1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফিফা–র র‌্যাঙ্কিং তালিকা প্রকাশিত হল

সঞ্জীব বর্মন৭ মে ২০০৮

আন্তর্জাতিক ফুটবল সংগঠন …ফিফা– আজ বিশ্বের সেরা জাতীয় দলগুলির নতুন তালিকা প্রকাশ করেছে৷

২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ হবে ব্রাজ়িলছবি: AP

তালিকার শীর্ষে রয়েছে আর্জেন্টিনা৷ তার ঠিক পরেই ব্রাজ়িল৷ তৃতীয় থেকে দশম স্থানে রয়েছে যথাক্রমে ইটালি, স্পেন, জার্মানি, চেক প্রজাতন্ত্র, ফ্রান্স, গ্রিস, পর্তুগাল ও নেদারল্যান্ডস৷ ভারতের স্থান ১৫১, পাকিস্তান ১৬১ এবং বাংলাদেশ ১৮০৷

অনেক দেশ নিজেদের ফুটবলের মান বাড়াতে বিদেশ থেকে ভাল খেলোয়াড় আনিয়ে তাকে দ্রুত সেদেশের নাগরিকত্ব দিয়ে থাকে৷ FIFA-র প্রধান জ়েপ ব্লাটার বলেছেন, তিনি খেলোয়াড়দের নাগরিকত্ব বদলের নিয়ম আরও কড়া করে দিতে চান৷ বিশেষ করে ব্রাজ়িল থেকে যত খেলোয়াড় অন্যান্য দেশে গিয়ে সেই সব দেশের নাগরিকত্ব নিয়ে জাতীয় টিমের মধ্যে স্থান পাচ্ছে, তা ব্লাটারকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে৷ তিনি বলেন, ……আমি জ্যোতিষী নই, তবে আমার ধারণা ব্রাজ়িলে ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলের আসরে হয়তো দেখা যাবে যে প্রায় অর্ধেক খেলোয়াড়ই ব্রাজ়িলের৷–– উল্লেখ্য, ব্রাজ়িলের ১,০০০-এরও বেশী খেলোয়াড় এই মুহূর্তে বিশ্বের বিভিন্ন প্রান্তে খেলছেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ