1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিরাশিয়া

ফিনল্যান্ড, সুইডেনে সামরিক শক্তি বাড়ালে ন্যাটোকে জবাব: পুটিন

১৬ মে ২০২২

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন বলেছেন, ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগ দেয়া নিয়ে তাদের কোনো সমস্যা নেই৷ তবে দেশটিতে ন্যাটো সামরিক অবকাঠামো গড়ে তুললে তার জবাব দিবে রাশিয়া৷

Russland Moskau | Wladimir Putin
ছবি: Kremlin Press Service/Handout/AA/picture alliance

ইউক্রেনে হামলার প্রেক্ষিতে ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়ার প্রতিবেশী ফিনল্যান্ড৷ দীর্ঘদিন আলোচনার পর রোববার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে দেশটির সরকার৷ একই পথে হাঁটছে আরেক নর্ডিক দেশ সুইডেনও৷ সোমবার এ নিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন৷ মস্কোতে কালেক্টিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশনের সম্মেলনে দেয়া বক্তৃতায় তিনি বলেন, ‘‘সুইডেন ও ফিনল্যান্ডে ন্যাটোর বিস্তার রাশিয়ার জন্য সরাসরি হুমকি নয়৷ তবে এই অঞ্চলে সামরিক স্থাপনার বিস্তার ঘটালে তা অবশ্যই আমাদের প্রতিক্রিয়া উস্কে দিবে৷’’

রাশিয়া নেতৃত্বাধীন এই জোটে রয়েছে বেলারুশ, আর্মেনিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান ও তাজিকিস্তান৷ জোটের নেতাদের উদ্দেশ্যে পুটিন বলেন, ‘‘প্রতিক্রিয়া কী হবে সেটি নির্ভর করবে তারা কী ধরনের হুমকি তৈরি করে তার উপর৷’’ পশ্চিমা দেশগুলো ‘বিনা কারণে’ সমস্যা তৈরি করছে উল্লেখ করে তিনি বলেন, ‘‘আমরাও সেই অনুযায়ীই প্রতিক্রিয়া জানাব৷’’

নর্ডিক দেশগুলোতে ন্যাটোর সামরিক শক্তি বিস্তারে রুশ প্রতিক্রিয়া কী হতে পারে সে বিষয়ে এখনও ক্রেমলিনের কাছ থেকে কোনো ইঙ্গিত মেলেনি৷ তবে পুটিনের ঘনিষ্ঠদের একজন সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ গত মাসে জানিয়েছেন, এক্ষেত্রে ইউরোপের ভিতরে ছিটমহল কালিনিনগ্রাদে পরমাণু অস্ত্র ও হাইপরাসনিক ক্ষেপণাস্ত্র স্থাপন করতে পারে রাশিয়া৷

তুরস্কে কূটনীতিক পাঠাচ্ছে সুইডেন

বর্তমানে ন্যাটোর সদস্য সংখ্যা ৩০ টি৷ ফিনল্যান্ড ও সুইডেন সদস্য হতে আবেদন করলে তা গৃহীত হওয়ার জন্য এই দেশগুলোকে একমত হতে হবে৷ এরইমধ্যে তুরস্ক দেশ দুইটিকে ‘সন্ত্রাসীদের আশ্রয়দাতা’ হিসেবে উল্লেখ করেছে৷ গত সপ্তাহে তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইয়্যেপ এর্দোয়ান জানিয়েছেন ফিনল্যান্ড, সুইডেনের ন্যাটোতে যোগদানের বিষয়ে তাদের ‘মতামত নেতিবাচক'৷ 

তবে রোববার বার্লিনে ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে তুরুস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু সুইডেন ও ফিনল্যান্ডকে ‘সন্ত্রাসীদের’ সহায়তা দেয়া বন্ধ করা, নিরাপত্তার স্পষ্ট নিশ্চয়তা প্রদান এবং তুরস্কের উপর রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেয়ার শর্ত দেন৷

এমন অবস্থায় তুরস্কের সঙ্গে আলোচনার জন্য কূটনীতিক প্রতিনিধি পাঠাবে বলে সোমবার জানিয়েছেন সুইডেনের প্রতিরক্ষামন্ত্রী পিটার হুল্টকভিস্ট৷ সাংবাদিকদের তিনি বলেন, কূটনীতিকরা দেশটির ন্যাটোতে যোগদানের ব্যাপারে আঙ্কারার অভিযোগগুলো নিয়ে আলোচনা করবেন৷

এফএস/কেএম (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ