওয়াইএলই জানায়, বাকমান জেসিকাকে উত্ত্যক্ত করার পাশাপাশি অন্যান্যদেরও ‘ট্রলিং' করতে উৎসাহিত করতেন৷

আদালতের রায় বলছে, এমন হয়রানির কারণে জেসিকার স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হয়৷ সে কারণেই এমন দৃষ্টান্তমূলক শাস্তি৷ এমভি লেহতি-র এক নারী কর্মীকেও একই অপরাধে তিন মাসের জন্য বরখাস্ত করে হয়েছে৷

বিভিন্ন অনলাইন যোগাযোগ মাধ্যমে গালি-গালাজ করার এই চর্চার বিরুদ্ধে রায়টি ফিনল্যান্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ৷

২০১৪ সাল থেকেই ফিনল্যান্ডের সোশ্যাল মিডিয়ায় ঘুরছিল রাশিয়া সংক্রান্ত বেশ কিছু বিভ্রান্তিকর তথ্য৷ জেসিকা এসব বিষয়ে লেখালেখি শুরু করার পর থেকেই অনুসন্ধানী প্রতিবেদনগুলির কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর এবং অসম্মানজনক মন্তব্যের শিকার হতে থাকেন৷

রেবেকা স্টাওডেনমায়ার/এসএস

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ