ফিফার 'প্লেয়ার অফ দ্য ইয়ার' হলেন লিওনেল মেসি। আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দেয়ার পর আবার পুরুষদের ফুটবলে সেরা হলেন মেসি।
বিজ্ঞাপন
এমবাপে, বেঞ্জেমাকে পিছনে ফেলে দিলেন মেসি। সোমবার প্যারিসে একটি অনুষ্ঠানে মেসির হাতে সেরা পুরুষ ফুটবলারের সম্মান তুলে দেয়া হয়।
৩৫ বছর বয়সি মেসি বিশ্বকাপ ফাইনালে দুইটি গোল করেছিলেন। নির্ধারিত সময়ে ৩-৩ হওয়ার পর পেনাল্টি শুটআউটে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা।
সেরা ফুটবলার হওয়ার দৌড়ে ছিলেন কিলিয়ান এমবাপে এবং কারলিম বেঞ্জেমা। ছিলেন আরো কয়েকজন। কিন্তু শেষ পর্যন্ত মেসির হাতেই উঠলো এই সম্মান।
২০১৬ সাল থেকে বর্ষসেরা ফুটবলারের সম্মান দিচ্ছে ফিফা। মেসি এই নিয়ে দ্বিতীয়বার এই সম্মান পেলেন।
মেসি বনাম এমবাপ্পে: ড্রিবলিং বনাম স্পিড
গতিতে সেরা ফ্রেঞ্চ স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে৷ আর আর্জেন্টাইন প্লেমেকার লিওনেল মেসি হলেন ড্রিবলিংয়ে অনবদ্য৷ ২০২২ বিশ্বকাপ ফুটবলের ফাইনালে মুখোমুখি একই ক্লাব পিএসজিতে খেলা দুই মহাতারকা৷ কে কোথায় এগিয়ে? চলুন দেখা যাক৷
ছবি: Frank Hoermann/SVEN SIMON/IMAGO
গোল স্কোরিং
অভিজ্ঞতায় মেসি এগিয়ে৷ সর্বকালের সেরাদের একজনের তকমা লেগেছে গায়ে আগেই৷ খেলেছেন পাঁচটি বিশ্বকাপ৷ গোল করেছেন ১১টি৷ সে হিসেবে এমবাপ্পে এগিয়ে, দুই বিশ্বকাপেই তার গোল ৯টি৷ তবে ২০২২ বিশ্বকাপে সেমিফাইনাল পর্যন্ত মেসি আর এমবাপ্পের গোলসংখ্যা সমান ৫টি করে৷
ছবি: Stefan Matzke/sampics/picture alliance
গতি
মেসি আর এমবাপ্পেকে ১০০ মিটার দৌঁড়ে নামিয়ে দিলে কে জিতবেন? উত্তর জানা৷ গত বিশ্বকাপে ফ্রান্সের কাছে আর্জেন্টিনার হারের অন্যতম কারণ ছিল এমবাপ্পের গতি৷ তবে মেসির সৃজনশীলতা ও চিন্তার গতি নিয়ে কোনো প্রশ্ন নেই৷
ছবি: Robert Michael/dpa/picture alliance
ড্রিবলিং
ফু্টবলের ব্যক্তিগত স্কিল বলতে ড্রিবলিংয়ে কে সেরা সেটিই অন্যতম বিবেচ্য৷ ১০০ মিটার দৌঁড়ে যদি অনেক বাধা বসিয়ে দেয়া হয়, তাহলে নিশ্চিতভাবে মেসিই জয়ী হবেন৷
ছবি: Ariel Schalit/AP/picture alliance
পাসিং
নেদারল্যান্ডের সঙ্গে ম্যাচে মলিনাকে দেয়া মেসির পাসটির কথা খেয়াল আছে? এমন পাস দেয়া তো দূরের কথা, বেশিরভাগ খেলোয়াড় সেটি দেখবেনই না৷ এমবাপ্পেও একাধিক অ্যাসিস্ট করে দলকে জয়ের পথ দেখিয়েছেন৷ তবে পাস ও অ্যাসিস্টে বিশ্লেষকরা মেসিকে এগিয়ে রাখবেন৷
ছবি: Pascal Guyot/AFP/dpa/picture alliance
দূরত্ব
মাঠে কে কতটা দৌঁড়ান? মেসিকে বেশিরভাগ সময়ই হাঁটতে বা জগিং করতে দেখা যায়৷ যেমন রেয়াল মাদ্রিদের সঙ্গে এক ম্যাচে তিনি ম্যাচের ৮৩ ভাগ সময় শুধু হেঁটেছেন৷ অথচ একটি করে গোল ও অ্যাসিস্ট করেছেন৷ এমবাপ্পেকেও অন্য খেলোয়াড়দের পেছনে খুব একটা দৌঁড়াতে দেখা যায় না৷
ছবি: REUTERS
নেতৃত্ব
এই বিশ্বকাপে এক ভিন্ন মেসিকে দেখছে সবাই৷ কতকটা আগ্রাসী, কতকটা আবেগপ্রবণ৷ নেদারল্যান্ডসের সঙ্গে জয়ের পর উদযাপন বা লুই ফন গালের সঙ্গে বিতণ্ডা এক ভিন্ন মেসিকে চিনিয়েছে৷ তিনি যেন সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন৷ সে তুলনায় এমবাপ্পের বয়স মাত্র ২৩৷ তবে মাঠের অগ্রভাগে তার ভুমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ৷
ছবি: Frank Hoermann/SVEN SIMON/IMAGO
6 ছবি1 | 6
মেয়েদের সেরা
অ্যালেক্সিয়া পুলেয়াস ২০২২-এর সেরা নারী ফুটবলার হয়েছেন।
গত জুলাইয়ে হাঁটুতে গুরুতর আঘাত পেয়েছেন তিনি। এখন চিকিৎসাধীন আছেন। ইংল্যান্ডে ইউরো কাপ খেলতে পারেননি।
তার আগে বার্সেলোনার হয়ে চ্যাম্পিনস লিগে ১১ গোল করেছিলেন। ফাইনালে অবশ্য লিয়ঁর কাছে হেরে যায় বার্সেলোনা।