ইউরোপের জনপ্রিয় ১২টি ক্লাবের অংশ নেয়া নিশ্চিত৷ সঙ্গে আরো আটটি যোগ হলে ফুটবল বিশ্বে স্মরণকালের সবচেয়ে বড় চমক হবে৷ প্রস্তাবিত এই ইউরোপিয়ান সুপার কাপ৷ কিন্তু চমকের ঘোষণা দিয়েই আয়োজকেরা এখন চাপের মুখে৷
বিজ্ঞাপন
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফানতিনো বলেছেন, সুপারকাপে যোগ দিলে ক্লাবগুলোকে ভয়াবহ ‘পরিণতির' জন্য প্রস্তুত থাকতে হবে৷ সুইজারল্যান্ডে আয়োজিত উয়েফার সভায় তিনি বলেন, ‘‘খেলাধুলায় ইউরোপীয় ধারাকে রক্ষা করা আমাদের দায়িত্ব৷ সুতরাং কেউ যদি নিজের পছন্দে অন্য পথে যেতে চায়, তার পরিণাম তাকে ভোগ করতে হবে৷''
এর আগে ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ইংলিশ, স্প্যানিশ ও ইটালিয়ান ও ফুটবল কর্তৃপক্ষের সঙ্গে এক যৌথ বিবৃতিতে জানায়, সুপার লিগের বিরুদ্ধে তারা সব ধরনের লড়াই চালিয়ে যাবে৷ বিবৃতিতে বলা হয়, সুপার লিগে যোগ দেয়া ক্লাবগুলিকে ঘরোয়া, ইউরোপীয় ও বৈশ্বিক সব প্রতিযোগিতায় নিষিদ্ধ করা হবে৷ পাশাপাশি সেই ক্লাবগুলোর খেলোয়াড়দের দেশের হয়ে খেলার সুযোগ কেড়ে নেয়া হতে পারে বলেও জানানো হয় বিবৃতিতে৷
রোববার ইউরোপের ১২টি ক্লাব এক বিবৃতির মাধ্যমে ইউরোপিয়ান সুপার লিগ শুরুর উদ্যোগের কথা জানায়। বিবৃতিতে বলা হয়, ওই ১২টি ক্লাব প্রস্তাবিত এই লিগে যোগ দেবে।
২০২১ সালের ক্রীড়া আসর
করোনার কারণে বিদায়ী বছরে খেলাধুলার বেশিরভাগ বড় আয়োজনই বাতিল হয়েছে৷ তার অনেকগুলোই হওয়ার কথা ২০২১ সালে৷ কিন্তু সেটি কতটা সম্ভব হবে তা নির্ভর করছে করোনা পরিস্থিতির উপরেই৷
ছবি: AFP/M. Spatari
মিসরে হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ
১৩ জানুয়ারি মিসরে বসছে পুরুষদের হ্যান্ডবল বিশ্ব চ্যাম্পিয়নশিপ৷ ২০১৯ সালের জার্মানি ও ডেনমার্কের আসরের মতো ততটা দর্শক পাবে না মিসর সেটি অবধারিত বলা চলে৷ তবে আয়োজকদের আশা গ্যালারির ত্রিশভাগ অন্তত পূর্ণ হবে৷
চলতি বছর টেনিসের প্রথম গ্র্যান্ডস্লাম অস্ট্রেলিয়ান ওপেন হবে ৮ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত৷ করোনার কারণে এবার স্বাভাবিক সময়ের চেয়ে তিন সপ্তাহ পরে হচ্ছে এ আসর৷ বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম ফ্রেঞ্চ ওপেন শুরু হওয়ার কথা ২৩ মে থেকে৷ ক্যালেন্ডার অনুযায়ী, উইম্বলডন ২৮ জুন আর ইউএস ওপেনের পর্দা উঠবে ৩০ আগস্টে৷
ছবি: Getty Images/Afp/P. Parks
সুপার বৌল
সুপার বৌলের ৫৫ তম আসরটি বসবে ৭ ফেব্রুয়ারি৷ বিশ্বের অন্যতম বৃহৎ ক্রীড়া আসরের এবারের আয়োজনটি হচ্ছে ফ্লোরিডাতে৷
ছবি: Getty Images/Elsa
শীতকালীন ক্রীড়া আসর
ফেব্রুয়ারি থেকে বেশ কয়েকটি শীতকালীন ক্রীড়া আসর শুরু হবে৷ ১-১৪ ফেব্রুয়ারি জার্মানির আল্টেনবার্গে চলবে স্কেলেটন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ৷ নর্ডিক স্কি ওয়ার্ল্ড চ্যাম্পয়নশিপটি হবে ওবার্স্টডর্ফে ২৩ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত৷
ছবি: picture-alliance/dpa/. Warmuth
ফর্মুলা ওয়ানে সৌদি
চলতি বছর সবচেয়ে দীর্ঘ সময়ব্যাপী ফর্মুলা ওয়ান এর আয়োজন হবে৷ মোট ২৩ রেসের এই আসরে প্রথমবারের মতো ভেন্যু হিসেবে যুক্ত হয়েছে সৌদি আরব৷ শুরুটা হবে ২১ মার্চ অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে৷
ছবি: Hamad I Mohammed/REUTERS
আইস হকির অনিশ্চয়তা
মে-জুন মাসে বেলারুশ-লাটভিয়াতে অনুষ্ঠিত হওয়ার কথা আইআইএইচএফ আইস চ্যাম্পিয়নশিপ৷ কিন্তু বেলারুশে সরকারবিরোধীদের উপর পুলিশি আক্রমণের প্রতিবাদে সহআয়োজক হতে রাজি নয় লাটভিয়া৷ তবে এরইমধ্যে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া৷
ছবি: Reuters/D.W. Cerny
১২ দেশে ইউরো
গত গ্রীষ্মে শুরুর কথা থাকলেও ইউরো ২০২০ শেষ পর্যন্ত ২০২০ সালে হয়নি৷ বর্তমান পরিকল্পনা অনুযায়ী জুন ১১ থেকে জুলাই ১২ পর্যন্ত ম্যাচগুলো অনুষ্ঠিত হবে৷ চারটি ম্যাচ হবে মিউনিখে, সেমিফাইনাল ও ফাইনাল হওয়ার কথা লন্ডনে৷
ছবি: picture-alliance/dpa/adidas
অলিম্পিক হবে?
জাপানের ভাগ্যটা খারাপই বলা চলে৷ চার বছর পরপর হওয়া বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিক৷ তার সমস্ত প্রস্তুতি সারলেও বাধা দিলো করোনা৷ ২০২০ অলিম্পিক পিছিয়ে শুরু হওয়ার কথা ২০২১-এর ২৩ জুলাই থেকে ৮ আগস্টে৷ প্যারা অলিম্পিক হবে ২৪ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর৷
ছবি: Kyodo News/imago images
নারীদের রাগবি
১৮ সেপ্টেম্বর উঠবে নারীদের রাগবি বিশ্বকাপের পর্দা৷ এবার আয়োজক নিউজিল্যান্ড৷ সেখানে প্রথমবারের মতো যোগ দিচ্ছে মরক্কো৷
ছবি: Peter Dovgan/Uk Sports Pics Ltd/imago Images
টি-টোয়েন্টি বিশ্বকাপ
চলতি বছর ক্রিকেটে আছে বেশ কয়েকটি বড় আসর৷ তার মধ্যে অক্টোবর-নভেম্বরে ভারতে আয়োজিত হবে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ৷ ২০১৯-২১ এর আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে ১০ জুন লন্ডনে৷ জুন থেকে শুরু হবে মেয়েদের ক্রিকেট বিশ্বকাপের বাছাই পর্ব৷
ছবি: AFP/J. Samad
টাইগারদের ব্যস্ত সূচি
দীর্ঘ বিরতির পর নতুন বছরের প্রথম মাস থেকেই ব্যস্ত সূচী শুরু হচ্ছে টাইগারদের জন্য৷ ২০ জানুয়ারি শুরু ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হোম সিরিজ৷ আছে তিন ওয়ানডে, দুই টেস্ট৷ মার্চে বাংলাদেশ যাবে নিউজিল্যান্ডে৷ খেলবে তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি৷ জুনে জিম্বাবোয়ে সফর৷ জুলাইতে এশিয়া কাপের পরে ইংল্যান্ডের সঙ্গে আছে হোম সিরিজ৷ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ঘরের মাঠে খেলার কথা রয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষেও৷
ছবি: Getty Images/AFP/G. Guercia
11 ছবি1 | 11
ঘোষণা অনুযায়ী, সুপার লিগে রয়েছে স্পেনের রেয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও আটলেটিকো মাদ্রিদ, ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, আর্সেনাল, চেলসি ও টটেনহ্যাম হটস্পার এবং ইটালির ইউভেন্তুস, এসি মিলান ও ইন্টার মিলান।
জার্মানি আর ফ্রান্সের কোনো ক্লাবের নাম না থাকলেও ১২টি ক্লাবের সঙ্গে আরো তিনটি ক্লাব শিগগিরই যোগ দেবে বলে সুপার লিগ কর্তৃপক্ষ জানিয়েছে৷
ওই তিনটিসহ ১৫টি ক্লাবের সঙ্গে প্রতি বছর কোয়ালিফাই করে আসা পাঁচটি ক্লাব মিলিয়ে মোট ২০টি ক্লাবকে নিয়ে হবে এই টুর্নামেন্ট৷
পরিকল্পনা অনুযায়ী, ২০টি ক্লাবকে দুটি গ্রুপে ভাগ করা হবে৷ দুই গ্রুপের দলগুলো প্রথমে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে খেলবে। তারপর প্রতি গ্রুপের শীর্ষ তিন দল উঠে যাবে কোয়ার্টার ফাইনালে। এভাবে ছয়টি দল শেষ আটের প্রথম ছয়টি স্থানে উঠে যাওয়ার পর গ্রুপে চতুর্থ ও পঞ্চম হওয়া ক্লাবের প্লে অফ খেলবে৷ প্লে অফ থেকে উঠে আসবে শেষ আটের বাকি দুটি দল।
টুর্নামেন্টে অংশ নিলে মোটা অংকের টাকা পাবে ক্লাবগুলো৷ পুরো আয়োজনের অর্থের জোগান দিচ্ছে যুক্তরাষ্ট্রের জেপি মর্গান ব্যাংক।সুপার লিগের প্রত্যেকটি প্রতিষ্ঠাতা ক্লাবকে ৩৫০ কোটি ইউরো করে দেবে তারা।