আল থুমামা স্টেডিয়ামে ২-০ ব্যবধানে বেলজিয়ামকে হারিয়ে দিলো মরক্কো। ফিফা ব়্যাঙ্কিংয়ে দুই নম্বরে রয়েছে রেড ডেভিলসরা। ফলে ২০ ধাপ নীচে মরক্কোর কাছে লড়াইটা সহজ ছিল না।
শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচের আকর্ষণ বাড়িয়েছে দুই দল। ম্যাচের ১১ মিনিটে ডি বক্সের সামান্য বাইরে ডি ব্রুইনকে ফাউল করার অভিযোগে ফ্রি কিক পেয়েছিল বেলজিয়াম। তবে সেই ফ্রি কিক থেকে কোনো সুবিধা করতে পারেনি তারা।
ম্যাচের ২৮ মিনিটে আক্রমণ জোরালো করতে শুরু করে মরক্কো। ডি বক্সের ভেতর থেকে সোফিয়ান বোফালের নেওয়া শট চলে গিয়েছিল ক্রসবারের উপর দিয়ে। ম্যাচের ৩৫ মিনিটে বল নিয়ে গিয়ে ডি বক্সের ভেতর থেকে নেওয়া আশরফ হাকিমির শট চলে যায় পোস্টের বাইরে দিয়ে।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মরক্কোর স্ট্রাইকার হাকিম জিয়েখ গোল করেন। কিন্তু রেফারি ভিএআরে চেক করার পর অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়ে যায়। মরক্কোর রক্ষণভাগকে রীতিমতো চাপে রাখতে চেষ্টা করেছিল বেলজিয়াম। গোলশূন্য অবস্থায় শেষ হয় বেলজিয়াম বনাম মরক্কো ম্যাচের প্রথমার্ধ।
ম্যাচের দ্বিতীয়ার্ধে দুই দলই বিপক্ষের জালে বল জড়াতে মরিয়া ছিল। কিন্তু ৭৩ মিনিটের মাথায় সাবিরির গোলে এগিয়ে যায় মরক্কো।
বেলজিয়ামের হয়ে সর্বাধিক গোল করা তারকা ফুটবলার রোমেলু লুকাকু নামলেন পরিবর্তন হিসেবে। কিন্তু তিনিও শেষরক্ষা করতে পারেননি। বরং দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে জাকারিয়ার গোলে বেলজিয়ামের বিরুদ্ধে ব্যবধান বাড়িয়ে ফেলে মরক্কো। কোর্তোয়া, মুনিয়ার, ওনানাদের নক আউটে যাওয়াটা অনিশ্চিত করে দিলেন সাইস, আমাল্লা, বোফালরা।
আরকেসি/এআই (ফিফা টিভি)
অঘটন, রোমাঞ্চের বিশ্বকাপ
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, রোমাঞ্চকর সব মুহূর্ত৷ কখনো কখনো প্রত্যাশাকে এলোমেলো করে দেয়া অঘটন৷ প্রথম পর্ব না পেরুতেই এমন বেশ কিছু ম্যাচ উপহার পেয়েছেন দর্শকরা৷
ছবি: Ricardo Mazalan/AP Photo/picture alliance
ইংলিশদের বিপক্ষে মার্কিনিদের দাপট
বিশ্বকাপের মঞ্চে আগের দুইবারের দেখায় একটি ড্র আর একটি জয় যুক্তরাষ্ট্রের৷ তবে ফিফা র্যাংকিংয়ের ব্যবধান আর প্রথম ম্যাচে ইরানকে ছয় গোলের বন্যায় ভাসানো ইংল্যান্ড যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামার আগে স্পষ্টই এগিয়ে ছিল৷ তারপরও ইতিহাস বদলাতে পারেনি সাউথগেট বাহিনী৷ কোনোরকমে ড্র নিয়ে মাঠ ছেড়েছে তারা৷ সেই সঙ্গে হাতছাড়া হলো এক ম্যাচ হাতে রেখে দ্বিতীয় পর্বের টিকিট নিশ্চিত করার সুযোগ৷
ছবি: Clive Mason/Getty Images
ইরানের চমক
১৯৫৮ সালের পর প্রথম বিশ্বকাপে জায়গা করে নেয় ওয়েলস৷ র্যাংকিংয়ে ইরান থেকে মাত্র এক ধাপ এগিয়ে থাকলেও তাদের বিপক্ষে বেলদেরই ফেভারিট ভাবা হচ্ছিল৷ ম্যাচে দুই দলই খেলেছে সমানতালে৷ কিন্তু গোলরক্ষক লাল কার্ড দেখায় শেষ দিকে দশজন নিয়ে খেলতে হয় ওয়েলসকে৷ ইনজুরি সময়ে ৯৮ মিনিটে দুর্দান্ত গোলে ইরান ১-০ তে এগিয়ে যায়৷ রেফারি যেকোনো সময় শেষ বাঁশি বাজাবেন তার আগে ১০১ মিনিটে আরেকটি গোলে ওয়েলসের হৃদয় চূর্ণ হয়ে যায়৷
ছবি: Pavel Golovkin/AP Photo/picture alliance
শ্বাসরুদ্ধকর ম্যাচে পর্তুগালের জয়
তারকায় ঠাসা পর্তুগালের সঙ্গে শক্তিমত্তায় ঘানার তফাৎ বিস্তর৷ ম্যাচে প্রথমার্ধ তেমন আভাসই দিচ্ছিল৷ কিন্তু দ্বিতীয়ার্ধে হঠাৎ বদলে গেল ম্যাচের গতি প্রকৃতি৷৬৫ মিনিটে পেনাল্টি থেকে রোনাল্ডোর গোল৷ এরপর একে একে গোল হয়েছে পাঁচটি৷ ম্যাচটি ৩-২ এ পর্তুগাল জিতলেও শেষ মিনিট পর্যন্ত পর্তুগিজ রক্ষণভাগে ভয় ছড়িয়েছে আফ্রিকার দেশ৷
ছবি: Fabrizio Bensch/REUTERS
ব্লু সামুরাইদের কাছে ধরাশায়ী জার্মানি
বিশ্বকাপের ফাইনালে এখন পর্যন্ত ১৩টি দল খেলেছে৷ এর আগে জার্মানিসহ তাদের কাউকেই হারাতে পারেনি জাপান৷ এই বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেও এমন প্রত্যাশা ছিল না ফুটবল বোদ্ধাদের৷ এমনকি খেলা শেষ হওয়ার ১৫ মিনিট আগ পর্যন্তও তারা পিছিয়েই ছিল৷ কিন্তু তুমুল নাটকীয়তার মধ্য দিয়ে দুই বদলি খেলোয়াড়ের গোলে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারিয়ে দেয় জাপান৷
ছবি: Stuart Franklin/Getty Images
সৌদির মরুঝড়ে তছনছ আর্জেন্টিনা
শুধু এবার নয় বিশ্বকাপের আপসেটের ইতিহাসেই আলাদা জায়গা করে নেবে আর্জেন্টিনা-সৌদি আরবের ম্যাচটি৷ এবারের বিশ্বকাপ ট্রফির অন্যতম দাবিদারদের হারিয়ে দেয়ার প্রত্যাশাটা বোধহয় সৌদির দর্শকরাও করেননি৷ কিন্তু ফিফা র্যাংকিংয়ে তৃতীয় নাম্বারে থাকা আর্জেন্টিনা ৫১ তম অবস্থানে থাকা সৌদির মরু ঝড়ে তছনছ হয়ে যায়৷ মেসিদের বিপক্ষে ২-১ গোলের জয় ছিনিয়ে নেয় বিশ্বকাপে এর আগে মাত্র তিনবার জয় পাওয়া এশিয়ার দেশটি৷