1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পর্তুগাল পাঁচ নম্বরে

৩০ নভেম্বর ২০১৩

গত বৃহস্পতিবার ফিফা তার সর্বাধুনিক ব়্যাংকিং প্রকাশ করে৷ এ পর্তুগাল পাঁচ নম্বরে৷ তার মূল কারণ হলো সুইডেনের বিরুদ্ধে পর্তুগালের দু’টি প্লে-অফে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মোট চারটি গোল৷

epa02241623 Official emblem for the Road to Brazil 2014 Soccer World Cup projected at the Sandton Convention Centre in Johannesburg, South Africa, 08 July 2010. EPA/SRDJAN SUKI Verwendung nur in Deutschland, usage Germany only
ছবি: picture-alliance/dpa

৬ ডিসেম্বর বিশ্বকাপের ড্র হবে অক্টোবরের ব়্যাংকিং-এর ভিত্তিতে৷ ফিফা বিশ্বকাপের সিডিং বা বাছাই ঠিক করে রেখেছে অক্টোবরের ব়্যাংকিং-এর ভিত্তিতে, যা-তে প্লে-অফ দলগুলি কোনো অন্যায় সুবিধা না পায়৷ কাজেই আগামী ৬ ডিসেম্বর বিশ্বকাপের ড্র-র উপর ফিফার নতুন ব়্যাংকিং'এর কোনো প্রভাব পড়বে না৷

তবুও, বিশ্বকাপের বছর যখন সামনে, তখন এই মুহূর্তে কোন দেশ ঠিক কোনখানে, সেটা জানতে ইচ্ছে করে বৈকি৷ স্পেন পূর্বাপর তালিকার শীর্ষে – এবং সেটা সাম্প্রতিক ফ্রেন্ডলিতে দক্ষিণ আফ্রিকার কাছে হারা সত্ত্বেও৷ দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে জার্মানি, আর্জেন্টিনা এবং কলম্বিয়া৷ ষষ্ঠ স্থানে উরুগুয়ে৷ সপ্তম ইটালি৷ অষ্টম স্থানে সুইজারল্যান্ড, যারা এক মাস আগেও অষ্টম স্থানে ছিল৷ নবম স্থানে নেদারল্যান্ডস৷ দশম স্থানে ব্রাজিল৷

ছবি: Getty Images

বেলজিয়াম ছয় ঘর পিছিয়ে এগারো নম্বরে – যদিও এক মাস আগের স্ট্যাটাসের কারণে তারা, সুইজারল্যান্ডের মতোই, বিশ্বকাপের প্রথম আটজন ‘সিড'-এর মধ্যে পড়েছে৷ নয়া ফিফা ব়্যাংকিং-এ মার্কিন যুক্তরাষ্ট্র ১৩ থেকে ১৪ নম্বরে নেমেছে৷ মেক্সিকো প্লে-অফে নিউজিল্যান্ডকে নস্যাৎ করার পর আরো চারঘর উঠে বিশ নম্বরে দাঁড়িয়েছে৷

আফ্রিকার দেশগুলির মধ্যে সর্বোচ্চ স্থানে রয়েছে আইভরি কোস্ট: তাদের ব়্যাংকিং হলো ১৭৷ এশিয়ান কনফেডারেশনের দলগুলির মধ্যে সর্বোচ্চ স্থানে রয়েছে ইরান: তারা চার ঘর উঠে এখন ৪৫-এ৷ সে তুলনায় বহুদিন ধরে এশীয় তালিকার শীর্ষে থাকা জাপান চার ঘর নেমে ৪৮-এ৷ ৫৮ নম্বর অস্ট্রেলিয়া হবে আগামী সপ্তাহে বিশ্বকাপের ড্র-তে ফিফা ব়্যাংকিং-এ নিম্নতম দেশ৷

এসি/ডিজি (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ